Daily Astrology: আয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে কোন রাশির জাতকের, দেখুন আজকের রাশিফল
আত্মবিশ্বাস বজায় রাখুন। অনাবশ্যক কাজে জড়িয়ে মুশকিলে পড়তে হতে পারে। কর্মস্থলে যে কোনও গুজব থেকে সতর্ক থাকুন। অপ্রয়োজনীয় কেনাকাটা করবেন না। আয়ের অধিক ব্যয় হতে পারে। অফিসের কাজে ত্রুটি সম্পর্কে সজাগ থাকুন। কাপড়ের ব্যবসায়ীদের লোকসানের আশঙ্কা। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো রাখুন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজ পরিস্থিতি কিছুটা কঠিন থাকবে। উৎসাহ ও উদ্দীপনা নিয়ে এগোতে হবে। ইতিবাচক চিন্তা মুশকিল পরিস্থিতি মোকাবিলায় সাহায্য করবে। অফিসে প্রোফাইলের ভিত্তি বড় সুযোগের সম্ভাবনা দেখা যাচ্ছে। পড়ুয়াদের পড়াশোনার আরও মনোনিবেশ করতে হবে। মহামারী পরিস্থিতি সম্পর্কে সতর্ক থাকুন। পরিবারের সঙ্গে কোথাও যাওয়ার সম্ভাবনা। জরুরি সামগ্রী ও নথিপত্র সামলে রাখুন, খোয়া যাওয়াও আশঙ্কা রয়েছে।
আজ কাজে মানসিক দৃঢ়তা প্রদর্শন করুন। কোনও বড় কাজে মনোনিবেশের খামতি হতে দেবেন না। জীবিকার ক্ষেত্রে ভালো সাফল্য মিলবে। চাকরিরতদের প্রোমোশন ও সরকারি কর্মীদের বিভাগীয় সম্মান প্রাপ্তির যোগ। মহিলা ব্যবসায়ীরা বড় সিদ্ধান্ত নিতে পারবেন। আজ দাঁত বা মুখের সমস্যা ভোগাতে পারে। শ্বাস সংক্রান্ত সমস্যায় চিকিৎসকের পরামর্শ নিন। বাহন চালানোর সময় সতর্ক থাকুন।
আজ রুটিন কাজ ছাড়াও নিজেকে ব্যস্ত রাখুন। এতে কাজ বা ব্যবসায় নতুন সুযোগ বাড়বে। অফিসে কোনও আর্থিক সহায়তা নিয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। কোনও বড় প্রোজেক্টে যোগদানের সুযোগ মিললে উৎসাহের সঙ্গে যোগ দিন। ব্যবসা ভালো না চললে ধৈর্য্য ধরতে হবে। অতি উৎসাহে তাড়াহুড়ো লোকসান হতে পারে। পরিবারের সঙ্গে সময় কাটান।
সংসারের আর্থিক অবস্থা শুধরাতে সঠিক পরিকল্পনার প্রয়োজন। ব্যবসায় আয় কমতে পারে। কর্মস্থলে সহকর্মীর কোনও ভুলের জন্য কাজে সমস্যা। বিচার বিভাগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভাল সময়। লটারি বা ফাটকা ব্যবসায় টাকা নষ্ট হতে পারে। ব্যবসায় ভাল কিছু ঘটতে দেরি আছে। প্রিয় জনের কাছে থেকে একটু বাজে কথা শুনতে হতে পারে। সংক্রামক রোগ থেকে সাবধান। পরিচিত কেউ শত্রুতা করতে পারে।
আজ মনে অন্য কারুর সম্পর্কে হিংসার ভাবে স্থান দেবেন না। নিজের পূর্ণ ক্ষমতা অনুযায়ী সঠিক দিশায় কাজ করলে এর সুপরিণাম শীঘ্রই মিলতে পারে। কাজে সমকর্মীদের সাহায্য পাওয়া যাবে। অফিসে কাজের দায়িত্ব বাড়বে। বসের নির্দেশ পালনে সক্রিয় হোন। ট্রান্সপোর্টে কাজ করলে লাভের সম্ভাবনা। কাজে ছুটি মিললে পরিবার ও শিশুদের সঙ্গে সময় কাটান।
