Ganesh Chaturthi 2024: শতবর্ষ পর গণেশ চতুর্থীতে বিরল যোগ! সিদ্ধি ও অর্থে ভরবে এই ৩ জাতকের জীবন
ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে গণেশ মূর্তি স্থাপন করে শুরু হয় উৎসব। গণেশ চতুর্থী ঘিরে সারা ভারতেই চলে উৎসব। মহারাষ্ট্রে সবচেয়ে বড় করে উৎসব হলেও নানা রাজ্যেই গণেশ চতুর্থী পালিত হয়ে থাকে। এই বছর ৩টি রাশির জাতকদের জন্য ঢালাও আশীর্বাদ নিয়ে আসছেন গণেশ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই বছর গণেশ চতুর্থী ৭ সেপ্টেম্বরে পড়েছে। যেখানে ১০ দিন ধরে উৎসব চলবে, সেখানে ১৭ সেপ্টেম্বর গণেশ বিসর্জনের মাধ্যমে উৎসব শেষ হবে।
এই বছর ভাদ্রপদ শুক্লা গণেশ চতুর্থী খুবই বিশেষ। কারণ জ্যোতিষশাস্ত্র মতে ১০০ বছর পর গণেশ চতুর্থীতে একটি বিরল ঘটনা ঘটতে চলেছে।
এ বছর গণেশ চতুর্থীর দিনে সর্বার্থ সিদ্ধি যোগ, রবি যোগ, ব্রহ্ম যোগ এবং ইন্দ্র যোগের সংমিশ্রণ রয়েছে। এছাড়াও স্বাতী ও চিত্রা নক্ষত্র থাকবে।
গণেশ চতুর্থীতে মূর্তি স্থাপন এবং পূজার জন্য খুব শুভ সময় থাকবে। এছাড়াও, গ্রহ এবং নক্ষত্রের অবস্থানের কারণে ৩টি রাশির মানুষের জন্য খুব শুভ হতে চলেছে। এই জাতকরাও এতটাই সুখ-সমৃদ্ধি পাবেন যে গণেশ উৎসবের সঙ্গে সঙ্গে এই মানুষদের জীবনেও উৎসবের একটা সময় শুরু হবে।
গণেশ চতুর্থী বৃষ রাশির জাতকদের জন্য খুব শুভ ফল দেবে। এক এক করে আপনার সব কাজ শেষ হবে। এই জাতকদের মধ্যে ব্যবসায়ী শ্রেণী ব্যাপক সুবিধা পাবেন। নতুন কাজ শুরু করার এটাই উপযুক্ত সময়। সম্পদ বৃদ্ধি পাবে। জীবনে সুখ থাকবে।
গণেশ উৎসব কর্কট রাশির জাতকদের জীবনে উদযাপনের সূচনা করবে। এই জাতকরা প্রচুর সম্পদ লাভ করতে পারেন। আপনার কাজ খুব ভাল হবে। সমাজে সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে।
কন্যা রাশির জাতকদের জীবনে গণেশ চতুর্থী প্রচুর ধন-সম্পদ ও সমৃদ্ধি নিয়ে আসবে। সমস্ত আর্থিক সমস্যা দূর হবে। পেশাগত জীবনে সব সমস্যা মিটে যাবে। বিনিয়োগের জন্য এটি ভাল সময়। একাধিক উৎস থেকে টাকা আসবে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -