Durga Puja 2021 : রঙ বেরঙের নকশি কাঁথায় মোড়া পূর্ব কলিকাতা সর্বজনীনের মণ্ডপ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Sep 2021 06:59 AM (IST)
1
৭৫ বছরে পূর্ব কলিকাতা সর্বজনীন। এবারের থিম নকশিকাঁথা
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
শিল্পী বাংলাদেশের সুলতানা মিমি।
3
হাতেই বোনা হয়েছে অধিকাংশ কাঁথা।
4
সেই কাঁথা দিয়েই তৈরি হয়েছে মণ্ডপ। কয়েকশো বছর ধরে মূলত বাংলার মহিলারা তাদের সূচের ডগায় নিজেদের জীবনের সুখ দুঃখের গল্প এঁকেছেন এই কাঁথা শিল্পের মাধ্যমে।
5
বাড়তি আকর্ষণ হিসেবে থাকছে শতবর্ষ পেরোনো একাধিক কাঁথাও।
6
ইতিমধ্যেই একের পর এক কাঁথায় শিল্পীদের সূচিকর্মে ফুটে উঠেছে ফুল-লতা-পাতা
7
নানা রঙের সমাহারে দারুণ এক রংমিলান্তি মণ্ডপ জুড়ে
8
নকশিকাঁথা বাংলার অতিপ্রাচীন সুখ্যাত লোকশিল্প।
9
সূচিশিল্পের মাধ্যমে কি কোনও গল্প বলা হবে ? তা অবশ্য থাকছে সাসপেন্সই
10
ছবি ও তথ্য - অরিত্রিক ভট্টাচার্য
NEXT
PREV
জেলার খবর (district) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -