Astro Tips: কারও বিবাহের যোগ, কারও নতুন সম্পর্কের শুরু, কী বলছে আপনার রাশিফল?
কিছুদিন ধরে মন বিক্ষিপ্ত থাকতে পারে। মাথা ঠান্ডা রাখুন। ইতিবাচক মনোভাব বজায় রাখুন। তাহলেই সব সমস্যা সমাধান হতে পারে। বিনিয়োগ নিয়ে ভাবনা-চিন্তা করুন। বাবা-মায়ের সঙ্গে আলোচনা করুন। বিশেষ কোনও ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হতে পারে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appযোগব্যায়াম, ধ্যান করতে পারেন। মানসিক শক্তি বৃদ্ধি হবে তাতে। আজ আপনার ইচ্ছেমতো সবকিছু হবে না। কিন্তু তার জন্য় মনক্ষুণ্ণ হবেন না। আত্মীয় সমাগম হতে পারে। কারও কারও বিয়ের যোগাযোগ হতে পারে। এদিন চাকরির ইন্টারভিউয়ের জন্য ভাল দিন।
শরীরের দিকে খেয়াল রাখুন। শরীর ভাল রাখতে সবরকম পদক্ষেপ গ্রহণ করুন। হঠাৎ হাতে টাকা আসতে পারে। তার ফলে অর্থচিন্তা কমে যেতে পারে। কাছের কোনও মানুষের থেকে উপহার পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য ভাল দিন। সঙ্গীর সঙ্গে ভাল সময় কাটবে।
আপনার ব্যবহার সকলের মন জয় করবে। লোভ-ক্ষোভ, ঈর্ষা কাটিয়ে উঠবেন। অবসাদের সমস্যাও কাটিয়ে উঠবেন। চাকরিজীবিদের টাকার দরকার হতে পারে। এদিন হঠাৎ কিছু খরচাও বাড়তে পারে। বন্ধুদের সঙ্গে এবং পরিবারের সঙ্গে সম্পর্ক ভাল রাখার চেষ্টা করুন।
যদি শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত বোধ করেন তাহলে বিশ্রাম নিন। পরিচিত কারও সাহায্যে আয়ের নতুন সুযোগ আসতে পারে। সুযোগের খোঁজে থাকুন। যুক্তি দিয়ে সব প্রশ্নের উত্তর খুঁজতে হবে। ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে ভুল বোঝাবুঝি এড়ান। দাম্পত্যজীবনে সঙ্গীদের ব্যক্তিগত পরিসর বজায় রাখুন।
যোগাভ্যাসের মাধ্যমে দিনটি শুরু করতে পারেন। এদিন অর্থ সংক্রান্ত সমস্যা হতে পারে। অভিজ্ঞ কারও থেকে পরামর্শ নিলে সমস্যা এড়াতে পারেন। সুযোগসন্ধানী আত্মীয়ের থেকে সাবধান। প্রণয়ের সম্পর্কে নতুন মোড়, মনের মতো সঙ্গীর খোঁজ মিলতে পারে। কর্মক্ষেত্রে ভাল দিন।
হঠকারী মনোভাব এড়িয়ে চলুন। একাধিক উৎস থেকে আয়ের সন্ধান মিলতে পারে। এদিন কোনও সমস্যার সম্মুখীন হতে পারেন, নিজের বুদ্ধির উপর ভরসা রাখুন, তাতেই সমস্যা মিটে যাবে। পছন্দের সঙ্গীর সঙ্গে ভাল সময় কাটবে। বিবাহিতরা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি মেটান।
পুরনো কোনও সিদ্ধান্তের কারণে এদিন মানসিক চাপ বাড়তে পারে। এমন পরিস্থিতি হতে পারে যে আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না। সেক্ষেত্রে কারও থেকে সাহায্য নিন। ব্যাঙ্কিং লেনদেনের সময় সতর্ক থাকুন। কোনও নিমন্ত্রণ পেলে তা গ্রহণ করুন। পছন্দের ব্যক্তি আপনার খোঁজ নেবে। সঙ্গীর সঙ্গে সন্ধের সময়টা ভাল কাটবে।
সৃষ্টিশীল কাজে যোগ দিন। মন ভাল থাকবে। যে কেউ পরামর্শ দিলেই তা নেবেন না। পরামর্শ গ্রহণ করার আগে ভাল করে যাচাই করে নিন, বিনিয়োগের সময়েও একই কাজ করবেন। ঘরোয়া ঝুটঝামেলা হতে পারে। এদিন ভ্রমণ বা বিনোদন সংক্রান্ত কারণে খরচ হতে পারে।
পুরনো স্মৃতি ধরে থাকবেন না। তা করলেই মানসিক কষ্টে ভুগতে হবে। ভবিষ্যতে ভাল আর্থিক অবস্থা করতে চাইলে এখন থেকেই সঞ্চয়ে মন দিন। কোনও ধর্মীয় স্থানে যেতে পারেন আজ। একেবারে নির্ভুল না হয়ে কোনও পরিকল্পনা বাকি কারও সঙ্গে শেয়ার করবেন না।
নিজের মানসিক শক্তি বৃদ্ধি করার জন্য যোগ ও মেডিটেশন করতে পারেন। অনেকদিন ধরে ধার দেওয়া টাকা ফেরত পাওয়ার চেষ্টায় থাকলে আজ ফলপ্রসূ হতে পারে। সঙ্গী ও সন্তানদের সঙ্গে ভাল সময় কাটবে। একই দিকে উৎসাহ রয়েছে এমন কোনও ব্যক্তির সঙ্গে পরিচয় হতে পারে। পুরনো বন্ধুর সঙ্গে সাক্ষাৎ।
আজ মোটের উপর স্বাস্থ্য ভাল থাকবে। বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পারেন। পরিবারে কোনও অনুষ্ঠান হতে পারে, তার জন্য খরচ হবে। পরিবারের সব সদস্যের খেয়াল রাখুন। ছোট ছোট পদক্ষেপে এগিয়ে গেলেই মিলবে সাফল্য়। এদিন কাজের থেকে সামান্য সময় ছুটি নিয়ে পরিবারের সঙ্গে কাটাতে পারেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -