Astro Tips: খরচে লাগাম দেবেন কারা? নতুন আয়ের সুযোগ মিলবে কাদের? দেখুন রাশিফল
আজ আর্থিক লাভের যোগ রয়েছে। দীর্ঘদিনের অসুস্থতা থেকে মুক্তি মিলতে পারবে। খরচে লাগাম দিলেই আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। এদিন ঝগড়া এড়িয়ে চলুন। তাহলেই মানসিক শান্তি বজায় থাকবে। কর্মক্ষেত্রে সবই আপনার অনুকূলে থাকবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appস্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। এদিন নিজের দিকে খেয়াল রাখার জন্য যথেষ্ঠ সময় পাবেন আপনি। বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে পারেন। তবে তার জন্য যথেষ্ঠ টাকা খরচ হবে। প্রেমের সম্পর্কে এদিন ভালরকম উন্নতি হবে। নিজের পছন্দ অন্যের উপর চাপিয়ে দেবেন না।
যে কোনওরকম দ্বন্দ্ব এড়িয়ে চলুন। তা না করলে আপনার শরীর খারাপ করতে পারে। আর্থিক পরিস্থিতি নিয়ে চিন্তাভাবনা করার সময় এসেছে। সাবধানে পদক্ষেপ না করলে আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন। সঙ্গীর মনের দিকে খেয়াল রাখুন। ব্যবসায়ীদের জন্য ভাল দিন।
এদিন আত্মবিশ্বাস বজায় থাকবে। তার ফলে কাজের জায়গায় নিজের সেরাটা দিতে পারবেন। ব্যক্তিগত জীবনেও তার ফল পাবেন। যদি ঋণের খোঁজে থাকেন, এদিন সহজেই ঋণ মিলতে পারে। পরিবারে সময় দিন। ঘরের দিকে মন দিন, বাড়ির কাজ ফেলে রাখবেন না। কেরিয়ার সংক্রান্ত কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বাবা-মায়ের সঙ্গে পরামর্শ নিন।
পুরনো কোনও কাজে সাফল্য মেলায় তা আপনার আত্মবিশ্বাস বাড়াবে। পিতৃস্থানীয় ব্যক্তির পরামর্শ মেনে চলুন। তাহলে কর্মক্ষেত্রে লাভ পাবেন। একগুঁয়ে মনোভাব বজায় রাখলে বন্ধুদের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। সঙ্গীর সঙ্গে ভাল ব্যবহার করুন, নয়তো সমস্যা তৈরি হতে পারে।
বন্ধুদের সাহায্য পাবেন। আপনার খুশির কারণ হতে পারেন আপনার বন্ধুরা। বিনিয়োগের মূল্য বুঝতে পারবেন আপনি। পুরনো কোনও বিনিয়োগ থেকে লাভ মিলতে পারে আপনার, সেটাই আপনাকে নতুন বিনিয়োগে উৎসাহ দেবে। ঘনিষ্ঠ কেউ আপনার থেকে সুবিধা নিতে পারে, সতর্ক থাকুন। কাজের ক্ষেত্রে সম্মান মিলবে।
হৃদযন্ত্রের সমস্যা রয়েছে এমন ব্যক্তিরা সাবধানে থাকুন। ধার দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন। অনেকেই ধার নিয়ে ফেরত দেন না। তেমন লোকজনকে এড়িয়ে চলুন। পছন্দের কারও সঙ্গে সময় কাটালে ভাল থাকবেন আপনি। সৃজনশীল কাজে যুক্ত ব্যক্তিরা এদিন সাফল্যের মুখ দেখবেন।
এদিন নিজের পছন্দমতো কাজে ব্যস্ত থাকতে পারেন আপনি। সেই কাজে উৎসাহও পাবেন। আপনার আর্থিক অবস্থা স্থিতিশীল থাকবে। আয়ের নতুন সুযোগ আসতে পারে, সেগুলো ব্যবহার করবেন। মাথা ঠান্ডা রাখলে অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। কর্মক্ষেত্রে আপনার কথার গুরুত্ব থাকবে।
শরীরচর্চার দিকে খেয়াল রাখুন। ওজন কমাতে ব্যায়াম শুরুর ভাবনা থাকলে আজ থেকে তা শুরু করে দিতে পারেন। অতিরিক্ত আয়ের সুযোগ পেতে পারেন আপনি। নতুন কারও সঙ্গে বন্ধুত্ব হতে পারে। অবসর সময়টা বন্ধুদের সঙ্গে কাটাতে পারেন।
আশা ছাড়বেন না। আপনার আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে এদিন। বন্ধুদের তরফে সবরকম সাহায্য পাবেন। পুরনো কোনও ভুলের জন্য কারও উপর রাগ করে থাকবেন না। সময় নষ্ট করবেন না, প্রয়োজনে ঠিকমতো সময় ব্যবহার করার বিষয় খেয়াল রাখুন।
এদিন একটু আরামে কাটাতে পারেন আপনি। আন্তর্জাতিক লেনদেন করে থাকেন এমন ব্যবসায়ীরা এদিন সতর্ক থাকুন। সামান্য ভুলে ক্ষতির সম্মুখীন হতে পারেন। হঠাৎ কারও কাছ থেকে উপহার মিলতে পারে। নতুন কোনও কাজে হাত দেওয়ার আগে সবদিক ভেবেচিন্তে নেবেন।
সহৃদয় ব্যক্তির সাহায্য মিলবে। ক্ষমতার বৃত্তে থাকা কোনও ব্যক্তির সমর্থন পেতে পারেন আপনি। ভাইবোন আপনার কাছে আর্তথিক সাহায্য চাইতে পারে। বিতর্কিত কোনও বিষয় নিয়ে আলোচনা করবেন না। সঙ্গীর সঙ্গে সমস্যা বাড়তে পারে এমন করলে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -