Daily Astrology:চাকরির অফার পেতে পারেন কোন রাশির জাতক-আজকের রাশিফল
আজ কাজ ধীরে-সুস্থে কাজ করলেও পরিকল্পনা নিখুঁত করুন। অফিসের কাজকর্ম স্বাভাবিক থাকবে। বেশি কাজ না থাকলেও দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। মহিলা বস বা সহকর্মীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। কোষ্ঠকাঠিন্যের সমস্যা ভোগাতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে পুরানো বিষয়ে চর্চা করার হলে সেরে ফেলতে হবে। ছোট ভাইকে আর্থিক সাহায্য দিতে হতে পারে। তাকে নিরাশ করবেন না।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজ বিচার বিবেচনার বিষয়ে অত্যধিক সময় নয়। অহেতুক কথাবার্তায় কান দেবেন না। অফিসের কাজকর্ম স্বাভাবিক। পড়াশোনার জন্য দিনটি শুভ। অঙ্কে কাঁচা হলে তা বেশি করে অভ্যেস করতে হবে। অতিরিক্ত মশলাদার খাবার এড়িয়ে চলুন। বৈদ্যুতিন সামগ্রী ক্রয়ে তাড়াহুড়ো নয়, আর্থিক লোকসান হতে পারে।
আজ পশুপক্ষীদের খাবার দান শুভপ্রদ হতে পারে। অফিসের কার্জকর্মে চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা। ইউরিন সংক্রান্ত সমস্যার দেখা দিতে পারে। বেশি করে জল খান। একান্নবর্তী পরিবারের সদস্যদের তালমিল ভালো থাকবে। কঠিন পরিস্থিতিতে একে অপরের সাহায্য কাজে আসবে।
আজ যাঁদের জন্মদিন, তাঁদের ছোটখাটো খুশি থেকে আনন্দলাভ। নিজেকে যতটা সম্ভব আপডেট রাখুন। কোম্পানিতে উচ্চপদে থাকলে অধঃস্তনদের সঙ্গে সুব্যবহার করুন। পড়ুয়ারা নোটস সামলে রাখুন। ঠাণ্ডা লাগার সমস্যা দেখা দিতে পারে। তাই ঠাণ্ডা খাবার-দাবার এড়িয়ে চলুন। বাড়ির সদস্যদের প্রতি অযথা রাগ দেখাবেন না।
আজ মনোনিবেশে ঘাটতি হতে পারে। তাই বেশি চিন্তাভাবনা এড়িয়ে চলুন। মন হাল্কা রাখতে পছন্দমতো কাজ করতে পারেন। চাকরিজীবীদের আজ ওঠা-পড়ার মধ্য দিয়ে যেতে হতে পারে। সুগারের রোগীদের শরীরে প্রতি নজর দিতে হবে। ছোটভাইয়ের সঙ্গে বিবাদ হতে পারে। এতে বাড়ির পরিবেশ উত্তেজনাপূর্ণ হওয়ার আশঙ্কা। জীবনসঙ্গীর সঙ্গে আবেগপূর্ণ সম্পর্ক মজবুত করুন।
আজ অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার দিকে নজর দিন। অফিসে গুরুত্বপূর্ণ কাজ সবার আগে করতে হবে। তরুণরা মনোমতো উপহার পেতে পারেন। পরিবারের কারুর সঙ্গে মতবিরোধ চললে তার সমাধানের চেষ্টা করতে হবে।
আজ কর্মে মনোনিবেশের চেষ্টায় ঘাটতি ভবিষ্যতে সমস্যায় ফেলতে পারে। লগ্নির পরিকল্পনা সঠিকভাবে করতে হবে। অফিসে কাজকর্মে পদস্থ আধিকারিকরা সন্তুষ্ট হতে পারেন। বাড়ির বাইরে বেরোনোর সময় সুরক্ষার বিষয়ে নজর দিতে হবে। দীর্ঘদিনের ঋণ পরিশোধের সম্ভাবনা দেখা যাচ্ছে। বাবার সঙ্গে মতভেদ বিবাদে পরিণত হতে দেবেন না। কারণ, বর্তমান সময়ে তাঁর শুভকামনা ও প্রসন্নতা আপনার আত্মবিশ্বাস বাড়াবে।
আজ ইতিবাচক কর্মের ফল মিলবে। গুরুত্বপূর্ণ নথি সামলে রাখুন। উচ্চপদাধিকারীর কাছে সম্মান পেতে পারেন। নতুন চাকরির চেষ্টা করলে ভালো অফার মিলতে পারে। স্বাস্থ্যের দিক থেকে কোনও ওষুধ খেতে হলে এক্সপায়ারি ডেট অবশ্যই দেখে নিন। কোনও কারণে অত্যধিক খরচ করতে হলেও নেতিবাচক চিন্তাভাবনার প্রয়োজন নেই। কথার গুরুত্ব বুঝতে হবে, কথাবার্তার সময় ভেবেচিন্তে শব্দ প্রয়োগ করুন।
আজ চিন্তাভাবনা ছাড়াই লগ্নি লোকসানের কারণ হতে পারে। এক্ষেত্রে বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া জরুরি। মাথা ঠাণ্ডা রাখতে গান শুনতে পারেন। অফিসে বড় প্রোজেক্টে কাজের সুযোগ মিলতে পারে। উচ্চ পদাধিকারীর সাহায্য মিলবে। অনাবশ্যক যাত্রা এড়িয়ে চলুন। জমি বা যান কিনতে চাইলে পরিকল্পনা দ্রুত রূপায়ণের চেষ্টা করুন। বাবার সান্নিধ্যলাভ।
আজ মনে অহংকারকে প্রশ্রয় দেবেন না। দুঃস্থদের সাহায্য করতে পারলে ফল ভালো হবে। চাকরিজীবীদের সহকর্মীদের সাহায্য করতে হতে পারে। কাজ সম্পূর্ণ হওয়ার আগেই আটকে যেতে পারে। এজন্য বিচলিত না হয়ে ফের আগামীদিনে সম্পূর্ণ করার উদ্যোগ দিন। বিদেশে পড়াশোনার চেষ্টা করলে সফলতা প্রাপ্তি হতে পারে। মায়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে।
আজ নিকট সম্পর্ক বাড়াতে সময় দেওয়ার প্রয়োজন। অফিসে উচ্চ পদাধিকারীদের মর্যাদাদান করুন। হাত ও কাঁধের সমস্যা ভোগাতে পারে। পড়ুয়াদের কলেজে ভর্তি সংক্রান্ত সমস্যার সমাধান হতে পারে। দাম্পত্য জীবনে টানাপোড়েন চললে তা সমাধানের চেষ্টা করুন। বন্ধু ও আত্মীয়দের সঙ্গে দেখা করার চেষ্টা করুন।
আজ নেটওয়ার্ক মজবুত হবে, এরফলে জীবিকার ক্ষেত্রে ভালো সুযোগ আসবে। জনসংযোগ কাজের সঙ্গে যুক্ত থাকলে সক্রিয় হতে হবে। কানের ব্যথার আশঙ্কা। ঘরোয়া জিনিসপত্র কিনতে চাইলে আজ ভালো দিন। বাড়ি থেকে দূরে থাকলে বাড়িতে ফেরার সম্ভাবনা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -