Daily Astrology: মিটবে পারিবারিক বিবাদ, বিয়ের বাধা কাটবে কাদের? দেখুন আজকের রাশিফল
Horoscope Today: কেমন যাবে আজকের দিন, আপনার রাশিফল জেনে নিন
নিজস্ব চিত্র
1/12
আজ ভালভাবেই দিনটা কাটবে। বন্ধুদের সঙ্গে আড্ডা হতে পারে। কোনও পরীক্ষার ফল মিলতে পারে আজ। বাড়িতে আত্মীয় সমাগম হতে পারে। ভাই-বোনের সঙ্গে ঝগড়া হতে পারে। সঙ্গীর কেরিয়ার নিয়ে সামান্য চিন্তায় থাকতে পারেন আপনি।
2/12
এদিন সন্তান সংক্রান্ত সুখবর মিলবে। যাঁদের ব্যবসা রয়েছে তাঁরা বড় কোনও ব্যবসায়িক চুক্তি সম্পন্ন করবেন। তৃতীয় কোনও ব্যক্তির জন্য় সঙ্গীর সঙ্গে টানাপড়েন হতে পারে। থেমে থাকা কাজ মিটে যাবে এদিন। সম্পত্তি সংক্রান্ত লেনদেনের সময় সবদিকে খেয়াল রাখবেন।
3/12
এদিন কোনওকারণে আপনার খরচ বাড়তে পারে। পুরনো কোনও আর্থিক হিসেবের নিষ্পত্তি হবে। পরিবারের সঙ্গে হওয়া সমস্যা মিটে যাবে। কাজ আটকে থাকায় বিরক্ত থাকবেন আপনি।
4/12
লেনদেন সংক্রান্ত বিষয়ে সাবধান থাকুন। কোনও বড়সড় চুক্তি করার আগে সতর্ক হোন। ভালভাবে খোঁজখবর নিন। পরিবারের কোনও সদস্য তাঁদের কোনও সমস্যার জন্য আপনার পরামর্শের উপর নির্ভর করবেন। কাজের জায়গায় সহকর্মী এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফে সবরকম সাহায্য পাবেন।
5/12
এদিন মোটের উপর ভাল যাবে। দীর্ঘদিনের কোনও ইচ্ছে পূরণ হবে এদিন। ঘরে কোনও পুজো হতে পারে। সঙ্গীর সঙ্গে কোনও কারণে সমস্যা হয়ে থাকলে, এদিন তা ঠান্ডা মাথায় মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। ব্যবসার কাজে ছোটখাট ভ্রমণ হতে পারে।
6/12
এদিন হাসিখুশি থাকবেন আপনি। কর্মক্ষেত্রে পছন্দমতো দায়িত্ব পেতে পারেন। কারও সঙ্গে বাজে ব্যবহার করবেন না। রাগ দেখাবেন না। কাওকে টাকা ধার দিলে সম্পর্কে প্রভাব পড়তে পারে। যাঁরা কাজের সন্ধানে রয়েছে তাঁরা সুখবর পেতে পারেন। আইনি বিবাদে জড়াবেন না।
7/12
এদিন কোনও জটিলতা দেখা দিতে পারে। কাজের জায়গায় কোনও কিছু আটকে থাকায় আপনার সমস্যা হতে পারে, তা নিয়ে আপনার মেজাজ নষ্ট হতে পারে। জীবনসঙ্গী যে কোনও পরিস্থিতিতে আপনার পাশে থাকবে। তাঁর সাহায্যে যে কোনও সমস্যা এড়িয়ে যেতে পারবেন। পরিবারের কোনও সদস্যকে নিয়ে উদ্বেগ হতে পারে।
8/12
এদিন ভাল কাটবে। মন ভাল থাকবে। কাওকে টাকা ধার দিয়ে থাকলে এদিন তা ফেরত পেতে পারেন। আপনার আর্থিক পরিস্থিতি আরও শক্তিশালী হবে। ভবিষ্যতের জন্য সঞ্চয়ের সংস্থান করুন। পারিবারিক ব্যবসায় নিম্নগতি হলে তা সহজেই কেটে যাবে।
9/12
একাধিক সুখবর মিলতে পারে। এদিন বিশেষ কোনও খবর পেতে পারেন। যে কাজ আপনার পছন্দ, সেটাই করুন। সম্পত্তি সংক্রান্ত পুরনো কোনও মামলা মিটে যেতে পারে। মনোযোগ দিয়ে কাজ করলে তাতে সাফল্য আসবেই।
10/12
এদিন কর্মক্ষেত্রে অগ্রগতি হবে। কাজের জায়গায় পদোন্নতির সম্ভাবনা রয়েছে। বন্ধুর সঙ্গে পুরনো ভুল বোঝাবুঝি মিটে যাবে। পরিবারের কোনও সদস্যের বিয়ে যোগাযোগ আটকে থাকলে, সেই বাধা কেটে যাবে। বিলাসবহুল দ্রব্য কেনার জন্য খরচ হতে পারে।
11/12
এদিন মোটের উপর ভাল যাবে। অতীতের ভুল থেকে শিক্ষা নিন। ভাইবোনের সঙ্গে সমস্যা হয়ে থাকলে তা মিটে যাবে। সন্তানের সঙ্গে সময় কাটান। ব্যবসা সংক্রান্ত পরিকল্পনা করতে হতে পারে এদিন। মায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ।
12/12
হাতের কাজ শেষ করতে পারবেন এদিন। বাড়ির জন্য নতুন কোনও জিনিস কিনতে পারেন। সঙ্গীর সঙ্গে আলোচনা করুন। আলোচনার মাধ্য়মেই সব সমস্যা মিটে যাবে। ব্যবসায় সামান্য টানাপড়েন হতে পারে, তবে শীঘ্রই তা মিটে যাবে।
Published at : 29 Apr 2023 12:24 AM (IST)