Astro Tips: কোন রাশির ভাগ্যের কী? কেমন যাবে গোটা দিন?
শারীরিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করবে এমন কোনও খেলাধুলোর সঙ্গে যুক্ত থাকতে পারেন। সন্তানদের প্রতি বিশেষ মনোযোগ দেওয়ার পরামর্শ রয়েছে। সন্তানের স্বাস্থ্যের দিকে নজর রাখুন। গুরুতর সমস্যায় পড়লে পাশে কাউকে পেতে পারেন। তবে সবাই যে আপনার দিকে নজর দেবে এমনটা নাও হতে পারে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআপনার আচরণ ভাল লাগবে অনেকের। অনেকেই আপনার প্রশংসা করবে। কমিশন, লভ্যাংশ বা রয়্যালটির মাধ্যমে হাতে টাকা আসবে। পড়শির সঙ্গে তর্ক বিতর্ক হতে পারে। মেজাজ হারাবেন না। বিয়ের কথা এগোতে পারে। কর্মক্ষেত্রে পুরনো কোনও কাজের প্রশংসা মিলতে পারে এদিন। পদোন্নতির সম্ভাবনা রয়েছে।
দীর্ঘ অসুস্থতা থেকে সুস্থ হয়ে উঠবেন। স্বার্থপর কারও থেকে দূরে থাকুন। নয়তো তাঁদের উপস্থিতি বিরক্তি সৃষ্টি করতে পারে। আর্থিক পরিকল্পনা শুরু করুন, সঞ্চয় করা শুরু করুন। যে কোনও সময় অর্থের প্রয়োজন দেখা দিতে পারে। বাড়ি তৈরি বা সংস্কারের কাজে হাত দিতে পারেন। সঙ্গীর জন্য দিনটি ভাল যাবে।
অকারণ চিন্তা করবেন না। মনকে শান্ত রাখুন, চাপমুক্ত থাকুন। খরচের উপর নজর রাখুন। আত্মীয়ের সঙ্গে দেখা করার জন্য ছোটখাট ভ্রমণ হতে পারে। সঙ্গীর সঙ্গে ভাল সময় কাটবে। আজ কোনও বক্তব্যের কারণে আপনি জনপ্রিয়তা পেতে পারেন।
খেলা, ব্যায়াম বা ধ্যানে মন দিন। মূল্যবান কিছু কিনতে পারেন, তবে যে কোনও কিছু কেনার আগে দেখে নিন কতটা প্রয়োজনীয়তা রয়েছে আপনার। কোনও আত্মীয়ের কাছ থেকে সুসংবাদ পেতে পারেন। কাজের প্রতি মনোযোগ দিলে সাফল্য এবং স্বীকৃতি আসবে।
মনে ঘৃণা পুষে রাখবেন না। আর্থিক বিষয়ে আলোচনা করতে এবং ভবিষ্যতের জন্য আর্থিক পরিকল্পনা করতে স্ত্রীর সঙ্গে আলোচনা করুন। ব্যবসায়ে অংশীদাররা পাশে দাঁড়বেন। আটকে থাকা কাজগুলি সফলভাবে শেষ করতে পারবেন। বইয়ে মন দিতে পারেন।
বাচ্চাদের সঙ্গে ভাল সময় কাটবে। সময় এবং টাকা দুদিকেই নজর দিন। অনায়াসে অন্যদের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন। সঙ্গীর সঙ্গে সমস্যাগুলি আলোচনা করুন। ঘনিষ্ঠ ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।
বকেয়া ঋণ মেটানো সম্ভব হবে। আটকে থাকা টাকা হাতে পাবেন। কোনও চিঠির কারণে পরিবারের সবই আনন্দ পাবেন। কাজের চাপ বাড়বে। জীবনসঙ্গীর সঙ্গে ভাল সময় কাটবে।
প্রতিযোগিতায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করুন। অর্থের প্রবাহ নিশ্চিত হবে। লোভের পরিবর্তে ভালবাসা এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে ভাবুন। সম্পর্কে ইতিবাচক পরিবর্থন আসবে। উপহার পেতে পারেন।
মানসিক শান্তি লাভের জন্য দান সংক্রান্ত কাজে যোগ দিন। কাউকে আর্থিক সহযোগিতা করার আগে ভাল করে ভেবে দেখুন। কোনও অনুষ্ঠানের পরিকল্পনা করতে পারেন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে।
এদিন কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। তার জন্য উত্তেজনা বাড়তে পারে। আর্থিক দিকে ইতিবাচক অগ্রগতি হবে। নিজের কথাবার্তা এবং বুদ্ধিমত্তার মাধ্য়মে লোকর মন জয় করবেন। আপনার সঙ্গী আপনার নতুন পরিকল্পনা এবং উদ্যোগের জন্য উৎসহ দেখাবেন।
নিজের বৃদ্ধি এবং বিকাশের জন্য আন্তরিক ভাবে চেষ্টা করুন। বিনিয়োগ করার আগে সবদিক ভেবে নিন। প্রিয়জনের জন্য সময় বের করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৃজনশীল কোনও কাজে যুক্ত করুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -