Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Diwali Lakshmi Puja 2024: ৩১ অক্টোবর না কি ১ নভেম্বর কোন দিনে লক্ষ্মীপুজো? কোন সময়ে পুজোয় ধনলাভ?
বর্তমানে সর্বত্র দীপাবলির প্রস্তুতি চলছে। ঘরে ঘরে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা। সবখানেই তৈরি হচ্ছে মিষ্টি। বাজারগুলোতে কেনাকাটার ভিড় লেগেই আছে। দীপাবলি পাঁচ দিন দীর্ঘ। এই পাঁচ দিনে লক্ষ্মী পুজোর এক অনন্য তাৎপর্য রয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appলক্ষ্মী পুজোর দিন দেবী লক্ষ্মীর পূজা করা হয়। কিন্তু এ বছর লক্ষ্মী পূজা কোন দিন এবং কোন সময়ে করা উচিত তা নিয়ে মানুষের মনে বিভ্রান্তি রয়েছে।
লক্ষ্মীপুজো কখন করবেন? আশ্বিন অমাবস্যায় লক্ষ্মী পুজো করা হয়। লক্ষ্মী পুজোর সময়কাল অর্থাৎ প্রদোষ কাল (সূর্যাস্তের পরের সময়) প্রায় দুই ঘণ্টা। সেই সময়ে অমাবস্যা থাকতে হবে এবং সেই সময়ে লক্ষ্মীপুজো করতে হবে।
ধর্মশাস্ত্র অনুসারে, আপনি যেখানে বাস করেন সেখানে সূর্যাস্তের ২৪ মিনিট বা তার বেশি পরে যদি অমাবস্যা উপস্থিত হয়, তবে সেই দিনেই লক্ষ্মীপুজো করা উচিত। কিন্তু সূর্যাস্তের পর অমাবস্যা শেষ হওয়ার সময় যদি ২৪ মিনিটের কম হয় তাহলে লক্ষ্মীপুজো আগের দিন করতে হবে, শাস্ত্রে বলা আছে।
ধর্মশাস্ত্র অনুসারে, সূর্যাস্তের পরে ১ দন্ড অর্থাৎ ১ ঘটিকা অর্থাৎ অমাবস্যা ২৪ মিনিট বা তার বেশি হলে লক্ষ্মী পুজো একই দিনে অর্থাৎ ১ নভেম্বর এবং অমাবস্যা সূর্যাস্তের ২৪ মিনিটের কম হলে লক্ষ্মী পুজো করা উচিত অর্থাৎ ৩১ অক্টোবর হবে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল রাহু কাল, শুভ সময়কে অশুভ সময় হিসেবে দেখা উচিত নয়। সূর্যাস্তের ২ ঘন্টা এবং ২৪ মিনিটের মধ্যে যে কোনও সময় লক্ষ্মীপুজো করা যেতে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -