Daily Astrology: নতুন কোনও সম্পর্কের ইঙ্গিত? কী বলছে আপনার রাশিফল?
Daily Horoscope: ২৩ ফেব্রুয়ারি কেমন যাবে? কী বলছে আপনার রাশিফল?
নিজস্ব চিত্র
1/12
কাজের মাঝে বিশ্রাম জরুরি। ঘরোয়া কোনও কারণে মন খারাপ হতে পারে। যাঁরা আপনার জীবনে গুরুত্বপূর্ণ তাঁদের সবটা খুলে বলুন। আজকের দিনে আপনার মন খুশি থাকবে। কর্মক্ষেত্রে চাপ থাকবে। খরচে লাগাম দিন। সঙ্গীর সঙ্গে খুব ভাল সময় কাটবে।
2/12
খরচের দিকে খেয়াল রাখুন। পরিবারের সদস্যদের সঙ্গে সময় না কাটালে সমস্যা বাড়তে পারে। আজ কাজে মন বসবে না। ঘরের কাজ নিয়ে ব্যস্ত থাকতে পারেন কেউ কেউ। পছন্দের সঙ্গীর সঙ্গে ভাল সময় কাটাতে পারেন।
3/12
নতুন আয়ের খোঁজে কোনওকিছু শুরু করতে পারেন। পুরনো কোনও সম্পর্কের কারণে সমস্যা হতে পারে। কর্মক্ষেত্রে সমস্যা হতে পারে। দিনের দ্বিতীয় ভাগে অবসর সময় কাটান। নতুন কোনও অংশীদারি ব্যবসা শুরু করার জন্য ভাল দিন। কোনও সেমিনারে গিয়ে নতুন কোনও শিখতে পারেন। সঙ্গীর পরিবারের কোনও সদস্যের জন্য দাম্পত্য জীবনে সমস্যা হতে পারে।
4/12
এদিন অবসর সময় মিলবে। এদিন আপনার আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। পরিবারের কোনও সদস্যের সঙ্গে নিজের সমস্যার কথা শেয়ার করতে পারেন। গুরুত্বপূর্ণ কোনও লোকের সঙ্গে কথা বলার সময় সতর্ক থাকবেন। নিজের জন্য সময় বের করবেন।
5/12
ব্যক্তিগত সমস্যার কারণে মানসিক শান্তি বিঘ্নিত হবে। ব্যবসায়ীরা লাভের মুখ দেখবেন। কেউ আপনাকে কোনও কারণে বিরক্ত করলে তাতে গুরুত্ব দেবেন না। ব্যবসা সংক্রান্ত কোনও তথ্য যে কোনও লোকের সঙ্গে আলোচনা করবেন না। এদিন নিজের জন্য ফাঁকা সময় পাবেন। দাম্পত্যজীবন ভাল কাটবে।
6/12
আপনার ব্যক্তিত্বের জন্য লোকজন আপনার প্রতি আকর্ষিত হবে। আর্থিক লাভের যোগ রয়েছে। প্রেমের সম্পর্কে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কাজের ক্ষেত্রে নিজের সেরাটা দিয়ে দিন, ভাল ফল মিলবে। মনে যা আছে, খুলে বলুন, চেপে রাখবেন না।
7/12
গাড়ি চালানোর সময় সাবধান। যে কোনওরকম নেশাদ্রব্য থেকে বিরত থাকুন। কারও গাফিলতির কারণে আপনি সমস্যায় পড়তে পারেন। বাবা-মায়ের থেকে অর্থ সংক্রান্ত গুরুত্বপূর্ণ পরামর্শ মিলতে পারে। ঘরের কোনও কাজ নিয়ে ব্যস্ত থাকতে হতে পারে। সঙ্গীর থেকে কোনও সুখবর মিলতে পারে।
8/12
সঞ্চয়ে মন দিন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। সঙ্গীর বিশ্বাসযোগ্যতাকে সন্দেহ করবেন না। আপনার ব্যক্তিত্ব আকর্ষণের কারণ হবে। আপনার সঙ্গীর দিনটিও ভাল যাবে। আপনার কথা বলার দক্ষতা এবং কাজের দক্ষতা প্রশংসিত হবে।
9/12
ধূমপান ছেড়ে দিন। বিনিয়োগের সময় কোথায় টাকা লগ্নি করছে তা ভালমতো পরখ করে নিন, সুরক্ষার বিষয়টি খেয়াল রাখুন। এদিন আপনি ধার মেটাতে পারেন। নিজে যা করবেন না, তা করার জন্য অন্য কাউকে চাপ দেবেন না। অবসর সময় পরিবারের সঙ্গে কাটান।
10/12
নিজের ইচ্ছাপূরণের জন্য যোগ্য সঙ্গী পাবেন। সম্পর্কের দিকে নজর দিন। স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখতে হবে। ব্যবসা সংক্রান্ত কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন আপনি। পরিবার ও আত্মীয়দের থেকে সাহায্য মিলবে। বিশেষ কোনও বন্ধু আপনার জন্য গুরুত্বপূর্ণ কোনও কাজ করতে পারে। সঙ্গীর কাছে গুরুত্ব বাড়বে।
11/12
মানসিক দৃঢ়তা বাড়ান। লগ্নির জন্য ভাল জায়গা খুঁজুন। এদিন প্রেম সংক্রান্ত চিন্তাই আপনার মন ব্যস্ত রাখবে। কোনও পরিকল্পনা করে থাকলে তা কাজে লাগান। শ্বশুরবাড়ি সংক্রান্ত বিষয়ে কোনও খবরে উদ্বেগ বাড়তে পারে।
12/12
এদিন স্ট্রেস ও উদ্বেগ অনেকটাই কাটিয়ে উঠতে পারেন। বন্ধুদের সঙ্গে ভাল সময় কাটবে। ব্যবসা নিয়ে ভাল খবর মিলতে পারে। কোনও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজের জন্য নিজের বুদ্ধির উপর ভরসা রাখুন। নতুন কোনও কাজ শিখতে পারেন। এমন কারও সঙ্গে আলাপ হতে পারে, যার থেকে মানসিক শক্তি মিলবে।
Published at : 22 Feb 2023 09:11 PM (IST)