Daily Astrology: কর্মস্থলে চক্রান্তের শিকার হতে পারেন এই রাশির জাতকরা, কেমন যাবে আজকের দিন ?

Daily Astrology Prediction: আগামীকাল এই রাশির জাতকদের জীবন বদলাতে চলেছে পুরো, কাদের সাবধানে থাকতে হবে ? দেখুন একনজরে

কর্মস্থলে চক্রান্তের শিকার হতে পারেন এই রাশির জাতকরা, কেমন যাবে আজকের দিন ?

1/12
মিলিয়ে মিশিয়ে যাবে দিন। প্রিয়জনের সঙ্গে কোনও ইস্যুতে মন কষাকষি হয়ে থাকলে, এবার সেটা মিটে যাবে। কর্মস্থলে যদি কোনও সমস্যা থাকে, তা থেকে এবার মুক্তি পাবেন। ব্যবসায়ীরা সাফল্যের মুখ দেখবেন এবার।
2/12
প্রেমের সম্পর্ক নিয়ে যত্নবাণ হন। বিলাসবহুল বিষয়ে আপনার খরচ বাড়তে পারে। ঋণ নেওয়ার আগে ভেবে এগোন। ধার দেওয়া থেকে বিরত থাকুন এই মুহূর্তে। চাকরি বদলের কথা ভাবলে ভুল হবে না। আবেগপ্লুত হয়ে কোনও সিদ্ধান্ত নেবেন না।
3/12
ভাল যাবে দিন। বন্ধুদের সঙ্গে ভাল সম্পর্ক থাকবে। পুরনো কারও সঙ্গে দেখা হতে পারে। পরিবারে সকলের সমর্থন পাবেন। বাইরেও আপনার পক্ষেই সকলে থাকবে। কর্মস্থলে শত্রুপক্ষ কোনও ক্ষতি করতে সক্ষম হবে না।
4/12
এই রাশির জাতকদের অপেক্ষাকৃত ভাল যাবে দিন। কর্মস্থলে সিনিয়রদের থেকে সম্মান পাবেন। পদোন্নতির যোগ্য হলে তা এবার মিলবে। ব্যবসার বহর এবার বাড়াতে সক্ষম হবেন। বন্ধু ও পরিবারের থেকে পুরো সমর্থন পাবেন।
5/12
এই রাশির জাতকদের মোটের উপর ঠিক যাবে। কোনও কাজ নিয়ে যদি এগোতে চান, পারবেন। কর্মস্থলে সিনিয়ররা আপনার দিকে সাহায্যের হাত বাড়াবে। অফিসে পরিস্থিতি অনুকূল থাকবে।
6/12
এই রাশির জাতকদের বুদ্ধি নিয়ে এগোতে হবে। তবেই সাফল্য মিলবে। তাই কোনওভাবেই অসাবধান হবেন না। বিলাসবহুল জিনিস কিনে ব্যয় বাড়তে পারে। কাজের সূত্রে কোথাও ঘুরে আসার সুযোগ হতে পারে।
7/12
বিরোধীদের থেকে সতর্ক থাকবেন। কর্মস্থলে চক্রান্তের শিকার হতে পারেন। লক্ষ্যে স্থির থাকলে, ফল ভাল হবে। জমি সংক্রান্ত ইস্যুতে ভাই-বোনের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না।
8/12
কর্মসূত্রে আপনাকে ঘুরতে হতে পারে। কর্মক্ষেত্রে কিছু কাজ আপনার জন্য চ্যালেঞ্জিং হতে পারে। বিরোধীদের থেকে কাজে বাধা পেতে পারেন। শীর্ষকর্তাদেরকে বোঝার চেষ্টা করুন, তার আপনার থেকে ঠিক কী চাইছে, তাহলেই যেকোনও পরীক্ষা পার করতে পারবেন।
9/12
এই রাশির জাতকদের মিলিয়ে মিশিয়ে যাবে দিন। যেকোনও কাজে আপনাকে একটু ছুটোছুটি করতে হতে পারে। আত্মীয়দের থেকে বেশি কিছু আশা রাখবেন না। সমর্থন নাও পেতে পারেন। এসময় বিনিয়োগ এড়িয়ে যাওয়াই ভাল হবে।
10/12
ভাল যাবে দিন। আয়ের নতুন পথ খুঁজে পেতে পারেন। সমাজসেবক হলে কিংবা রাজনীতির সঙ্গে যুক্ত হলে সাফল্য আপনার দরজায় কড়া নাড়বে। ছেলে-মেয়ের থেকে ভাল কোনও খবর পেতে পারেন।
11/12
এই রাশির জাতকদের মিলিয়ে মিশিয়ে যাবে দিন। কর্মসূত্রে ভ্রমণের সুযোগ আসতে পারে। কাজে বাধা আসতে পারে। কেউ আপনাকে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করতে পারে। তাই সতর্ক থাকবেন।
12/12
রাগ কমিয়ে আনুন। অন্যথা ক্ষতির আশঙ্কা। মিলিয়ে মিশিয়ে যাবে দিন। ভুল সিদ্ধান্তে অসুবিধায় পড়বেন। ভেবে চিন্তে এগোন। সহজে আয়ের আশা ছাড়ুন। পরিশ্রমে সাফল্য পাবেন।
Sponsored Links by Taboola