Daily Astrology: চাকরিতে পদোন্নতির আশা বৃষ রাশির জাতকদের, কেমন কাটবে আপনার দিন?
মেষ- আজ খরচ নিয়ে সংযমী হওয়ার প্রয়োজন। অফার ও লাভ দেখে খরচ না করলেই ভালো। বাড়ি বা কর্মস্থলে ছোটখাটো কথাতেই মুড অফ হয়ে যেতে পারে।জরুরি কাজে মনঃসংযোগ বজায় রাখুন। কর্মস্থলে গাফিলতি এড়িয়ে চলুন। ভালো কাজে বসের সমর্থন মিলবে। অংশীদারী ব্যবসায় লাভের পরিস্থিতি তৈরি হচ্ছে। আইনি পড়ুয়াদের জন্য সময় ভালো। স্বাস্থ্যের দিক থেকে গলায় কোনও সমস্যা দেখা দিতে পারে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবৃষ-আজকের দিন কিছুটা উত্তেজনাপূর্ণ হতে পারে। চাকরিতে পদোন্নতির আশা। কিন্তু সহকর্মীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা বাড়বে। এজন্য পেশাদার ঢঙে কাজ করতে হবে।খুচরো ব্যবসায়ীদের লাভ পাওয়ার সম্ভাবনা। মনে রাখবেন, উৎপাদনের গুণমান আপনার পুঁজি। এতে কোনও রকম আপোস করবেন না। পড়ুয়াদের পরিশ্রমে কোনওরকম ঢিলে দেওয়া চলবে না। আজ আলস্য ভোগাতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে প্যাকেটজাত খাবার এড়িয়ে চলাই ভালো। ডিহাইড্রেশনের আশঙ্কা থাকায়, সতর্ক থাকতে হবে। বিবাহিত সম্পর্কে বিতর্কিত বিষয়ে বিতর্ক এড়িয়ে চলুন।
মিথুন-আজ নেতিবাচক প্রভাব কম থাকায় মন শান্ত থাকবে। আর্থিক দিক থেকে লাভবান হওযার সম্ভাবনা দেখা দিচ্ছে। টাকা পয়সা ধার দিয়ে থাকলে আজ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। কাজ নিয়ে খুবই সক্রিয় থাকতে হবে। কোনও বিষয় নিয়ে বসের সঙ্গে মতবিরোধের আশঙ্কা। মনে রাখবেন, বসের নির্দেশের অবহেলা ক্ষতিকারক হতে পারে। হোটেল ও রেস্তোঁরার ব্যবসার সঙ্গে যুক্তদের গুণমানের ওপর নজর রাখতে হবে। প্রতিদ্বন্দ্বী বদনামের চেষ্টা করতে পারে। অ্যালার্জি সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। খাওয়াদাওয়া নিয়ে সতর্ক থাকুন। দাম্পত্য জীবনে প্রেম ও শান্তি বজায় থাকবে।
কর্কট- পুরানো লগ্নি থেকে লাভ পেতে পারেন। অফিসের কাজকর্মে কঠোর পরিশ্রমের প্রয়োজন হবে। সমস্ত গুরুত্বপূর্ণ কাজ সময়ে সম্পন্ন করুন। এতে বসের মনে ভালো প্রভাব তৈরি হবে। ব্যবসায়ীদের দিনটি লাভজনক। ক্রেতাদের ভিড় লেগে থাকবে। তরুণরা সময়ের সদ্ব্যবহার করুন। অদূর ভবিষ্যতে সাফল্যের সম্ভাবনা তৈরি হচ্ছে। স্বাস্থ্যের দিক থেকে মহামারীর প্রকোপের পরিপ্রেক্ষিতে পরিবারের সবাইকে সতর্ক থাকতে হবে। বাড়ির বাইরে বেরোনোর ক্ষেত্রে সতর্কতা বজায় রাখা প্রয়োজন। পরিবারের সুখ-সুবিধা বাড়বে। তবে কোনও কিছু কেনার ব্যাপারে সবাই মিলে বসে পরামর্শ করলে ভালো ফল মিলবে।
সিংহ-অন্যদের সঙ্গে বোঝাপড়া রেখে চলার প্রয়োজন। বিবাদে জড়ানোর আশঙ্কা রয়েছে। এ জন্য বয়স্ক বা অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ কোনওভাবেই এড়িয়ে যাওয়া উচিত নয়। অফিসে পরিস্থিতিতে বেশ ভালোই থাকবে। কিন্তু বিরোধী পক্ষ আপনাকে পিছনে টানার চেষ্টা চালিয়ে যাবে। রাসায়নিক কারখানা বা রাসায়নিক পদার্থের ব্যবসায়ীদের ভালো লাভের সম্ভাবনা। তরুণদের সরকারি নিয়ম পালন অবশ্যই করতে হবে, নাহলে আর্থিক জরিমানার মুখে পড়তে হতে পারে। অসুস্থ ব্যক্তিদের ওষুধ ও দিনযাপন নিয়ে সতর্কতা বজায় রাখুন। জমি কেনা-বেচার সময় উপযুক্ত। বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নিলে লাভজনক হবে।
কন্যা- কারুর দেখে সঞ্চিত অর্থ ব্যয় করবেন না। শুধু বর্তমান নয়, ভবিষ্যতেও তা আপনাকে লোকসানের মুখে পড়তে হতে পারে। জনসংযোগে যুক্তদের সজাগ থাকতে হবে। টেলিকমিউনিকেশনে যুক্তদের গ্রাহকদের সঙ্গে খুব ভালো ব্যবহার বজায় রেখে কাজ করতে হবে। পার্লার বা বুটিকে কাজ শুরুর সময় খুবই ভালো। খাওয়াদাওয়া নিয়ে সতর্ক থাকুন। মাত্রাতিরিক্ত খাওয়াদাওয়া সমস্যার কারণ হয়ে উঠতে পারে। দাম্পত্য জীবনে গড়ে ওঠা বিবাদ দ্রুত বসে নিষ্পত্তি করুন। পরিবারের সঙ্গে হঠাৎ করেই ভ্রমণে যেতে হতে পারে। বাড়িতে সম্মান মিলবে।
তুলা- আয় ও ব্যয়ের সামঞ্জস্য বজায় রাখতে হবে। কাজের জন্য নিজেকে আপডেট রাখতে হবে। অফিসিয়াল কাজকর্ম বাড়ায় মুড অফ থাকতে পারে। টিম ওয়ার্কের পরিণাম ভালো হবে। স্টেশনারির ব্যবসায়ীদের বিক্রি বাড়বে। যুবক ও পড়ুয়াদের দিনটি ভালো যাবে। কিন্তু দৈনন্দিন কাজকর্মে কোনওভাবেই গাফিলতি করা যাবে না। যান খারাপ হয়ে যাত্রায় সময় মুশকিলে পড়তে পারেন। হাই বিপি-তে আক্রান্তরা সাবধানে থাকুন। পিতার কথার সম্মান করুন। বাড়ির ব্যাপারে আপনার মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমস্ত দিক বিচারবিবেচনা করেই কথা বলুন।
বৃশ্চিক-মধুর ব্যবহারে সবার মন জয় করা যাবে। মনে রাখতে হবে, মুখ থেকে যাতে কোনও কটু শব্দ না বেরোয়। কারুর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। ভবিষ্যতের চিন্তার প্রভাব বর্তমানেও পড়তে পারে। এ জন্য যা করছেন, তা মন দিয়ে করুন। কাজেকর্মে ছোটাখাটো গলতি নেতিবাচক হয়ে উঠতে পারে। লোহার ব্যবসায়ীদের প্রচুর লাভ হতে পারে। পরিবারের সুখ-শান্তির জন্য পুজোপাঠ করতে পারেন।
