Daily Astrology : সহকর্মীদের সাহায্য পাবেন কে? ব্যবসায় সাফল্য কার? জেনে নিন বৃহস্পতিবারের রাশিফল
সহকর্মীদের সাহায্য পাবেন কে? ব্যবসায় সাফল্য কার? জেনে নিন রাশিফল
বৃশ্চিক থেকে মীন, কেমন যাবে আজকের দিন?
1/6
আগামীকাল কোনও মহিলা সহকর্মী আপনার থেকে সাহায্য চাইতে এলে তাঁকে ফিরিয়ে দেবেন না। যথাসম্ভব সাহায্য করুন। কেরিয়ার উন্নতির জন্য কোনও দেবীর আরাধনা করুন। তাঁর আশীবার্দে ফল মিলবে। ট্রেডিং-এর সঙ্গে যুক্ত যাঁরা তাঁরা লাভবান হবেন। ব্যবসায়ীরা বড় অর্ডার পেতে পারেন। আগামীকাল সমস্ত অলসতা কাটিয়ে কঠোর পরিশ্রম করুন। তবেই সাফল্যের মুখ দেখতে পাবেন।
2/6
কাল কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে কোনও কমিউনিকেশন গ্যাপ হতে দেবেন না। অন্যথায় কাজে সমস্যা হতে পারে। ট্রেডার্সরা ভেবেচিন্তে কাজ করুন। কাল ব্যবসায়ীদের কিছু সমস্যা হতে পারে। যাঁরা পড়াশোনা করছেন তাঁরা এইদিকে আরও সচেতন হন। মন দিন। যেই বিষয়ে ভয় রয়েছে সেটায় বেশি নজর দিতে হবে।
3/6
কালকের দিনটায় একটু সমস্যায় কাটবে। যাঁরা অফিসে কাজ করেন তাঁরা কাজের প্রতি আরও মন দিন। এতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ খুশি হবে। যাঁরা ইলেক্ট্রিক সামগ্রির ব্যবসা করেন তাঁরা কাল ভাল খবর পেতে পারেন। যুবক যুবতীরা খেলাধুলা সংক্রান্ত বিষয়ে অ্যাক্টিভ থাকুন। শ্বশুরবাড়ির তরফে কোনও ভাল খবর পেতে পারেন। কাল যাই করুন সম্পূর্ণ বিশ্বাস নিয়ে করুন।
4/6
কালকের দিনটা ভালই কাটবে। ব্যবসায়ীরা কাজে সাফল্য় পাবেন। তবে কাজে আরও মনোযোগ দিতে হবে। তবেই সাফল্য আসবে। যুবক যুবতীদের কর্মক্ষেত্রে আরও বেশি জোর দিয়ে হবে। কঠোর পরিশ্রম করলেই উন্নতি হবে। গবেষণার কাজে যাঁরা যুক্ত তাঁরা ইতিবাচক ফল পাবেন। কোনও কাজ বাকি থাকলে তা শেষ হবে। ব্যবসা বাড়ানোর দিকে মন দিতে হবে।
5/6
পূর্বের কোনও কাজের জন্য় কাল সমস্যায় পড়তে পারেন। তবে আপনার কাজ ওপরমহলের নজরে পড়বে। যাঁরা ট্রেডিং-এর সঙ্গে যুক্ত আছেন তাঁরা কিছুটা সমস্যায় পড়তে পারেন। তবে ভয়ের কারণ নেই। আজ সহকর্মীদের বিশ্বাস করুন। ঠকবেন না। রাস্তায় হাঁটার সময় সতর্ক থাকুন। অন্যথায় দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন।
6/6
আগামীকাল ভাল কাটবে। চাকরিজীবীদের অফিসে বড় দায়িত্ব নিতে হতে পারে। আপনি সম্পূর্ণ প্রচেষ্টার সঙ্গে এটি সম্পূর্ণ করুন। সহকর্মীদের সাহায্য পাবেন। ব্যবসায়ীদের বড় কোনও সিদ্ধান্ত নেওয়ার থাকলে অপেক্ষা করতে হবে। তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকার চেষ্টা করুন। অন্যথায় আপনার ক্ষতি হতে পারে। তরুণদের রাগ নিয়ন্ত্রণ করতে হবে।
Published at : 17 Jan 2024 10:20 PM (IST)