Daily Astrology: গুপ্তশত্রু নিয়ে সতর্ক হবেন কারা ? কেমন যাবে রবিবার ?
Daily Astrological Prediction: আজ ২৩ এপ্রিল,রবিবার। সপ্তাহের এই দিনটি কেমন যাবে ? কী বলছে আপনার রাশি ? চলুন জেনে নেওয়া যাক।
গুপ্তশত্রু নিয়ে সতর্ক হবেন কারা ? কেমন যাবে রবিবার ?
1/12
অবিবাহিতের বিয়ের সম্ভাবনা।ভয় পাবেন না, এতে বুদ্ধি নাশ হবে, সতর্কভাবে এগিয়ে যান। আবেগের বশে কাজ করতে গিয়ে বিপদে পড়তে পারেন।
2/12
মা-বাবার স্বাস্থ্য ভাল থাকবে না। অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকুন। প্রিয়জনের থেকে খারাপ ব্যবহার পেতে পারেন।
3/12
শত্রুরা পরাজয় স্বীকার করবে। সুখবর আসতে পারে। কাজের চাপে শরীর খারাপ হতে পারে, তাই খাওয়া দাওয়া ঠিক রাখুন। ঘুরতে যাওয়ার আলোচনা হতে পারে।
4/12
দাম্পত্য কলহ এড়িয়ে চলুন। প্রেমের জট কেটে যাবে। সম্পত্তি নিয়ে ঝামেলা বাধতে পারে। বুঝে পদক্ষেপ নিন।
5/12
শত্রুর দ্বারা অনিষ্টের আশঙ্কা নেই। নতুন কাজের খবর আসতে পারে, প্রস্তুত থাকুন সেই জন্য। স্ত্রীর সঙ্গে তর্ক বাধতে পারে, মাথা ঠান্ডা রাখুন।
6/12
সন্তানের রোগভোগের আশঙ্কা। নিঃসঙ্গতা আসতে পারে। ঋণশোধ করে ফেলার চেষ্টা করুন। সমস্যায় পড়লে স্বামীর সঙ্গে আলোচনা করুন, সমাধান মিলবে।
7/12
গুপ্তশত্রু নিয়ে সতর্ক হন। ভ্রমণের আলোচনা বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। বুঝে বিনিয়োগ করুন। আর্থিক সমস্যা দেখা দিতে পারে, সঞ্চয়ে মন দিন।
8/12
শরীর নিয়ে সতর্ক থাকুন। শত্রুকে নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অনেকবার ভাবুন। কাজের জন্যে বাইরে ঘুরতে যাওয়ার সুযোগ আসতে পারে। মাথা ঠান্ডা রেখে কাজ করুন।
9/12
সদগুরুলাভের আশা রয়েছে। বাবা-মায়ের ব্যবহারে মানসিক চাপ বাড়তে পারে। আলোচনার মধ্য দিয়ে এগিয়ে যান। প্রিয়জনের থেকে আঘাত পেতে পারেন।
10/12
যানবাহন চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকুন। পাওনাদারের পাওনা মিটিয়ে দিন, নইলে বিবাদের আশঙ্কা রয়েছে। অযথা অতিরিক্ত আয় থেকে বিরত থাকুন।
11/12
শত্রু ক্ষতির চেষ্টা করবে। ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, সতর্ক থাকুন। দাঁতের সমস্যা বাড়তে পারে। সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা বাড়তে পারে।
12/12
চাকরির উন্নতিতে বাধা। আজ আপনার ইচ্ছেপূরণ হতে পারে। তর্ক থেকে এড়িয়ে যান। চাকরি স্থানে উন্নতির সুযোগ আসতে চলেছে। স্ত্রীর সঙ্গে বুঝে কথা বলুন।
Published at : 23 Apr 2023 12:00 AM (IST)