ধনু- আজ আপনার ক্রোধ অন্যরে অহিত করতে পারে। তাই সংযম বজায় রাখা দরকারয গুরুত্বপূর্ণ বিষয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। কোনও কাজের জন্য ঋণ নিতে হলে কিছুটা অপেক্ষা করুন। এখন সময়টা অনুকূল নয়। বিত্ত সামলে খরচ করুন। অনাবশ্যক জিনিসপত্রে কিনে অর্থের অপচয় ভবিষ্যতের পক্ষে সমস্যার কারণ হতে পারে। ব্যবসায়ীদের পক্ষে দিনটি লাভজনক। পরিবারের কারুর জন্মদিন থাকলে অবশ্যই উপহার দিন। এবং কোনও অনুষ্ঠান আয়োজিত হলে পূর্ণ উৎসাহের সঙ্গে যোগ দিন।
মকর-আজ কথাবার্তায় গাম্ভীর্য ও বিশ্বস্ততা বজায় রাখুন। হাল্কা কথাবার্তা আপনাকে লজ্জায় ফেলতে পারে। সফটওয়্যার কোম্পানিতে কর্মরতদের পক্ষে দিনটি খুবই ভালো। টার্গেট ভিত্তিক কাজ যাঁরা করেন, তাঁরা শীঘ্রই ভালো লাভ পাবেন। হার্ডওয়ার ব্যবসায়ীরা গুণমান নিয়ে সতর্ক থাকুন। অদূর ভবিষ্যতেই ক্রেতাদের ভিড় বৃদ্ধির সম্ভাবনা। উচ্চ শ্রেণীর পড়ুয়ারা পড়াশোনা একেবারেই গাফিলতি করবেন না। খাবারে ফাইবারের মাত্রা বাড়াতে হবে। কোষ্ঠকাঠিন্যের আশঙ্কা থাকায় জলপানের পরিমাণ বাড়ান।
কুম্ভ-আজকের দিন প্রসন্নতার সঙ্গে কাটবে। আর্থিক ক্ষেত্রে পরিকল্পনা কার্যকরী হবে। প্রতি কাজেই সাফল্যের সম্ভাবনা। ব্যবসার যে পরিণাম তাত আপনাকে ও আপনার পার্টনারকে সন্তুষ্ট করবে। দিনযাপনে সংশোধনের পরিকল্পনা করুন। সৎসঙ্গে যুক্ত থাকার প্রচেষ্টা করুন। কাজেকর্মে আচমকা কোথাও যেতে হতে পারে। এজন্য মানসিক প্রস্তুতি নিয়ে রাখলে ভালো। বিদেশি সামগ্রী ক্রয় বিক্রয়ের সঙ্গে যুক্তদের ভালো লাভ হবে। স্বাস্থ্যের ক্ষেত্রে মহিলাদের হরমোন সংক্রান্ত সমস্যা হতে পারে।
মীন-রাজনীতির সঙ্গে যুক্তদের এবার নেটওয়ার্ক বাড়াতে হবে। মনে রাখতে হবে, বিশ্বস্ত লোকজন যেন অসন্তুষ্ট না হয়। ভবিষ্যত পরিকল্পনা ও গতিবিধিতে তাঁদের অংশদারীকে উপেক্ষা করবেন না। কর্মস্থলে পরিস্থিতি স্বাভাবিক ও অনুকূল থাকবে। ব্যবসা বৃদ্ধির উপযুক্ত সময়। তরুণদের ক্ষেত্রে দিনটি শুভ। পরিমাণ খুব দ্রুত পাওয়ার সম্ভাবনা। এজন্য রুটিন কাজে মনোনিবেশ বাড়াতে হবে। স্বাস্থ্যের ক্ষেত্রে পুষ্টিকর খাবারকে গুরুত্ব দিন,এড়িয়ে চলুন বদহজম তৈরি করা খাবার। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। বাড়িতে অতিথি সমাগমের যোগ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -