Neechbhang Rajyog 2025 : একরাশ কষ্ট নিয়েই জীবন-যুদ্ধ চালিয়ে যাচ্ছেন এতদিন, এবার মাথা তুলে দাঁড়ানোর দিন এই ৩ রাশির

প্রত্যেকটি গ্রহ রাশি পরিবর্তন করে। এমনই বলে থাকে বৈদিক জ্যোতিষশাস্ত্র। এবং এই প্রক্রিয়া নিয়মিত বিরতিতে চলে। গ্রহের গতিবিধির পরিবর্তন অনেক ধরনের শুভ রাজযোগের সৃষ্টি করে। গ্রহের রাশি পরিবর্তনের কারণে ১২টি রাশির জাতক জাতিকার পাশাপাশি দেশ ও বিশ্বের উপর তার প্রভাব পড়ে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
মার্চ মাসে, বুধ তার রাশিচক্র পরিবর্তন করতে চলেছে এবং তার অধীনস্থ রাশি, মীনে স্থানান্তর হতে চলেছে। মীন রাশিতে বুধের গমন নীচভঙ্গ রাজযোগ সৃষ্টি করবে।

বৈদিক জ্যোতিষশাস্ত্রে, এটি অত্যন্ত শুভ এবং বিরল যোগ বলে বিবেচিত হয়। তাতে সব রাশির মানুষের ওপর এর প্রভাব দেখা যাবে। বিশেষভাবে লাভবান হতে পারে কয়েকটি রাশি।
মিথুন রাশি- মিথুন রাশির জাতকদের জন্য বুধের নীচভঙ্গ রাজযোগের গঠন অত্যন্ত শুভ ও উপকারী প্রমাণিত হতে চলেছে। আপনার কর্মজীবন এবং ব্যবসায় যথেষ্ট অগ্রগতির সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীরা নতুন কাজের জন্য ভালো সুযোগ পেতে পারেন। চাকরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে।
মিথুন রাশি- আর্থিক অবস্থার উন্নতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায় ভালো লাভ হতে পারে। এই রাশির জাতকরা বিনিয়োগ থেকে ভাল অর্থ উপার্জনের সুযোগ পাবেন।
কন্যা রাশি- নীচভঙ্গ রাজযোগ কন্যা রাশির জাতকদের জন্য খুব অনুকূল প্রমাণিত হবে। মার্চ মাস থেকে, বুধ গ্রহ আপনার রাশি থেকে সপ্তম ঘরে প্রবেশ করবে। এই পরিস্থিতিতে, বিবাহিত ব্যক্তিদের এবং ব্যবসায় যাঁদের পার্টনারশিপ রয়েছে তাঁদের জন্য আগামী দিনটি খুব ভাল প্রমাণিত হবে।
কন্যা রাশি- যাঁরা কর্মে ব্যর্থ তাঁরা সাফল্য পাবেন। বুধের নীচু রাজযোগে অসম্পূর্ণ কাজ সম্পন্ন হবে। ব্যবসায়ীরা ব্যবসায় ভালো লাভ করবেন। সমাজে সম্মান পাবেন।
বৃষ রাশি- বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য নীচভঙ্গ রাজযোগ অত্যন্ত শুভ প্রমাণিত হতে পারে। এটি আপনার কাজে সাফল্য অর্জনের সম্ভাবনা বাড়িয়ে তুলবে। আপনি আর্থিক লাভের যথেষ্ট সুযোগ পাবেন। আপনার রাশিফলের একাদশ ঘরে নীচভঙ্গ রাজযোগ তৈরি হচ্ছে।
বৃষ রাশি- এটি আপনার আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। চাকরিজীবীরা নতুন কাজের জন্য ভালো সুযোগ পাবেন। যাঁরা ব্যবসা করছেন তাঁরা ভালো লাভ পাবেন। এই রাশির জাতক জাতিকারা কর্মজীবন এবং ব্যবসায় উন্নতির যথেষ্ট সুযোগ পাবেন। হঠাৎ আর্থিক লাভের সুযোগ আসবে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -