Holi 2025: হোলির শুভ লগ্নে চন্দ্রগ্রহণে বিপর্যয়ের আশঙ্কা, ভয়ঙ্কর ঘটনায় তছনছ হতে পারে জীবন

২০২৫ সালে চারটি গ্রহণ হবে। জ্যোতিষশাস্ত্রে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের বিশেষ তাৎপর্য রয়েছে। এই সময়কালে, কোনও শুভ কাজ বা পুজো নিষিদ্ধ। অসাবধানতা বা অবহেলা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
২০২৫ সালেও চারটি গ্রহণ দেখা যাবে। এর মধ্যে দুটি সূর্যগ্রহণ এবং দুটি চন্দ্রগ্রহণ হবে। ২০২৫ সালে মোট দুটি চন্দ্রগ্রহণ হতে চলেছে। এর মধ্যে প্রথম চন্দ্রগ্রহণ ভারতে দেখা যাবে না এবং দ্বিতীয় চন্দ্রগ্রহণ ভারতে দেখা যাবে।

প্রথম চন্দ্রগ্রহণ হবে ১৪ মার্চ, ২০২৫ তারিখে। এটি একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে। পঞ্জিকা অনুসারে, হোলি পালিত হয় ফাল্গুন পূর্ণিমার পরের দিন, আর হোলিকা দহন করা হয় ফাল্গুন পূর্ণিমার রাতে।
মিথুন রাশির জাতকদের আর্থিক ও পেশাগত জীবনে আকস্মিক পরিবর্তন নিয়ে আসবে। অতিআত্মবিশ্বাস বা তাড়াহুড়োয় নিয়ে থাকা সিদ্ধান্তের কারণে অসফল হতে পারেন। তাই এ সময় সতর্ক থেকে যে কোনও পরিকল্পনা তৈরি করুন। অনাবশ্যক ঝুঁকি নেবেন না। সাবধানে গাড়ি চালান ও বিবাদ থেকে দূরে থাকুন।
ধনু রাশির জাতকদের কর্মক্ষেত্রে একাধিক সমস্যা সৃষ্টি করবে। চ্যালেঞ্জের মুখে পড়বেন এই রাশির জাতকরা। ভুল বোঝাবুঝি ও ভুল মন্তব্যের কারণে সমস্যা সম্ভব। এ সময় লগ্নির পরিকল্পনা করে থাকলে বিশেষজ্ঞদের পরামর্শ নিতে ভুলবেন না, তা না-হলে লোকসান সম্ভব। কারও কাছ থেকে আর্থিক লেনদেন করবেন না। পারিবারিক মতভেদ থেকে দূরে থাকুন।
মকর রাশির জাতকরা পেশাগত ও ব্যক্তিগত জীবনে নানান সমস্যায় জড়াবেন। স্বাস্থ্যের যত্ন নিতে হবে। অনৈতিক কাজ করবেন না। তা না-হলে মানহানি হতে পারে। ব্যবসা ও লগ্নির ক্ষেত্রে অতিরিক্ত ব্যয় করবেন না। চাকরিজীবী জাতকরা চাকরি পরিবর্তনের চিন্তাভাবনা করে থাকলে এখন সেই পরিকল্পনা বাতিল করুন।
মীন রাশির জাতকদের অপ্রত্যাশিত আর্থিক অস্থিরতা দেখা দিতে পারে। জমি ক্রয়-বিক্রয়ের পরিকল্পনা করে থাকলে, এই কাজে সতর্কতা অবলম্বন করুন। কাজের চাপও বাড়বে। এ কারণে অবসাদ ও ক্লান্তি সম্ভব। কেরিয়ারে লক্ষ্য লাভের জন্য চ্যালেঞ্জ মোকাবিলা করতে হতে পারে। এ সময় ধৈর্য ধরে ও সঠিক রণকৌশল তৈরি করে কাজ করুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -