Daily Horoscope:কোথায় বিনিয়োগ করলে দ্রুত লাভ? নতুন কোনও সম্পর্কের সূচনা?
মনসংযোগ বাড়ান। ভাইবোন পাশে থাকবে। ঘরে পরিবেশ ভাল থাকবে। নতুন কোনও প্রকল্পে হাত দেবেন না। কোনও সেমিনার থেকে কোনও ভাল যোগাযোগ হতে পারে। তৃতীয় ব্যক্তির জন্য দাম্পত্যে সমস্যা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appধ্যান অভ্যাস করুন। লগ্নি নিয়ে এবং ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে কারও সঙ্গে আলোচনা করবেন না। প্রেমের সম্পর্ক ভাল যাবে। সময় নষ্ট করবেন না। দাম্পত্য সম্পর্ক ভাল হবে।
আশা বজায় রাখুন। বাবা-মায়ের স্বাস্থ্যের জন্য খরচ করতে হতে পারে। আপনার বন্ধু হতে চাইবেন অনেকে। সমস্যার সমাধান করতে পারায় আপনি নজরে পড়বেন।
কোনও কিছুতে সাফল্য মিলবে। বিনোদনে খরচে লাগাম দিন। বন্ধুরা পাশে থাকবে। প্রেমের জন্য সময় দিন। নিজের দক্ষতা প্রমাণের সুযোগ আসবে। বাড়িঘর তৈরির কথা ভাবতে পারেন।
নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। নয়তো বড়সড় সমস্যা হতে পারে। বন্ধুর দিকে থেকে কোনও ধাক্কা পেতে পারেন। কর্মক্ষেত্রে আপনার ইচ্ছেমতো সব চলবে। নিজের ভবিষ্যতের জন্য আগে থেকে ভেবে রাখুন।
নিজের জন্য অবসর সময় রাখুন। জমিতে লগ্নি করে থাকলে ভাল লাভ পাবেন। পরিবারে নতুন কোনও সদস্য আসতে পারে। কাছের মানুষের সঙ্গে রূঢ় ব্যবহার করবে না। নতুন কোনও দায়িত্ব আসতে পারে।
ভাল কোনও খবর পেতে পারেন। অতিরিক্ত খরচে জন্য হাতে টাকা কম থাকতে পারে। সামাজিক কোনও অনুষ্ঠানের মাধ্য়মে নতুন কোনও লোকের সঙ্গে যোগাযোগ হতে পারে। সঙ্গীর থেকে কোনও সারপ্রাইজ পেতে পারেন।
আপনার আশা বজায় রাখুন। গয়না ও অ্য়ান্টিক দ্রব্যে লগ্নি আপনাকে লাভ দেবে। সঙ্গীর প্রতি ঠিকমতো নজর না দিলে তাঁর সঙ্গে সম্পর্ক খারাপ হবে। কর্মক্ষেত্রে ভাল সময় কাটবে। ব্যক্তিগত পরিসরের প্রয়োজনীয়তা আপনি বোঝেন, এই সপ্তাহে নিজের জন্য় সময় পাবেন।
লগ্নির জন্য ভাল কোনও সুযোগ খুঁজুন। কোনও বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন। পরিবারের সদস্যদের সময় দিন। তাঁদের দুঃখে-কষ্টে পাশে থাকুন। এদিন প্রেমের সম্পর্কে নতুন কেউ আসতে পারে। সঙ্গী ঠিকমতো সময় না দিলে রাগ করবেন না। তাঁদের সঙ্গে কথা বলবেন।
বন্ধুরা পাশে থাকবে। আপনার মন ভাল রাখবে। নতুন কোনও স্কিল শিখতে পারেন। টাকা সঞ্চয় করুন। পুরনো কোনও সঙ্গীর সঙ্গে যোগাযোগ হতে পারে। সঙ্গীর সঙ্গে কথা বলার জন্য বিতর্কিত কোনও বিষয় নিয়ে কথা বলবেন না। আপনার ব্যক্তিত্ব লোকজনকে আকৃষ্ট করে।
বাকিদের সঙ্গে আনন্দের কথা শেয়ার করুন। সন্তানের পড়াশোনার জন্য দম্পতিদের মনোযোগ দিতে হবে। সঙ্গীর সঙ্গে সম্পর্কের টানাপড়েন নিয়ে খেয়াল রাখুন। নিজের জন্য সময় বের করুন।
কাজ ও বাড়ির ঠিকমতো ভারসাম্য রাখুন। রাতে জাগবেন না। কাউকে ধার দেবেন না। দরকার পড়লে লেখাপড়া করে ধার দেবেন। ঘরোয়া বিবাদ নিয়ে সামান্য বিচলিত থাকতে পারেন। কোনও সমস্যার সম্মুখীন হলে তা থেকে পিছু হঠবেন না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -