Daily Astrology:আজকের রাশিফল- বেতন বৃদ্ধির সম্ভাবনা কোন রাশির জাতকের
আজ কোনও কথায় মনের দোলাচল হতে পারে। কখনও মন খুব ভালো থাকবে, কখনও মন খারাপ হতে পারে। অফিসে অধীনস্ত ও কর্মচারীদের কাছে প্রেরণার উৎস হয়ে উঠতে পারেন। ব্যবসায়ীদের অত্যধিক চাপ এড়িয়ে চলতে হবে। পেট সংক্রান্ত সমস্যায় ভুগলে সমস্যা আরও বাড়ার আশঙ্কা। বোনের স্বাস্থ্য নিয়ে চিন্তা হতে পারে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজ ভেবে রাখা কোনও কাজ সম্পূর্ণ হতে পারে। চাকরিজীবীদের কাজের সঙ্গে সঙ্গে সহকর্মী ও উচ্চপদাধিকারীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে। চিকিৎসা বিভাগে যুক্ত থাকলে ধৈর্য্য সহকারে কাজ করতে হবে। ব্যবসায় প্রতিযোগিতার কারণে অযথা ব্যবসায় মুশকিল পরিস্থিতি গড়ে তোলা থেকে বিরত থাকুন। হাড় সংক্রান্ত সমস্যা ভোগাতে পারে। চিকিৎসকের পরামর্শে ক্যালসিয়ামের ওষুধ নিতে পারেন। বাড়িতে সংঘাতের পরিস্থিতি দেখা যেতে পারে।এজন্য অহেতুক বিবাদ এড়িয়ে চলাই ভালো।
আজ অন্যের ওপর ভরসার আগে তার বিশ্বাসযোগ্যতা পরীক্ষা করে দেখুন। আর্থিক ব্যাপারে অন্যের ওপর অত্যধিক ভরসা লোকসানজনক হতে পারে। কর্মক্ষেত্রে উচ্চ পদাধিকারী আপনার কাজের দিকে কঠোর দৃষ্টি রাখতে পারেন। এজন্য গাফিলতি এড়িয়ে চলতে হবে। ব্যবসায়ীরদের অত্যধিক পণ্য মজুত না করাই ভালো। এতে লোকসানের আশঙ্কা। স্বাস্থ্যের দিক থেকে অত্যধিক উদাসীনতা অসুস্থতার কারণ হয়ে উঠতে পারে। এজন্য নিজেকে খুশি রাখতে হবে। মুড অফ হলে পছন্দের কাজ করুন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ও তালমিল ভালো রাখুন।
আজ ভবিষ্যৎ সংক্রান্ত বড় লগ্নি সংক্রান্ত বিষয়ে পরামর্শদাতা কাছ থেকে পরামর্শ বিবেচনা করে দেখা উচিত। অফিসের কাজের পরিস্থিতি খুবই ভালো থাকবে। সহকর্মী ও উচ্চ পদাধিকারী-উভয়পক্ষই আপনার ওপর সন্তুষ্ট থাকতে পারে। ব্যবসায় কর্মীর সংখ্যা বাড়াতে হতে পারে। তরুণদের উন্নতির পথ সুগম হতে পারে। হাড়ের অসুস্থতা থাকলে কোনও দুর্ঘটনা সম্পর্কে সতর্ক থাকুন। গ্রহের পরিস্থিতিতে হাড়ের সমস্যায় ভোগার আশঙ্কা। বাড়ির পরিবেশ খুবই প্রসন্ন থাকতে পারে।
আজ আধ্যাত্মিক ভাবনাচিন্তা বাড়াতে হবে। অফিসিয়াল গুরুত্বপূর্ণ ডেটা ব্যাকআপ নিতে থাকুন। ডেটা লসের আশঙ্কা রয়েছে। বই বা স্কুল সংক্রান্ত ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা। পড়ুয়ারা পড়াশোনার জন্য কোথাও যাওয়ার ক্ষেত্রে অতিমারী সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকুন। স্বাস্থ্যের ক্ষেত্রে ইউরিন ইনফেকশন সংক্রান্ত সমস্যার মুখে পড়তে হতে পারে। সেজন্য বেশি করে জল খেতে হবে। পরিবারে কোনও বিষয়ে আলোচনা হতে পারে, সেখানে আপনার অবশ্যই উপস্থিত থাকা দরকার।
আজ নিজেকে আপডেট রাখার পথ খুঁজতে হবে। এ ব্যাপারে কোনও বই বা কোর্সের সাহায্য নিতে পারেন। বেতন না বাড়লে চাকরি পরিবর্তন করতে চাইলে কিছুটা ধৈর্য্য ধরতে পারেন। বেতন বৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে। ব্যবসায়ীদের প্রচার ও প্রসারে নজর দিতে হবে। স্বাস্থ্যের দিক থেকে বাইরের খাবার এড়িয়ে চলাই দরকার। বাড়ির পরিস্থিতি স্বাভাবিক থাকবে।
আজ অত্যধিক উৎসাহ এড়িয়ে চলতে হবে। এমনিতে খুব বেশি কথাবার্তা না বলাই শ্রেয়। সেইসঙ্গে অহেতুক চাপ থেকে দূরে থাকুন। আত্মবিশ্বাসে খামতি আসতে দেবেন না। বন্ধু ও আপনদের সহযোগিতায় গুরুত্বপূর্ণ কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা। নতুন চাকরির জন্য আবেদন করতে পারেন। প্ল্যাস্টিকের ব্যবসায়ীদের আয় বাড়তে পারে। এর ফলে উদ্বেগ কমতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে কোমরের সমস্যা ভোগাতে পারে। নিয়মিত ব্যায়াম করা দরকার। সামাজিক কাজকর্মে অংশ নিতে পারেন এবং কোনও দুঃস্থ শিশুকে সাহায্য করতে পারেন।
আজ ভালো কাজের সুবাদে অন্যদের মনে প্রভাব বিস্তার করতে পারেন। শিক্ষাক্ষেত্রে যুক্তদের, তাঁর প্রতিষ্ঠান থেকে বা অন্য কোনও দায়িত্ব আসতে পারে। কর্মক্ষেত্রে কোনও বড় প্রকল্পে কাজের সুযোগ মিলতে পারে। আসবাবপত্রের ব্যবসায়ীদের সতর্ক থাকা দরকার। প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছেন, এমন তরুণদের নিজস্ব বিষয়ে অত্যধিক গুরুত্ব দিতে হবে। গ্রহের ইতিবাচক অবস্থান এক্ষেত্রে সহায়ক হয়ে উঠতে পারে।
আজ পরিকল্পিতভাবে কাজ করুন। অফিসে সহকর্মী ও অধীনস্তদের সহযোগিতা মিলতে পারে সিভিল সার্ভিসে কর্মরতদের উচ্চপদাধিকারীদের সঙ্গে যোগাযোগ বজায় রেখে চলতে হবে। বিদেশি ভাষা শেখা ও বিদেশে চাকরি করতে চাইলে ভালো সময়। স্বাস্থ্যের ক্ষেত্রে আজ ছোটখাটো অপ্রত্যাশিত সমস্যা ভোগাতে পারে। সেজন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির দিকে জোর দিতে হবে। বাড়িতে কোনও ছোটখাটো কোনও বিবাদে জড়াবেন না।
আজ বাড়ির বাইরে বেরোনো এড়িয়ে যাওয়াই ভালো। কারণ, ছোটখাটো দুর্ঘটনায় আঘাত পাওয়ার আশঙ্কা রয়েছে। কোনও সম্পূর্ণ না হওয়ার মুড কিছুটা অফ থাকতে পারে। কেউ যদি আপনার কোনও খামতি সম্পর্কে বলেন,এ জন্য অথযা মনঃক্ষুন্ন হওয়ার কারণ নেই। বরং খামতি দূর করার ব্যাপারেই গুরুত্ব দিতে হবে। ব্যবসায়ীরা অত্যধিক লগ্নি সম্পর্কে আগাম ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। স্বাস্থ্যের ক্ষেত্রে হাই বিপি আক্রান্তদের সতর্ক থাকতে হবে। দাম্পত্য জীবনে টানাপোড়েন দেখা দিতে পারে।
আজ রাগের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখা খুবই জরুরি। কাজের ম্যানেজমেন্ট ভালো থাকবে। সহকর্মীদের সঙ্গে ভালো বোঝাপড়া দেখা যাবে। ব্যবসায়ীদের গ্রাহকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে। খাদ্যপণ্যের ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, এমন তরুণদের পড়াশোনার আরও মনোযোগ দিতে হবে। স্বাস্থ্যের ক্ষেত্রে দেখা বা ইউরিন ইনফেকশন সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। বাড়িতে কোনও পরিবারের কোনও সদস্য কোনও সমস্যার কথা জানালে তাঁকে উচিত পরামর্শ দিতে হবে।
আজ কোনও বিলাসবাহুল্যের জন্য ধার করা উচিত নয়। এতে ভবিষ্যতে ঋণের বোঝা বেড়ে যেতে পারে। অফিসে নতুন দায়িত্ব বাড়তে পারে। কারণ, সময়টা কঠোর পরিশ্রমের। ব্যবসায় কোনও লগ্নির যোগ তৈরি হচ্ছে। অন্যদিকে, ব্যবসা সংক্রান্ত কোনও পুরানো সমস্যার সমাধান পথ খোঁজার ক্ষেত্রে সাফল্য মিলতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে সুগারের রোগীরা সংযম বজায় রাখুন। পরিবারে প্রসন্নতা বজায় থাকবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -