Daily Astrology: আজকের রাশিফল - আজ প্রেমের প্রস্তাব পেতে পারেন কোন রাশির জাতকরা?
আজকের রাশিফল
1/12
আসলেমির জন্য আজ দিনটা একটু দেরিতে শুরু হতে পারে। সন্ধ্যায় অফিসে ভালো কাজের জন্য প্রশংসা জুটতে পারে।
2/12
পুরনো কোনও পাওনা আজ পেয়ে যেতে পারেন। প্রিয়জনেরা আপনার উত্থান দেখে ঈর্ষা করতে পারে। আজ কোনও ফাটকা রোজগারে মন দেওয়া ঠিক নাও হতে পারে।
3/12
অনেক এনার্জি নিয়ে কাজ শুরু করলেও কোনও বিশেষ কাজ ভন্ডুল হয়ে যেতে পারে। যেকোনও বিষয়ে মাথা ঠান্ডা রাখা প্রয়োজন।
4/12
আজ বাড়িতে কোনও নতুন পদ রান্না করতে পারেন। পরিবারের সঙ্গে সন্ধ্যেটা দারুণ কাটতে পারে।
5/12
আপনার শিল্পীসত্ত্বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চমকে দিলেও অনেকের ঈর্ষার পাত্র হয়ে উঠতে পারেন। কোনও উটকো ঝামেলায় জড়িয়ে পড়ারও সম্ভাবনা রয়েছে।
6/12
নাচ এবং গানে পারদর্শীদের জন্য দিনটা শুভ। পছন্দের কাজ করতে গিয়ে অফিসের কাজে ব্যাঘাত ঘটায় বসের রোষে পড়তে পারেন।
7/12
নানা কাজ নিয়ে চিন্তায় দিনটা কাটতে পারে। তবে সিদ্ধান্ত সঠিক নিতে পারলে সুখবরও রয়েছে।
8/12
দীর্ঘদিনের কোনও সম্পর্ক থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। যেকোনও সমস্যায় রাগ সংযত করতে না পারলে বিপদে পড়তে পারেন।
9/12
স্বামী বা স্ত্রীর সঙ্গে আজ মনোমালিন্যের সম্ভাবনা রয়েছে। তৃতীয় কাউকে ঘিরে অশান্তি হতে পারে।
10/12
সাহসীকতার জন্য প্রশংসা জুটতে পারে। ব্যবসায়ীরা আজ কোনও বড় সুখবর অপ্রত্যাশিতভাবে পেতে পারেন।
11/12
সাফল্যের পথে নানা বাধা আসতে পারে। কর্মক্ষেত্রে কারও সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়তে পারেন।
12/12
ডোন্ট কেয়ার আচরনের জন্য বিপদে পড়তে পারেন। অনেক দিনের কোনও আটকে থাকা কাজ আজ সফলভাবে মিটে যেতে পারে।
Published at : 30 Sep 2021 07:22 AM (IST)