Dhanteras : ধনতেরসে এই জিনিসগুলি কিনে বিপদ বাড়াবেন না !
ধনাত্রয়োদশী বা ধনবত্রী ত্রয়োদশী। ধন শব্দের মানে সম্পত্তি। এই তিথির সঙ্গে জড়িয়ে নানারকম পৌরাণিক ব্যাখ্যা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমানুষের বিশ্বাস, এই দিন কোন ধাতব দ্রব্য কিনলে তা পরিমাণে তেরো গুণ বৃদ্ধি পায়। এই ধারণা থেকেই ধনতেরাসে সোনা কেনার প্রচলন হয়েছে।
কিন্তু সোনা কেনার বাজেট নেই ধরুন। তাহলে কী কিনবেন ? রুপোও যদি অধরা হয়, তাহলে আছে আরও বিকল্প। তবে ধনতেরসে কয়েকটি জিনিস কেনা শুভ বলে মনে করা হয় না।
দীপাবলির দু'দিন আগে শুরু হয়ে যায় ধনতেরস। শুরু হয় কেনাকাটা। কারও কারও মতে, কিছু কিছু জিনিস কেনা হিতে বিপরীত হতে পারে। তবে সবটাই মানুষের বিশ্বাস, সত্য -মিথ্যা পরীক্ষিত নয়।
ধনতেরসে ধাতব জিনিস কিনলে ভাল , তবে যে কোনও ধাতব জিনিস নয়। স্টিল না কেনাই ভাল। কারণ , স্টিলের মধ্যে তো লোহা থাকে। কাঁসা বা পিতলের বাসন কিনুন।
ধনতেরসে দামি জিনিসপত্র কেনেন অনেকেই। তবে অনেকে মনে করেন, যদি ধনতেরসে গাড়ি কিনে বাড়িতে আনতে চান, তবে তার বিল আগের দিন মিটিয়ে ফেলুন ।
অনেকে এই দিনে তেল বা ঘি বাড়িতে কিনে আনেন। তবে কারও কারও মতে, তেল-ঘি এই দিনে না কেনাই ভাল।
ধনতেরসে লোহার তৈরি জিনিস বাড়িতে আনা উচিত নয়। কিন্তু যদি খুব দরকার পড়ে, চেষ্টা করতে পারেন,একদিন আগে কিনে আনতে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -