Daily Astrology: আজকের রাশিফল-প্রোমোশন ও বদলির সম্ভাবনা কোন রাশির জাতকের
আজ আত্মবিশ্বাস বজায় থাকবে। আপনজনদের সাহায্যের প্রয়োজন হলে এগিয়ে আসতে হবে। তাঁদের কেউ কেউ আর্থিক সাহায্যের প্রত্যাশী হতে পারেন। অফিসে উচ্চপদাধিকারীর প্রশংসা পেতে পারেন। পরিবহণ ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা। বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ অটুট থাকবে। শিক্ষকদের পরামর্শ পেতে পারেন। অনাবশ্যক চিন্তা রোগের কারণ হয়ে উঠতে পারে। ক্রোধ ও কর্কশ বাক্য নিয়ন্ত্রণে রাখুন। নাহলে পরিবারে বিবাদের আশঙ্কা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজ দিনটি শুভ, অনেক গুরুত্বপূর্ণ কাজ সমাধা হবে। চাকরিপ্রত্যাশীদের ভালো সুযোগ আসতে পারে। কোনও প্রশিক্ষণ নিলে সচেতনার সঙ্গে মনোনিবেশ করুন। পাইকারি ব্যবসায়ীদের আজ কিছুটা মন্দার মুখে পড়তে হতে পারে। অন্যদিকে, বড় ডিলের পক্ষ শুভ দিন। স্বাস্থ্যের ক্ষেত্রে পেটের রোগ থেকে রেহাই মিলবে। পরিবারের সদস্যদের সঙ্গে ঘোরার পরিকল্পনা হতে পারে। তবে যাত্রাপথ কম হলেই ভালো। মায়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন।
আজ সমস্ত কাজে ভারসাম্য বজায় রাখতে হবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে বোঝাপড়া ভালো রাখতে হবে। আইটি সেক্টরের সঙ্গে যুক্তদের গাফিলতি এড়িয়ে চলতে হবে। বড় প্রোজেক্টে কাজ করতে হতে পারে। বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ থেকে বিচ্যূত হওয়া চলবে না। স্বাস্থ্যের ক্ষেত্রে পরিস্থিতি ভালো থাকবে। নিয়মিত যোগ ও ব্যায়াম করুন। পারিবারিক ঋণ চোকাতে সক্ষম হতে পারেন। সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তা।
আজ দুঃস্থদের সাহায্য করা উচিত। গ্রহের পরিস্থিতি অনুযায়ী নিজেকে আপডেট রাখতে হবে। অফিসে উচ্চ পদাধিকারী বলে কর্মীদের প্রতি ভালো ব্যবহার করতে হবে। প্রয়োজনে তাঁদের সাহায্য করুন। ব্যবসায় লেনদেন নিয়ে সতর্ক থাকতে হবে। বিদ্যার্থীদের নোটস গুছিয়ে রাখতে হবে। ঠাণ্ডা খাবার খাবেন না। পরিবারের সদস্যদের প্রতি রাগ দেখাবেন না।
আজ পরিকল্পনা ছাড়া কাজ করলে তার খেসারত দিতে হতে পারে। সরকারি কাজকর্ম বকেয়া থাকলে সম্পূর্ণ করুন। চাকরিজীবীরা সিনিয়রদের পরামর্শ নিন। তেলের ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা। তরুণদের পক্ষে সময় ভালো। ইন্টারভিউ থাকলে সাফল্যের সম্ভাবনা। স্বাস্থ্যের ক্ষেত্রে রাতে গুরুভোজন এড়িয়ে চলতে হবে। পরিবারের গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকতে হতে পারে।
আজ সারাদিন কর্মঠ থাকতে হবে এবং সমস্ত কাজ পূর্ণ করতে তৎপর থাকতে হবে। সরকারি বিভাগের সঙ্গে যুক্তদের প্রভাব বৃদ্ধি পেতে পারে। ব্যবসায়ীরা কঠিন পরিস্থিতি এলে বুদ্ধিমত্তার সঙ্গে তা সামাল দেওয়ার চেষ্টা করুন। স্বাস্থ্যজনিত পরিস্থিতি সম্পর্কে সতর্ক থাকতে হবে। কোনও ধরনের অসুস্থতায় চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো। প্রোমোশন বা বদলির সম্ভাবনা। বন্ধুদের সঙ্গে কোনও পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে।
আজ তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। বর্তমান পরিস্থিতি নিয়ে কোনওভাবেই অস্থির হওয়ার প্রয়োজন নেই। ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। অফিসে প্রতিদ্বন্দ্বী আপনার খামতির সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারেন। কোনও কাজে ত্রুটি এড়ানোর চেষ্টা করুন। হোটোল ও রেস্তোরাঁর ব্যবসায়ীদের খানিক লোকসানের মুখে পড়তে হতে পারে। তরুণদের পক্ষে ভালো দিন। পুরানো রোগ সেরে উঠতে পারে। অন্তঃসত্ত্বাদের কোমরের ব্যথার মতো সমস্যা হতে পারে। সন্তানের স্বাস্থ্যের দিকে নজর রাখুন।
আজ কিছুটা সময় ভগবানের আরাধনা করুন। কোনও কারণে কারুর মনে আঘাত দিলে ক্ষমা চেয়ে নিন। পুরানো সম্পর্কে নতুন করে গড়ে উঠতে পারে। অফিসে সহকর্মীদের সঙ্গে বিবাদের আশঙ্কা। তাই ছোটখাটো বিষয়ে মন্তব্য এড়িয়ে চলুন। খুচরো ব্যবসায়ীদের আর্থিক লোকসানের আশঙ্কা। বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে হবে। স্বাস্থ্যের দিক থেকে আজ পরিস্থিতি স্বাভাবিক। শ্বশুরবাড়িতে কোনও শুভ অনুষ্ঠানের আয়োজন হতে পারে।
আজ ইতিবাচক চিন্তাভাবনা নিয়ে এগোতে হবে। সহকর্মীদের কাজে হস্তক্ষেপ এড়িয়ে চলুন। কর্মে পরিশ্রমের ফল মিলতে পারে। ব্যবসায় আর্থিক ব্যয় বাড়তে পারে। সতর্ক থাকুন। নতুন চাকরির ক্ষেত্রে সাফল্য মিলতে পারে। বিদ্যার্থীদের মনোবল অটুট রাখতে হবে। স্বাস্থ্যের ক্ষেত্রে পুরানো কোনও রোগ ভোগাতে পারে। বাড়িতে বিবাদজনিত কঠিন পরিস্থিতির মুখে পড়তে হতে পারে। দিনের শেষে কোনও সুখবর মিলতে পারে।
আজ কাজকর্মে আত্মনিবেদন করতে হবে। শান্ত পরিবেশে নিজেকে বিকশিত করতে পারবেন। দীর্ঘদিন আটকে থাকা কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা। ব্যবহারের ক্ষেত্রে রুক্ষ্মতা দূর করতে হবে। কর্মস্থলে বসের প্রশংসা পেতে পারেন। বদলি ও প্রোমোশনের কথাবার্তা চলতে পারে। ব্যবসায়ীদের আর্থিক লোকসান সমস্যার মুখে ফেলতে পারে। এজন্য টাকাপয়সা লেনদেনে কোনও ভুল এড়িয়ে চলতে হবে। তরুণদের বড় কোনও কাজের পরিকল্পনা করতে হতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে সুগারের রোগীদের সতর্ক থাকতে হবে।
আজ ঈশ্বরের আরাধনা দিয়ে দিন শুরু করলে ভালো। কাজেকর্মে বিঘ্ন কাটার সম্ভাবনা। কর্মস্থলে সাফল্য ও যশ প্রাপ্তি হবে। অফিসে কাজে কর্মে মন না বসায় পরিকল্পনা অনুসারে তা সম্পূর্ণ না হওয়ার আশঙ্কা। নতুন ব্যবসার পরিকল্পনা করলে সতর্কতার সঙ্গে এগোতে হবে। ব্যবসায় বড় পার্টনার মেলার আশঙ্কা। স্বাস্থ্যের দিক থেকে আজ সতর্কতার সঙ্গে চলতে হবে। একান্নবর্তী পরিবার হলে উত্তেজনা থাকতে পারে, পারস্পরিক বাদবিসম্বাদের আশঙ্কা।
আজ জীবিকার ক্ষেত্রে মনোনিবেশ বজায় রাখতে হবে। সামান্য লাভও আর্থিক পরিস্থিতিতে স্বস্তি এনে দিতে পারে। কথাবার্তায় স্পষ্টতা বজায় রাখুন, যাতে আপনার কথা সবাই বুঝতে পারে। অফিসে সময়ে পৌঁছন। কাজেকর্মে পরিণতি বোধ ও সিরিয়াসনেস প্রদর্শন করুন। টেলি কমিউনিকেশন ব্যবসায়ীদের ভালো লাভ হতে পারে। তরুণরা বাবা-মায়ের কথা শুনে চলুন। ডেঙ্গি, ম্যালেরিয়ার ও অন্য কিছু রোগে ভোগার আশঙ্কা। এক্ষেত্রে ওষুধ গ্রহণে কোনও ভুল করবেন না। বাড়িতে কারুর জন্মদিন হলে সোৎসাহে পালন করতে হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -