Daily Astrology: আকাশপথ এড়িয়ে চললে ভাল হয় কাদের ? কেমন যাবে আজকের দিন ?

Daily Astrological Prediction: কেমন যাবে রবিবার ? ১ অক্টোবার অনুযায়ী কী বলছে আপনার রাশি ?

আকাশপথ এড়িয়ে চললে ভাল হয় কাদের ? কেমন যাবে আজকের দিন ?

1/12
সম্পর্কে জটিলতা বাড়তে পারে।  অংশীদারি ব্যবসায় না এগোলে ভাল হয়। বেকারদের জন্য সুখবরের সম্ভাবনা।ব্যবসায় সতর্ক থাকলে ভাল হয়। প্রেমে বিবাদের আশঙ্কা রয়েছে।  
2/12
আকাশপথ এড়িয়ে চললে ভাল হয়। নতুন কাজের খবর পেতে পারেন।বাইরের সকলের সঙ্গে ভাল ব্যবহার করুন।বাড়তি খরচ চিন্তা বাড়াতে পারে। চেনা রুটিনের বাইরে বেরোতে পারেন। 
3/12
ভ্রমণের পরিকল্পনা ভেস্তে যেতে পারে। সেবামূলক কাজে শান্তি পেতে পারেন। বাড়তি কথা থেকে বিরত থাকুন, নইলে অসুবিধা বাড়তে পারে। 
4/12
পরিবারে বিবাদের আশঙ্কা। প্রেমে সম্পর্কে যত্ন নিলে ভাল হবে। নতুন কাজের খবর আসতে পারে। ব্যবসা নিয়ে সতর্ক থাকুন, নইলে ক্ষতির মুখোমুখি হতে পারেন।  
5/12
রাস্তাঘাটে সতর্ক থাকলে ভাল হয়। প্রেমের ইস্যুতে বিবাদ তৈরি হতে পারে।  আর্থিক চাপ বাড়তে পারে। আয়ের দিক থেকে আজকের দিনটি ভাল যেতে পারে।
6/12
আর্থিক চাপ বাড়তে পারে। চাকরি স্থানে সুনাম বৃদ্ধি হতে পারে। শরীরের দিকে নজর রাখুন। কর্মক্ষেত্রে আজ শুভ দিন। তেমন কোনও সাহায্য পাওয়ার আশা রাখবেন না। খরচ কমানোর চিন্তাভাবনা করতে পারেন।  
7/12
বাড়তি খরচে চিন্তা বাড়তে পারে। শত্রু থেকে সতর্ক থাকলে ভাল হয়। কর্মক্ষেত্রে সাফল্য আসবে। ব্যবসায় সাফল্য মিলেছে। ব্যবসায় অর্থ বিনিয়োগ হতে পারে। 
8/12
কর্মস্থানে সমস্যা মিটে যেতে পারে। ভ্রমণে গিয়ে সমস্যায় পড়তে পারেন।বিনিয়োগে ভাল ফল মিলবে। সম্পত্তি নিয়ে পরিবারে অশান্তি বয়ে আসতে পারে। নতুন কাজের সন্ধান করতে হতে পারে।  
9/12
পড়ুয়াদের বড় সুযোগ আসছে। লিভারের সমস্যা বাড়তে পারে। দেশের বাইরে পড়াশোনার সুযোগ আসতে পারে। ভ্রমণের সুযোগ আসতে পারে।  
10/12
গৃহনির্মাণে বাধা আসতে পারে।  শরীরে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। চাকরিস্থানে উন্নতির যোগ রয়েছে। বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আর্থিক বিষয়ে ভেবে সিদ্ধান্ত নিন।  
11/12
প্রেমে জটিলতা অবসান হতে চলেছে। কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা কম।অফিসের সমস্যা বাড়তে পারে। পরিবেশ পরিস্থিতি বুঝে কথা বলুন। 
12/12
বিদেশযাত্রার সম্ভাবনা রয়েছে। নতুন কাজের সুযোগ আসতে পারে। পরিবেশ নিয়ন্ত্রণে থাকবে।পেটের সমস্যা বাড়তে পারে।যেচে উপকার না করাই ভাল হবে। খেলাধুলোয় সাফল্যের সম্ভাবনা।  
Sponsored Links by Taboola