আজকের দিন সুখ নিয়ে আসবে। দীর্ঘ দিন আগে করা লগ্নি থেকে ভালো লাভ মিলবে। কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা। কাজের জন্য অন্য শহরেও যেতে হতে পারে। আয়ের চেয়ে ব্যয় বেশি হতে পারে। অনাবশ্যক ব্যয় এড়িয়ে চলুন। ডেঙ্গু, ম্যালেরিয়া ও ভাইরাসসংক্রান্ত অসুস্থতা সম্পর্কে সতর্ক থাকুন। চোখের সমস্যা ভোগাতে পারে। নতুন বন্ধু হতে পারে।
আজ কাজে মনের সঙ্গে মস্তিষ্কেরও ব্যবহার করুন। মানসিক উত্তেজনা থেকে দূরে থাকুনষ আত্মীয়দের সঙ্গে দেখা হওয়ার সুযোগ আসতে পারে। বিদ্যার্থীদের জন্য সময়টা ভাল নয়। স্ত্রীর বেহিসেবি খরচে সংসারে অশান্তি হতে পারে। বন্ধুদের ব্যবহারে দুঃখ পেতে পারেন। নিজের বুদ্ধিতে কর্মস্থানে উন্নতি। যানবাহন বা জমি কোনও কিছু কেনার আগে ভাবনাচিন্তা করা প্রয়োজন।
আজ অকারণে অসন্তোষের ফলে কোনও কাজ করলে তা সমস্যাদায়ক হয়ে উঠতে পারে। সকলের সঙ্গে বিনম্রতাপূর্ণ ব্যবহার করতে হবে। সংসারে আর্থিক টানাপড়েন থাকলেও সেটা মিটে যাবে। সারা দিন নির্ঝঞ্ঝাটে কাটবে। আজ উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি থাকবে। সারা দিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা থাকবে। বাড়তি কোনও ব্যবসা নিয়ে চিন্তা বাড়তে পারে। গুরুজনদের সান্নিধ্য মিলবে।
আজ একাধিক জটিলতা কাটিয়ে সাফল্যের সম্ভাবনা। কাজে মনোনিবেশের মাধ্যমে পরিশ্রম করে যেতে হবে। বাইরের বিবাদ বাড়িতে আসতে পারে। ব্যবসা নিয়ে চিন্তা থাকবে। রক্তচাপ বৃদ্ধি পাবে। আজ সামাজিক কাজের জন্য সম্মান বাড়তে পারে। বাবার সম্পত্তি লাভ হতে পারে। বাড়িতে শান্তি ও সৌহার্দ্যের পরিবেশ বজায় রাখতে হবে।
আজ আগে থেকে ভেবে রাখা কাজ সম্পূর্ণ না হওয়ায় মন অপ্রসন্ন হতে পারে। মূল্যবান সময়ের অপচয় করবেন না। নিজের মনের উৎসাহ পুণরায় সঞ্চয় করে কাজ শুরু করলে ফল মিলবে। চাকরিজীবীদের ধৈর্য্য অবলম্বন করতে হবে মনোমতো সবকিছু না চললে। বিবাহিত জীবন সুখের ভিতর দিয়ে যেতে পারে। ব্যবসায় একটু বাধা থাকবে। নতুন কোনও কাজের যোগাযোগ হবে।
মীন-আজ মানসিক ও আর্থিক শক্তি যাতে কোনওভাবেই না কমে সেদিকে নজর দিন। নেতিবাচকতা থেকে দূরে থাকুন। একটু অপেক্ষা করুন, ভাল সমায় আসছে। শরীর নিয়ে আজ কষ্ট পেতে পারেন। ব্যবসায় কিছু শুভ পরিবর্তন আসবে। বাড়তি খরচের জন্য চিন্তা বাড়বে। অনেক দিনের কোনও আশা করা বস্তু লাভ হতে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -