Daily Horoscope: সতর্ক থাকুন ধনু রাশির জাতকরা, দেখে নিন কেমন যাবে আপনার দিন

rashi_main

1/12
শুভ দিন। মানসিক অস্বস্তিগুলো কাটিয়ে উঠবেন। তবে কথাবার্তা বলার ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। ভাল কাজের জন্য প্রয়োজনীয় কৃতিত্ব পাবেন। ভোগাতে পারে কানের সমস্যা।
2/12
লম্বা মেয়াদের ভাবনা কিছুটা স্থগিত রেখে ভাবনাচিন্তা আপাতত অল্প সময় করে এগোনো উচিত। ব্যবসার সঙ্গে যুক্তদের কিছুটা বাড়তি নজর দেওয়া উচিত প্রচারে।
3/12
কাজের চাপ থাকবে, তবে শুভ দিন। শেয়ার মার্কেটের কাজে যুক্ত ব্যক্তিদের আর্থিক যোগের সম্ভাবনা। স্বাস্থ্য কিছুটা অস্বস্তিতে ফেলতে পারে।
4/12
শান্ত থেকে কাজ সামলানোর দিন। মেজাজ হারালে তা আখেরে হিতে বিপরীত হতে পারে। পরিবারের ক্ষেত্রে শুভ দিন।
5/12
কেউ কটূ কথা বললে বা উত্যক্ত করতে চাইলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। শিক্ষার্থীদের বিদেশে পড়তে যাওয়ার সুযোগ আসতে পারে।
6/12
লোকজনের সঙ্গে কথাবার্তা বলে যোগাযোগ বৃদ্ধিতে নজর দিন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমস্যা মেটানোর দিকে নজর দিন। পড়াশোনার দিকে নজর দিন।
7/12
আজ তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না। কোনও কিছু বুঝতে না পারলে গুরুজনদের পরামর্শ নিলে তা লাভজনক হতে পারে। পড়ুয়ারা শ্বাসকষ্ট ও অ্যালার্জির ব্যাপারে সজাগ থাকুন।
8/12
নিজের রোজের কাজের রুটিন বজায় রেখে চলুন, তাহলেই মানসিক ও শারীরিকভাবে তরতাজা থাকা যাবে। পরিবারের সঙ্গে সময় কাটান। ভোগাতে পারে দাঁতের সমস্যা।
9/12
অপ্রয়োজনীয় বেশি অর্থ ব্যয়ের আশঙ্কা। তাই যেমন প্রয়োজন ও পকেটের জোর, সেই অনুযায়ী কেনাকাটা করাই স্রেয়। ভোগাতে পারে চোখের সমস্যা।
10/12
আজ সংযত ও পরিমিত ব্যবহারের মাধ্যমে পরিস্থিতি সামলানোর চেষ্টা করুন। উচ্চ পদাধিকারীদের সঙ্গে বনিবনার অভাব হতে পারে। পেশায় শিক্ষক হলে পদোন্নতির সম্ভাবনা। ব্যবসায়ীদের পক্ষে দিনটি ভালো।
11/12
আজকের দিনে, অর্থনৈতিক পরিস্থিতির উন্নতির জন্য দৃঢ় পরিকল্পনা করতে হবে। কাজের ক্ষেত্রে কঠোর পরিশ্রম করতে হবে। গাড়ি চালানোর সময় আপনার মনকে শান্ত রাখুন।
12/12
কোনও লক্ষ্যপূরণ না হলেও, হতাশ হলে চলবে না। নিজের কাজ করে যেতে হবে। ক্রীড়াবিদদের জন্য আজকের দিনটি ভাল।
Sponsored Links by Taboola