Ajker Rashifal: আজ দিনের শুরুতেই সতর্ক থাকবেন কারা? কাদের ভাগ্যে সোনার সুযোগ?
এদিন ইতিবাচক ফল আসতে পারে আপনার কাছে। ভবিষ্যৎ সম্পর্কে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। কোনও কারণেই কর্মক্ষেত্রে কোনও লড়াইয়ে জড়াবেন না। মায়ের জন্য উপহার আনতে পারেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appব্যবসায়ীদের জন্য ভাল দিন। স্বাস্থ্যের অবনতির কারণে সমস্যায় পড়তে পারেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথা উপেক্ষা করবেন না। পারিবারিক ক্ষেত্রে দূরত্ব কমে আসবে। সরকারি চাকরির ক্ষেত্রে যাঁরা প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা কসরত করতে থাকুন।
কোনওরকম জটিল কাজ এদিন এড়িয়ে যান। এখনই অংশীদারিত্বে কোনও কাজ শুরু করা উচিত হবে না। সেক্ষেত্রে ক্ষতি হওয়ার আশঙ্কা থাকছে। পরিবারের কোনও ছোট বাচ্চাকে নিয়ে কোনওভাবে চিন্তিত হতে পারেন। বাবার চোখের সমস্যা হতে পারে।
এদিন সম্মান পেতে পারেন আপনি। বাড়ির ছোট বাচ্চাকে নিয়ে কোথাও যেতে পারেন। আপাতত এই দিনটি কোনও কাজ করা স্থগিত রাখতে পারেন যদি আপনার মনে হয় প্রস্তুতি সম্পূর্ণ হয়নি। কোনও গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেওয়ার সুযোগ আসতে পারে।
এদিন চিন্তাভাবনা করে তবেই কোনও সিদ্ধান্ত নিন। তাড়াহুড়ো করবেন না। পুরনো ভুল থেকে শিক্ষা নিতে হবে। জীবনসঙ্গীর সঙ্গে বিবাদের আশঙ্কা রয়েছে। কোথাও ঘুরতে গেলে মূল্যবান জিনিসপত্রের খেয়াল রাখুন। টাকা নিয়ে সতর্ক থাকুন।
এদিন নানা কারণে বিভ্রান্তি হতে পারে। তবে কোনও সমস্যায় থাকলে তা দূর হয়ে যাবে। নতুন গাড়ি কেনার সুযোগ হতে পারে। ধর্মীয় কাজে আগ্রহ হতে পারে। আশপাশে থাকা বসবাসকারী মানুষের সম্পর্কে সতর্ক থাকুন।
ভাল দিন হতে চলেছে এই দিনটি। কাজের জায়গায় ক্ষমতা বাড়বে। ঠিক কাজে শক্তি ব্যবহার করলে ফল আরও ভাল হবে। কারও কাছ থেকে টাকা ধার করবেন না। নয়তো সমস্যার মুখোমুখি হবেন। সন্তানের দিকে বিশেষভাবে মনোযোগ দিন। নয়তো ভুল সঙ্গে পড়ে যেতে পারে। কোনও শুভ কারণে পরিবারে লোকজনের যাতায়াত বাড়তে পারে।
দিনটি শুভ হতে চলেছে। বাড়ির ছোটদের সঙ্গে মজা করে দিন কাটাবেন। কোনও সরকারি প্রকল্পের সম্পূর্ণ সুবিধা পাবেন। সকলেই আপনার পরিবারের লোকজনের প্রশংসা করবেন। কাজের প্রতি পূর্ণ মনোযোগ দিতে হবে।
আগামীকাল আপনার কোনও কারণে সমস্যা হতে পারে। বাড়ির সদস্যের মধ্যে মতবিরোধ থাকতে পারে। তাতে মানসিক চাপ বেড়ে যেতে পারে। কর্মক্ষেত্রে আরও দায়িত্বের বোঝা বাড়তে পারে। ভালভাবেই সেগুলি সম্পূর্ণ করতে পারবেন। কাজের জন্য কোথাও যেতে হতে পারে। কোনও ব্যক্তিকে অন্ধভাবে বিশ্বাস করবেন না।
পরিবারের সমস্য়ার দিকে মনোযোগ দেবেন। বিনিয়োগের সময় তাড়াহুড়ো করবেন না। কোনও বিষয়ে চিন্তা থাকলে তা এবার চলে যাবে। জীবনসঙ্গীর কাছ থেকে কোনও উপহার পেতে পারেন।
কোনও শুভ কর্মসূচিতে অংশ নিতে পারেন। কাজের জন্য দূরযাত্রায় যেতে হতে পারে। জীবনসঙ্গীর জন্য, আপনি আপনার কর্মজীবনে যে সমস্যার সম্মুখীন হচ্ছেন তা কাটিয়ে উঠতে আপনাকে একজন বন্ধুর সাথে কথা বলতে হতে পারে। যদি কোনও ঋণ নিয়ে থাকেন তাহলে তা এদিন ফেরত দিতে হবে। সাবধানে গাড়ি চালান।
যে কোনওরকম বিতর্ক থেকে দূরে থাকুন। বাড়ির কোনও সদস্যের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য শুনতে পারেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -