Hanuman Puja Rituals: মঙ্গলবার জাগ্রত করুন সঙ্কটমোচনকে, এই কাজেই তুষ্ট হয়ে সঙ্কট কাটাবেন হনুমানজি
বজরংবলীকে কলিযুগের দেবতা মনে করা হয়। কথিত আছে যে, শুধুমাত্র বজরংবলীই সকলের সমস্যার সমাধান করেন। আপনি যদি নিয়মিত বজরংবলীর পুজো করেন তবে আপনার জীবনে কখনও কোনও সমস্যা হবে না। সর্বদা সুস্থ এবং সুখী থাকবেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রতিদিন সকালে স্নানের পর হনুমান চালিসা পাঠ করা উচিত। এছাড়াও, মঙ্গল ও শনিবার হনুমানজিকে তুলসি ডাল নিবেদন করুন এবং ঘি প্রদীপ জ্বালান। এতে করে বজরংবলী দ্রুত প্রসন্ন হন এবং ঘরের আর্থিক সংকটও দূর হয়।
অনেক চেষ্টার পরেও যদি আপনার কাজ না হয়, তবে আপনাকে অবশ্যই কিছু ব্যবস্থা নিতে হবে। মঙ্গলবার তেল ও সিঁদুর মিশিয়ে অশ্বত্থ পাতায় রাম লিখে ভগবানকে নিবেদন করুন। এতে করে আপনি আপনার কাজে সফল হবেন।
মঙ্গলবার সকাল-সন্ধ্যা ভগবান বজরংবলীর পুজো করতে পারেন । ভগবানের উপাসনা করার সময় সম্পূর্ণরূপে ব্রহ্মচর্য অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বজরংবলীর পুজোর পর অবশ্যই বজরংবাণ এবং হনুমান চালিসা পাঠ করুন।
হনুমান জয়ন্তীর দিন আপনার চারপাশের পরিবেশ ও মনকে শুদ্ধ রাখতে হবে। মন ও মাথা শান্ত রাখতে আজ হনুমান চালিসা ও সুন্দরকাণ্ড পাঠ করুন।
হনুমান জয়ন্তীতে পুজো করার সময়, ভগবান রামের পুজো করতে ভুলবেন না কারণ হনুমানজিও ভগবান রামের ভক্ত।
আপনিও যদি হনুমান জয়ন্তীতে ভগবানের আরাধনা করেন, তাহলে মনে রাখবেন মন্দিরে যেন তাঁর ভাঙা মূর্তি না থাকে। এই ধরনের মূর্তি পুজো একটি ভুল প্রভাব দেয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -