Abhishek Banerjee: ছেলেকে নিয়ে রাজপথে, অভিষেকের জন্মদিনে উপচে পড়ল অনুরাগীদের ভিড়
ABP Ananda
Updated at:
07 Nov 2023 05:11 PM (IST)
1
মঙ্গলবার জন্মদিন অভিষেকের। আজ ৩৬ বছর পূর্ণ করলেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
ফুলের তোড়া, কেক, প্ল্যাকার্ড হাতে উপস্থিত হলেন অভিষেকের অনুগামীরা।
3
এদিন ব্যারিকেড করে পরিস্থিতি সামাল দিতে হয় পুলিশকে।
4
জন্মদিন উদযাপনের মাঝে শোনা যায় ঢাকঢোলের শব্দও।
5
ছেলেকে কোলে নিয়ে শুভেচ্ছা গ্রহণ করেন অভিষেক।
6
এর পর ব্যারিকেডের দিকে খানিকটা এগিয়েও যান অভিষেক।
7
ভিড়ের মধ্যে থেকে মাথায় হাত ঠেকিয়ে অনেকেই তাঁকে আশীর্বাদও করেন।
8
কালীঘাটের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং পরিবারের অনেকে থাকলেও, অভিষেক থাকেন 'শান্তিনিকেতনে।'
9
তৃণমূল সূত্রে খবর, জন্মদিন উপলক্ষেই তিনি কালীঘাটের বাড়িতে এসেছিলেন ।
10
জন্মদিনে অনুগামীদের নিরাশ করেননি অভিষেক।
NEXT
PREV
জেলার খবর (district) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -