Kangana Ranaut: দিনের পর দিন সুযোগের অপেক্ষায় বসে থাকতেন বিভিন্ন অফিসের বাইরে, কেরিয়ারের শুরুটা সহজ ছিল না কঙ্গনার
ছোটবেলা থেকেই তাঁর স্বপ্ন ছিল মডেলিং। নিজের পোশাক তিনি নিজেই ডিজাইন করতেন, তারপর বানিয়ে নিতেন গ্রামের দর্জিকে দিয়ে। সেই পোশাক প্রশংসাও পেত বেশ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকেরিয়ার শুরু করতে চেয়েছিলেন মডেলিং দিয়েই। কিন্তু তাঁর কপালে ভবিষ্যৎ নিয়ে ছিল অন্য লেখনিই। তিনি কখনও জানতেনই না, বলিউডের প্রথম সারির অভিনেত্রী হয়ে উঠবেন তিনি।
কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। কিন্তু সহজ ছিল না তাঁর এই সফর। অভিনেত্রী সদ্য এক সাক্ষাৎকারে ভাগ করে নিলেন, কেরিয়ারের শুরুর দিকে উচ্চতা নিয়ে হেনস্থা হতে হয়েছে তাঁকেও!
সদ্য একটি সাক্ষাৎকারে কঙ্গনা জানিয়েছেন, তিনি বাড়ি ছেড়েছিলেন অনেকটাই কম বয়সে। কঙ্গনার বাড়ি ছিল হিমাচল প্রদেশে। সেখান থেকে তিনি যখন চণ্ডীগড় আসেন পড়াশোনার জন্য, তখন তাঁর বয়স ১২ কি ১৩ বছর হবে।
কলেজে পড়াশোনা করার সময়ই তাঁর শখ ছিল মডেলিংয়ে। কঙ্গনা বলছেন, 'একসময় আমি ভেবেছিলাম মডেলিং করব না কারণ ওই পেশায় আমায় সবসময় হেনস্থা করা হত। আমি মুম্বইতে একটি মডেলিং অ্যাসাইনমেন্টের জন্য গিয়েছিলাম।'
কঙ্গনা বলছেন, 'ফিরে এসে এজেন্সি থেকে দেওয়া ফোন ছুঁড়ে ফেলে দিয়েছিলাম। এমনকি যখন আমায় মুম্বইতে ফেরত যাওয়ার জন্য টিকিট পাঠানো হয়, আমি সেটাও ছিঁড়ে ফেলেছিলাম।'
কঙ্গনা এখানেই থামেন না, আরও বলেন, 'সবাই ভাবতেন, দিল্লির মেয়েরা খুব লম্বা হয়। অন্তত ৬ ফুট। আমার উচ্চতা ৫.৭ ফুট। আমি বিভিন্ন জায়গায় অডিশন দিতাম। দিনের পর দিন বাইরে বসে থাকতাম। অনেকেই এসে আমায় বলতেন, 'আজও তুমি কাজ পেলে না! মডেলিংয়ের কেরিয়ারে তোমার কিচ্ছু হবে না।'
কঙ্গনা আরও বলেন, তিনি জেদ করে মুম্বইতেই থেকে যান। দিনের পর দিন অডিশন দিতে থাকেন অভিনয়ে। অবশেষে সুযোগ আসে ছবির হাত ধরেই। ২০০৪ সালে 'লাভ ইউ বস' ছবি দিয়ে বলিউডে পা রাখার কথা ছিল কঙ্গনার। তবে তাঁকে সাফল্য এনে দিয়েছিল অনুরাগ বসুর (Anurag Basu)-র গ্যাংস্টার (Gangstar) ছবিটি।
এই দুটি ছবির কথাই চলছিল সমসাময়িকভাবে। সেইসময় কঙ্গনাকে 'গ্যাংস্টার' ছবির জন্য মহেশ ভট্টের অফিসে নিয়ে যান একজন। তবে সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়, এই চরিত্রের জন্য কঙ্গনা খুবই ছোট।
চরিত্রটি প্রথমে চলে যায় চিত্রাঙ্গদা সিং (Chitrangada Singh)-এর কাছে। কিন্তু তিনি সেই সময়ে ছিলেন না। ফলে চরিত্রটি আবার ফিরে আসে কঙ্গনার কাছেই। প্রথম ছবিতেই অভিনয়ে নজর কাড়েন কঙ্গনা। তারপরে বিভিন্ন চড়াই উৎরাইয়ের মধ্যে দিয়েই এগিয়ে গিয়েছে তাঁর কেরিয়ার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -