Today's Horoscope: স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে কোন রাশির জাতকদের? কী বলছে আপনার রাশিফল?
মেষ- শরীর সুস্থ রাখতে যোগব্যায়াম করতে পারেন। বুঝেশুনে খরচ করলে আর্থিক সমস্যা হবে না। কর্মক্ষেত্রে সমস্যার কারণে মানসিক শান্তি নষ্ট হতে পারে। নতুন বাড়ি বা নতুন শহরে শিফট করতে পারেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবৃষ- খরচে লাগাম টানুন। নয়তো লোন শোধ করতে সমস্যা হতে পারে। আকর্ষণীয় কোনও স্থানে ভ্রমণের সুযোগ হতে পারে। রোম্যান্সের সম্ভাবনা রয়েছে।
মিথুন- শরীরের যত্ন নিতে নতুন কোনও চিকিৎসা পন্থা অবলম্বন করতে হতে পারে। বিশ্বাস করে কাউকে টাকা ধার দিয়ে থাকলে তা ফেরৎ নাও পেতে পারেন। ঘরের দায়দায়িত্ব নিতে গিয়ে ব্যক্তিগত সময় কমে যেতে পারে।
কর্কট- অনিয়মিত খাদ্যাভ্যাস আপনার শরীরকে সমস্যায় ফেলতে পারে। আর্থিক সমস্যা খুব দ্রুতই অতীত হতে চলেছে। আইনি সমস্যার সমাধান নিয়ে বিশেষ আশা না করাই শ্রেয়।
সিংহ- স্বাস্থ্য খুবই ভাল থাকবে। আর্থিক চুক্তির ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে। ঘর সাজানোয় মন দিতে পারেন।
কন্যা- শারীরিক সমস্যা দেখা দিতে পারে। আর্থিক সমস্যা কাটাতে বিশেষ পরিকল্পনা করতে হতে পারে। ব্যক্তিগত ও কর্মজীবন, দুই ক্ষেত্রেই আপনার জনপ্রিয়তা বাড়বে।
তুলা- রোজের রুটিনে ব্যায়ামের অভ্যাস রাখতে পারেন, সুস্থ থাকবেন। আর্থিক অবস্থা অত্যন্ত ভাল থাকবে। সহকর্মীর সঙ্গে বিবাদ চললে তা খারাপ পর্যায়ে যাওয়ার আগে মিটিয়ে নিন।
বৃশ্চিক- সার্জারি থেকে ফিরেছেন যাঁরা, তাঁরা দ্রুত সুস্থ হবেন। টাকা জমান কারণ নগদের প্রয়োজন পড়তে পারে। অফিসের কাজে প্রচুর ঘুরতে হতে পারে।
ধনু- যোগব্যায়ামে মন দিন। বাড়তি আয়ের উপায় ভাবতে হতে পারে। পরিবারের চাপে পড়ে অপছন্দের কোনও কাজ করতে হতে পারে।
মকর- ধ্যানের মাধ্যমে মানসিক অশান্তি দূর করুন। ব্যবসায় দারুণ সুযোগের সম্ভাবনা রয়েছে। পরিবার শুরু করার চেষ্টায় রয়েছেন যাঁরা তাঁদের জন্য সুখবর আসবে শীঘ্রই।
কুম্ভ- মানসিক শান্তি বজায় থাকবে ধ্যানের মাধ্যমে। আর্থিক সমস্যার মধ্যেও টাকার অভাব হবে না। কর্মজীবনে ধীর অগ্রগতির জন্য বিরক্তি আসতে পারে।
মীন- স্বাস্থ্যের দিক থেকে দুরন্ত থাকবেন। কোনও পেমেন্ট পাওয়ার কথা থাকলে তাতে দেরি হতে পারে। শিক্ষাক্ষেত্রে সাফল্য মিলতে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -