Horoscope Today 18 February 2022: সংসারে দায়িত্ব বাড়বে, ভিন্ রাজ্যে কাজের সুযোগ, কোন রাশির জাতকের জেনে নিন একনজরে
মেষ-আজ অনেকদিনের মনোকামনা পূরণ হওয়ার সম্ভাবনা। চাকরি ছাড়ার কথা ভাবলে, আজ ওই চিন্তা মনে না আনাই ভাল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবৃষ-দায়িত্ব বাড়ছে বলে দুশ্চিন্তা করবেন না। সফ্টওয়্যার সেক্টরে যুক্তরা আজ লাভবান হবেন। ব্যবসায়ীদের আজ আইনি জটিলতায় না জড়ানোই ভাল।
মিথুন-আগের বিনিয়োগ থাকলে, আজ মুনাফা হতে পারে। কাজের জায়গায় স্বীকৃতি মেলার সম্ভাবনা।
কর্কট-চাকরি বদলের সম্ভাবনা। দীর্ঘ দিন কোনও কাজ আটকে থাকলে, আজ তার নিষ্পত্তি হতে পারে।
সিংহ-বাড়তি খরচে লাগাম টানুন। কোমরের যন্ত্রণা, পিঠের যন্ত্রণা ভোগাতে পারে আজ।
কন্যা-কাউকে দেখে হিংসা করবেন না। নেতিবাচক চিন্তা আসতে দেবেন না মনে। নতুন চাকরিতে যোগ দিয়ে থাকলে, আজ কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হতে পারে।
তুলা-আজ ধর্মকর্মে যুক্ত থাকলে লাভবান হওয়ার সম্ভাবনা। কাজের জায়গায় পেশাদারিত্ব বজায় রাখুন।
বৃশ্চিক-কাজের ক্ষেত্রে মনোযোগ বাড়ান। নিজের দুর্বলতাগুলি উপলব্ধি করুন। কাজের চাপ বাড়তে পারে।
ধনু-নতুন সুযোগ না পাওয়া পর্যন্ত এই মুহূর্তে চাকরি ছাড়ার কথা ভাববেন না। অসৎ সঙ্গ থেকে বাঁচুন।
মকর-ধৈর্য ধরতে শিখুন। কাজে মনোনিবেশ করুন। মানসিক অবসাদে ভুগলে, নিজেকে গুছিয়ে নেওয়ার সময় এটাই।
কুম্ভ-কাজে উৎসাহ পাবেন। ওষুধের ব্যবসায় লাভবান হওয়ার সম্ভাবনা। তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে যুক্ত যাঁরা, রাজ্যের বাইরে কাজের সুযোগ মিলতে পারে।
মীন-অলসতা ঝেড়ে ফেলে আটকে থাকা কাজ সেরে ফেলুন। ব্যবসার জন্য সময় ভাল। মনে কু-চিন্তা আসতে পারে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -