Daily Horoscope : প্রচুর খরচ হওয়া সত্ত্বেও, আর্থিক সমস্যা থাকবে না এই রাশির, দিনটি কেমন কাটবে আপনার ?
মেষ - সুস্থ থাকতে ধূমপান এড়ান । ব্যক্তিগত বিষয় পরিচিত কারও সঙ্গে শেয়ার না করা-ই ভাল। রোম্যান্টিক চিন্তা বাসা বাঁধবে মনে। কাজ ও বাড়ির চাপ মেজাজ বিগড়ে দিতে পারে। আপনাকে খুশি করতে আপ্রাণ চেষ্টা করবেন আপনার জীবনসঙ্গী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবৃষ - ধ্যান ও যোগে জোর দিন। যাঁরা আত্মীয়ের কাছে টাকা ধার নিয়েছেন, তাঁদের আজ তা পরিশোধ করতে হতে পারে। আপনার শিশুসুলভ আচরণ পারিবারিক সমস্যার সমাধান করবে। ভাগ্য আপনার সহায় হবে। খরচ বাড়ায় স্বামী-স্ত্রী বিবাদে জড়াতে পারে।
মিথুন - আজ স্বাস্থ্য ভাল থাকবে। বন্ধুদের সঙ্গে আনন্দদায়ক কিছুর পরিকল্পনা করতে পারেন। কোনও ক্রনিক রোগে আজ ভুগতে পারেন। কঠোর প্রতিদ্বন্দ্বী কোনও সহকর্মীও আজ আপনার সঙ্গে ভাল আলোচনায় নিযুক্ত হবেন। অতিরিক্ত টিভি দেখবেন না বা মোবাইল ঘাঁটবেন না।
কর্কট- আজ খুবই উচ্ছ্বসিত থাকবেন। যা আপনার আত্মবিশ্বাস বাড়াবে। অনেকটা খরচ হয়ে যেতে পারে। যার জেরে মানসিক চাপ বাড়বে। রোম্যান্সের জন্য আদর্শ দিন। আপনার নতুন পরিকল্পনা নিয়ে উচ্ছ্বসিত থাকবেন সঙ্গী।
সিংহ - সামাজিক জমায়েতে আনন্দ পাবেন। প্রচুর খরচ হওয়া সত্ত্বেও, আর্থিক সমস্যা থাকবে না। বন্ধু-বান্ধব ও পরিবারবর্গ আপনার সময়জুড়ে থাকবে। বিশেষ কারও নজর কাড়বেন। অপ্রয়োজনীয় বিবাদে জড়াতে পারেন। যা আপনার মেজাজ বিগড়ে দেবে।
কন্যা - ধ্যানে শান্তির খোঁজ । বিনিয়োগ করুন, কিন্তু যথার্থ গাইডেন্স যাতে পান সেদিকে নজর রাখুন। কাছের বন্ধু ও পরিবারের সান্নিধ্যে খুশি হওয়া প্রয়োজন। আজ আপনি বুঝতে পারবেন যে, আপনার সঙ্গী চিরকাল আপনাকে ভালবেসে যেতে পারে। দ্রুত সমস্যা সমাধানের দক্ষতায় পরিচিতি পাবেন। ছোটখাট বিষয়ে স্বামী-স্ত্রীর বিবাদ হতে পারে। অন্যের কথা খুব বেশি বিশ্বাস করা থেকে সতর্ক থাকুন।
তুলা- সবসময় সকলকে সাহায্য করার তৎপরতা আপনাকে ক্লান্ত করে দিতে পারে। আর্থিক সমস্যা কমতে পারে। কারণ, বাবা-মা আপনার পাশে এসে দাঁড়াবেন। কারও কারও পেশায় অগ্রগতি। বন্ধুর সঙ্গে সময় কাটাতে পারেন, যা উপভোগ্য হয়ে উঠবে।
বৃশ্চিক- সাম্প্রতিক সাফল্য ধরে রাখতে আপনাকে কঠোর পরিশ্রম করে যেতে হবে। অতিরিক্ত আয়ের জন্য আপনার আইডিয়া ব্যবহার করুন। ব্যক্তিগত স্তরে কাছের কারও থেকে চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকুন। আপনার চৌম্বকীয় ব্যক্তিত্ব নজর কাড়বে।
ধনু- আজ সন্তানদের দিকে নজর দিন। কারণ, তাদের স্বাস্থ্যের অবনতি হতে পারে। আবেগ নিয়ন্ত্রণে রাখুন। ইন্টারভিউয়ের জন্য আজ আদর্শ দিন। কথাবার্তায় সংযত থাকুন। কারণ, আপনার কথায় পরিবারের কেউ আঘাত পেতে পারেন। খরচের বিষয়ে সতর্ক থাকুন।
মকর - রোম্যান্টিক সম্পর্কে কোনও অভদ্র আচরণে ক্ষমা চেয়ে নেওয়া দরকার। আজ অনেকে আপনার উপদেশ চাইতে পারেন। অনেক অবসর সময় পাবেন। দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর আহত হওয়ার ঝুঁকি রয়েছে।
কুম্ভ - ভালবাসার হতাশা থাকা সত্ত্বেও, আশা হারালে চলবে না। নিজের অন্তরের অনুভূতিতে নজর দিন। ভ্রমণে মিলবে রোমাঞ্চ। যারা জুয়া খেলছেন, তাঁরা ক্ষতির মুখে পড়তে পারেন। মদ্যপান ঘুম নষ্ট হবে।
মীন- আর্থিক বিষয়ে আইনি সিদ্ধান্ত আপনার অনুকূলে যাবে। কঠোর পরিশ্রমের পরিচিতি পাবেন। সন্ধেয় কোনও কারণে চিন্তা দানা বাঁধতে পারে মনে। কিন্তু, উদ্বেগের প্রয়োজন নেই। সন্ধেয় বাড়িতে অতিথি সমাগমের সম্ভাবনা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -