Daily Horoscope : আজ ভাগ্যের জেরে সব কাজ উতরে যাবে বৃশ্চিক রাশির জাতকদের, কেমন কাটবে আপনার দিন ?
মেষ : সুযোগ বাড়বে । আর্থিক অবস্থার উন্নতি হবে। বাড়ি-গাড়ির প্রতি আকাঙ্খা বাড়বে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবৃষ : প্রত্যাশার থেকে সাফল্য বেশি পাওয়া যাবে। চেষ্টা করুন, দ্রুত কাজ শেষ করার।
মিথুন : আর্থিক পরিস্থিতি অনুকূলে থাকবে। সঞ্চয়ের ওপর জোর বাড়বে। ভাল অফার পাবেন।
কর্কট : সৃষ্টির সাথে সাথে, লাভ বাড়বে। ব্যবসায় বিশ্বাসযোগ্যতা বাড়বে। লেনদেন কার্যকর হবে। আর্থিক দিকে নজর দিন। পার্টনারশিপে লাভবান হবেন।
সিংহ : খরচ নিয়ন্ত্রণে রাখুন। একটা বাজেট বানান। বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। লোন লেনদেনের ক্ষেত্রে সাবধান হন।
কন্য়া : কেরিয়ার ও ব্যবসার পক্ষে ভাল সময়। আর্থিক ক্ষেত্রে কোনও দ্বিধা ছাড়াই এগিয়ে যাবেন। বড় উদ্যোগে গতি বাড়ান।
তুলা : ব্যবসা ও কাজের জায়গায় অন্যের সঙ্গে কাজ করবেন। শ্রদ্ধা বাড়বে। সুযোগ থাকবে।
বৃশ্চিক : ভাগ্যের জেরে সব কাজ হয়ে যাবে। মনে রাখবেন, আত্মবিশ্বাস থাকলে সব কাজ সম্ভব। টিম স্পিরিট বাড়বে। জীবনে শৃঙ্খলা বাড়াবেন।
ধনু : কাজের জায়গায় সহজভাবে সব কিছু করে ফেলবেন। হুড়োহুড়ি করবেন না। পরিবারের উপদেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। স্বাস্থ্যের দিকে নজর দিন।
মকর : ব্যক্তিগত বিষয়ে আপনি প্রভাব খাটাতে পারবেন। লাভবান হবেন। নেতৃত্বের ক্ষমতা বাড়বে।
কুম্ভ : পেশাগত সম্পর্কের জেরে লাভবান হবেন। ধারাবাহিকতা ও শৃঙ্খলা বজায় রাখুন। খরচ নিয়ন্ত্রণে রাখুন। প্রলুব্ধ হবেন না। কোনও জিনিসে জোর দেবেন না।
মীন : লাভের দিকে নজর দিন। বন্ধুরা সাহায্য করতে এগিয়ে আসবেন। এগিয়ে যান। প্রত্যাশিত গন্তব্যে পৌঁছতে পারবেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -