Weekly Astrology: কেমন কাটবে আগামী সপ্তাহ? জেনে নিন সাপ্তাহিক রাশিফল
মেষরাশি: কেরিয়ার এবং টাকা-পয়সার ব্যাপারে মনোযোগী হোন। এ ব্যাপারে মিলতে পারে সুখবরও। প্রেমের সম্পর্কে অস্থিরতা থাকলে, আরও মজবুত করে তোলা প্রয়োজন। একাকী রয়েছেন যাঁরা, জীবনে নতুন প্রেম আসতে পারে। তবে তাড়াহুড়ো না করাই ভাল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবৃষরাশি: পরিশ্রমের মূল্য পাবেন এতদিনে। আপনার একাগ্রতা, কাজের প্রতি দায়বদ্ধতা প্রশংসিত হবে। মিলতে পারে নতুন সুযোগও। তবে বাড়তি খরচ হতে পারে। তাই হিসেব করে চলুন। সম্পর্কে ভারসাম্য রেখে চলা চরুরি।
মিথুনরাশি: কর্মক্ষেত্রে বড় কোনও লক্ষ্য থাকলে, এখনই উদ্যোগী হতে হবে। সাফল্যের জন্য অপেক্ষা করলে হয় না, এগিয়ে যেতে হয়। রাস্তা খুঁজে না পেলে, বিভ্রান্ত হলে নিজের মনের কথা শুনুন। বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সুযোগ আসবে। তবে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন।
কর্কটরাশি: কাজের জায়গায় তো বটেই, অর্থনৈতিক ক্ষেত্রেও চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। তাই ভবিষ্যতের পরিকল্পনা করুন। জীবনে কী চান, আগামী পাঁচ বছর কোন উচ্চতায় নিজেকে দেখতে চান, পুনর্বিবেচনা করুন। কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে। নিজের মনের কথা শুনুন। ঝুঁকি নিতে হলে এখনই নিন। মনের কথা মনে জমিয়ে রাখবেন না।
সিংহরাশি: কর্মক্ষেত্রে এ সপ্তাহে উন্নতির সম্ভাবনা রয়েছে। এমনি সুযোগ আসতে পারে নেতৃত্ব দেওয়ারও। মানুষের সঙ্গে মিশতে হবে, নিজের ঢাক নিজেকেই পেটাতে হবে, তবেই সুযোগ বাড়বে। নতুন করে কোথাও বিনিয়োগের কথা ভাবলে, তাড়াহুড়ো না করাই ভাল। কাউকে মনের কথা বলার থাকলে, এখনই আদর্শ সময়।
কন্যারাশি: অতীতের ভুলত্রুটি শুধরে নেওয়ার সময়। ভবিষ্যতের কথা ভাবুন। নতুন কিছু শিখতে পারেন, যা কাজের জায়গায় সহায়ক হয়ে উঠতে পারে। সুযোগ হাতছাড়া করবেন না। পরিবার, বন্ধুদের সময় দিন।
তুলারাশি: সময় আপনার অনুকুলে থাকবে। সুযোগ বুঝে এগিয়ে যেতে হবে। বেতন বাড়ানোর আদর্শ সময়। আর্থিক সাহায্য পেতে পারেন। প্রেমের জন্য ভাল সময়। হতে পারে নিজের জীবনসঙ্গী খুঁজে পেলেন।
বৃশ্চিক রাশি: জীবনে পরিবর্তন আসতে পারে। তাতে আবেগ সামলাতে নাও পারেন। কিন্তু মনে রাখবেন পরিবর্তনের নামই জীবন। চারপাশের মানুষ, সম্পর্ক নিয়েও প্রশ্ন জাগতে পারে মনে। দূরে কোথাও চলে যেতে মন চাইতে পারে। আধ্যাত্মিকতার দ্বারস্থ হলে শান্তি পাবেন।
ধনুরাশি: আত্মবিশ্বাস ফিরে পাবেন। ইতিবাচক ভঙ্গিতে দেখতে শুরু করুন জীবনকে। চ্যালেঞ্জ দেখে ভয় পেলে চলবে না। সম্পর্কে ওঠাপড়ার সাক্ষী হতে পারেন। খোলাখুলি কথা বলতে হবে। পাশে কাউকে প্রয়োজন হলে, জানাতে দ্বিধা করবেন না।
মকর রাশি: কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা। বিনিয়োগের ভাল সুযোগ আসতে পারে। তবে অপ্রয়োজনে টাকা খরচ করবেন না। পরিবারে বাড়তে পারে দায়-দায়িত্ব। বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকলে আগে থেকে গুছিয়ে রাখুন সব।
কুম্ভরাশি: জীবনে ভারসাম্য রাখা জরুরি। নিজের উপর আস্থা রাখুন। সুযোগের সদ্ব্যবহার করতে শিখুন। পারিবারিক হোক বা ব্যক্তিগত অথবা অর্থনৈতিক, এখন যে সিদ্ধান্ত নেবেন, ভবিষ্যতেও তার প্রভাব পড়বে। শরীরচর্চা করুন। পরিবেশের কাছাকাছি থাকুন একটু। যত্নবান হোন শরীরের প্রতি।
মীনরাশি: সাফল্যের লক্ষ্যে এগিয়ে যান দৃঢ়চিত্তে। নিজের যোগ্যতা প্রমাণের সুযোগ পাবেন। দামি কিছু কেনার পরিকল্পনা থাকলে, একট রয়েসয়ে সিদ্ধান্ত নিন। সম্পর্কে ঝড়-ঝাপটা আসতে পারে। তবে হাত ছাড়লে চলবে না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -