Astrology: রাজযোগে লক্ষ্মীলাভ, নতুন বছরে হাতে অঢেল টাকা আসবে এই ৩ রাশির; অর্থচিন্তা ভুলতে বসবেন !
২০২৫ সালে, তিনটি প্রধান গ্রহ শনি, রাহু এবং বৃহস্পতির ট্রানজিট হবে যা অনেক ধরনের যোগের সৃষ্টি করবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবৃহস্পতি ২০২৫ সালে মিথুন রাশিতে প্রবেশ করবে এবং পুরো এক বছর এই রাশিতে থাকবে। এখন বৃষ রাশিতে গোচর করছে। ২০২৫ সালের ১৪ মে বৃহস্পতি মিথুনে প্রবেশ করবে। তখন কোনও না কোনও গ্রহের সঙ্গে মিলিত হবে। তাতে শুভ যোগ তৈরি হবে।
২০২৫ সালের জুলাই মাসে বৃহস্পতি এবং শুক্রের মিলন ঘটবে যা গজলক্ষ্মী নামে একটি শুভ রাজযোগ তৈরি করবে। এই রাজযোগ কিছু রাশির জাতকদের জন্য অত্যন্ত উপকারী এবং শুভ বলে প্রমাণিত হবে।
সিংহ রাশি (Singha Rashi)- বৃহস্পতি-শুক্রের মিলনে গঠিত রাজযোগে আপনার লাভ এবং ইচ্ছা পূরণ হবে। ২০২৫ সালটি সিংহ রাশির জাতকদের জন্য শুভ প্রমাণিত হবে। এই রাশির জাতকরা কর্ম, আর্থিক লাভ, বৈষয়িক স্বাচ্ছন্দ্য এবং চ্যালেঞ্জে সাফল্য পাবেন।
সিংহ রাশি (Singha Rashi)- সারা বছর দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ থাকবে। যার ফলে ধন-সম্পদের অভাব হবে না। আকস্মিক লাভের সুযোগ বাড়বে। কর্মজীবন ও ব্যবসায় সাফল্য পাবেন। আপনি আর্থিক সুবিধা এবং সুসংবাদ পাবেন।
মিথুন রাশি (Mithun Rashi)- গজলক্ষ্মী রাজযোগের কারণে শুক্র ও বৃহস্পতি মিথুন রাশিতে শুভ প্রভাব ফেলবে। যা জীবনে শুভ লাভের দিকে নিয়ে যাবে। সৌভাগ্যের সঙ্গে বছরভর আর্থিক লাভ ও আয়ের নতুন উৎস খুলবে। এর ফলে আপনার আর্থিক অবস্থা আগের থেকে ভাল হবে।
মিথুন রাশি (Mithun Rashi)- আগামী বছরটি চাকরি ও ব্যবসার ক্ষেত্রে সাফল্যে ভরপুর হবে। এই রাশির জাতকরা তাদের সন্তানদের কাছ থেকে সুখ, সৌভাগ্য এবং শুভ সংবাদ পাবেন। মানসিক সমস্যা থেকে মুক্তি পাবেন । লাভের সুযোগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
কন্যা রাশি (Kanya Rashi)- ২০২৫ সালটি কন্যা রাশির জাতকদের জন্য খুবই শুভ হতে চলেছে। বৃহস্পতি এবং শুক্রের মিলনে গজলক্ষ্মী রাজযোগ আপনার সৌভাগ্য নিয়ে আসবে। আপনি ধর্মের দিকে ঝুঁকে পড়বেন। সময় ভাল যাবে এবং পরিবারে মিলেজুলে থাকবেন।
কন্যা রাশি (Kanya Rashi)- আর্থিক লাভের সুযোগ বাড়বে এবং আত্মবিশ্বাস বাড়বে। সমাজে সম্মান পাবেন। কন্যা রাশির জাতক জাতিকাদের উপর দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ থাকবে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -