Daily Astrology: লক্ষ্মীবারেই আর্থিক সমস্যা কাটবে এই তিন রাশির
আর্থিক সমস্যা কেটে যেতে পারে। কেনাকাটার সময়ে সতর্ক থাকা প্রয়োজন। সঙ্গীর সঙ্গে দিনটি মধুর কাটতে পারে। প্রিয়জনের স্বাস্থ্য নিয়ে চিন্তা। অত্যধিক অহংয়ের কারণে সম্পর্কে চিড় ধরার আশঙ্কা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসহকর্মীদের কূটচালে অফিসে সমস্যা বৃদ্ধি। লাভের মুখ দেখার সম্ভাবনা। অত্যধিক খরচে সঞ্চয়ে প্রভাব পড়তে পারে। পড়ুয়ােদর জন্য দিনটি শুভ।
কোনও কারণে আবেগপ্রবণ হয়ে যেতে পারেন। নাচ ও গানের সঙ্গে জড়িয়ে থাকা ব্যক্তিদের জন্য দিনটি শুভ। সন্ধের পর সঙ্গীর কাছ থেকে কোনও চমক পেতে পারেন।
আটকে রয়েছে এমন অর্থ হাতে পেতে পারেন। উচ্চশিক্ষার সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না। মনের মানুষের কাছ থেকে দারুণ কোনও উপহার পেতে পারেন। বুদ্ধি দিয়ে অতিরিক্ত খরচ বাঁচানো দরকার। আর্থিক সমস্যা কেটে যেতে পারে।
কর্মক্ষেত্রে পুরনো সমস্ত কাজ আজ শেষ করে ফেলতে পারেন। বাড়িতেও একাধিক পরিবর্তন নিয়ে আসতে পারেন, যা লাভজনকও বটে। নতুন বাড়ি কেনার যোগ রয়েছে। প্রেমের প্রস্তাব পেতে পারেন।
সঙ্গীর সঙ্গে কোনও বিষয়ে কথা বলার সময়ে সতর্ক থাকা দরকার। অকারণ বিতর্ক বিবাদে সম্পর্কে শীতলতা দেখা দিতে পারে। কাছেপিঠে কোথাও ভ্রমণের পরিকল্পনা হতে পারে।
ফাটকা বা শেয়ারে এখনই কোনও বিনিয়োগ না করাই শ্রেয়। আপনার কথা বলার ধরন সকলকে মুগ্ধ করে দিতে পারে। অফিসে প্রশংসিত হতে পারেন।
নিজের লক্ষ্যে অবিচল থাকার ফলে কেরিয়ারে উন্নতি। অতি ক্রোধে লাগাম টানতে না পারলে বিপত্তির আশঙ্কা। মাত্রাছাড়া রক্ষণশীলতা সংসারে অশান্তি ডেকে আনতে পারে।
কথার মাধ্যমে কাউকে প্রভাবিত করতে পারেন। অপ্রত্যাশিতভাবে হাতে টাকা আসতে পারে। অত্যধিক পরিশ্রমে মানসিক ও শারীরিক ক্লান্তি। ব্যক্তিগত জীবনে নজর দেওয়া প্রয়োজন।
ট্যালেন্টের কারণে কর্মক্ষেত্রে সহকর্মীদের কাছে প্রশংসিত হতে পারেন। মাতৃস্থানীয় কারও কাছ থেকে সম্পত্তি পেতে পারেন। কোনও হঠকারী সিদ্ধান্ত এখনই না নেওয়াই শ্রেয়। আর্থিক সমস্যা কেটে যেতে পারে।
পরিবার, বন্ধুদের সঙ্গে ভ্রমণের পরিকল্পনায় মানসিক আনন্দ। ঘনিষ্ঠ কোনও বন্ধুর সঙ্গে মনোমালিন্য হতে পারে। স্বামী - স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি। কোনও পরিচিত ব্যক্তির ফাঁদে পা দিয়ে বিপত্তির আশঙ্কা।
শত্রুদের শক্তিক্ষয়ে সাফল্যের সম্ভাবনা। কোনও বড় সংস্থায় চাকরির সুযোগ আসতে পারে। ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ। নতুন কোনও উপার্জনের রাস্তা খুলে যেতে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -