Daily Astrology: পুরানো ঋণ মুক্তিতে স্বস্তি কোন রাশির জাতকের, দেখুন আজকের রাশিফল
আজ হাসিখুশি ও ইতিবাচক উৎসাহে ভরপুর থাকবেন। সমস্ত চ্যালেঞ্জের মুখের মতো জবাব দিয়ে লক্ষ্য অর্জনে সফল হবেন। অযথা কোনও বিতর্কে নিজেদের মধ্যে বিবাদ হলেও মন খারাপ করবেন না। ভবিষ্যতে এ ব্যাপারে সমীক্ষামূলক কথাবার্তা কাজে আসবে। কেরিয়ারে আজ নিরাশা আসতে পারে। কাপড়ের ব্যবসায়ীদেরও সমস্যার মুখে পড়তে হতে পারে। ছোট ব্যবসায়ীদের ক্রেতাদের পছন্দ অনুযায়ী চললে লাভ হবে। তরুণদের জন্য দিনটি স্বাভাবিক। ল্যাপটপ ও মোবাইলের ব্যবহার বেশি করলে চোখের যত্ন নিন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজ আবশ্যক কিছু সুখ-সুবিধার প্রয়াস নিজেকে করত হবে। কাজের জন্য প্রচুর উৎসাহ মিলবে। বাড়িতে শুভ কিছু আলোচনা। ব্যবসার দিকে ভাল ফল। ডাক্তারের খরচ বৃদ্ধি পেতে পারে।আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে পারে।তরুণদের সময়ের সঙ্গে নিজেদের অগ্রাধিকার স্থির করতে হবে। দাম্পত্য জীবনে টানাপোড়েন থাকলে বুঝেসুঝে চলুন।
আজ অতিরিক্ত আত্মবিশ্বাস বা হীনমন্যতা-উভয়ই এড়িয়ে চলতে হবে। নিজের মতো কাজ করুন। কাজ সহজ করতে নতুন পদ্ধতি অবলম্বন করুন। অফিসে কাজের বোঝা বাড়তে পারে। ব্যবসায়ীদের যাত্রা করতে হতে পারে। মহামারী পরিস্থিতিতে সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নিন। বাড়িতে ঝগড়ার সম্ভাবনা। প্রেমের জন্য খুব ভাল সুযোগ আসতে পারে। কিছু অর্থ লাভ হতে পারে।
সৎ কাজে আজ অর্থ ব্যয় হতে পারে। কাজে পরিশ্রম বাড়তে পারে, কিন্তু ফল ভাল হবে না। কাজ ও বিশ্রামের ভারসাম্যের দিকে নজর দিতে হবে। শিল্পক্ষেত্রে যুক্ত থাকলে প্রতিভার বিকাশের জন্য কিছু নতুন বই বা অনলাইন কোর্সের সহায়তা গ্রহণ করতে পারেন। প্রেমের জন্য মানসিক চাপ। ব্যবসার দিকে একটু চিন্তা বাড়তে পারে। ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো অসুস্থতার ব্যাপারে সতর্ক থাকতে হবে।
আজ কাজকর্মে আরও বেশি দায়িত্ব নিতে হতে পারে।সমস্ত সিদ্ধান্ত ভেবেচিন্তে নিতে হবে। সম্পত্তি নিয়ে মামলায় জয়লাভের সম্ভাবনা। পড়াশোনায় অমনোযোগী থাকার জন্য বাড়িতে অশান্তি। কুটিরশিল্প জাতীয় ব্যবসায় সাফল্য। স্ত্রীর সঙ্গে বিবাদের আশঙ্কা।কথাবার্তায় সংযত থাকুন। দাঁতের সমস্যা ভোগাতে পারে।
আজ সমস্ত কাজকর্ম দ্রুত সম্পন্ন করতে হবে। কোনও কাজ এলে কোনওভাবেই হাতছাড়া হতে দেবেন না।কাজের চাপে আত্মবিশ্বাসের অভাব অনুভূত হলেও টিম ওয়ার্কের ফলে ভালো ফল হতে পারে। সোনার গহনা কেনার ভাল দিন। রাস্তাঘাট ধীরে চলুন, বিপদ আসতে পারে। স্ত্রীর জন্য প্রতিবেশীর সঙ্গে বিবাদ। কর্মস্থানে সুনাম বৃদ্ধি পাবে। সম্পত্তি নিয়ে বিবাদ বাঁধতে পারে।
আজ ইতিবাচক মানসিকতার লোকজনদের সঙ্গে যোগাযোগ রাখুন ও তাঁদের অভিজ্ঞতার মাধ্যে নিজের কর্মপরিকল্পনা নিখুঁত করার চেষ্টা করুন। বড় অঙ্কের ঋণ দেওয়া থেকে বিরত থাকুন। পেটের যন্ত্রণায় কাজের ক্ষতি হতে পারে। অনেক দিনের পুরনো ঋণমুক্তিতে মনের আনন্দ। আজ কিছু পাওনা হতে পারে। প্রেমের জন্য নতুন সম্ভাবনা। স্ত্রীকে নতুন করে জানার সুযোগ।
আজ ইতিবাচক চিন্তাভাবনা দিয়ে দিন শুরু করুন। অফিসে নতুন দায়িত্বের মাধ্যমে সম্মানিত করা হতে পারে। উচ্চ পদাধিকারীদের প্রসন্ন রেখে চলতে হবে। কোনও ভাল কাজের জন্য আপনি অবাক হতে পারেন। ভাল বস্তু পাওনা হতে পারে। ধর্ম নিয়ে আগ্রহ বাড়বে। ব্যবসার দ্বারা অর্থ লাভ। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য। বন্ধু বৃদ্ধি হতে পারে।
আজ দিনটি স্বাভাবিক। কর্মস্থলে ও পরিজনদের থেকে সম্পূর্ণ সহযোগিতা মিলবে। কর্মে নতুন করে চেষ্টা। বেশি উদ্বেগের কারণে উচ্চপদস্থ ব্যক্তির কাছে তিরস্কৃত হতে পারেম। বাড়িতে চুরির থেকে সাবধান। ব্যবসার জন্য সুনাম বৃদ্ধি। নতুন কোনও প্রকল্পে শীঘ্রই সুখবর আসতে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -