Daily Horoscope: কর্মক্ষেত্রে সাবধান! বাড়ির বিবাদে সমস্য়া? কেমন যাবে আজকের দিন?
মোটের উপর দিনটি ভাল যাবে। যাঁরা কর্মক্ষেত্রে কোনও নারীর অধীনে কাজ করেন, তাঁরা এই দিন কোনও ধরনের তর্ক-বিতর্ক এড়িয়ে চলুন। চোখকে কিছুটা বিশ্রাম দিন। ল্যাপটপ ও মোবাইলের ব্য়বহার তুলনায় কম করলেই ভাল হয়। চোখের সমস্যা হলে ডাক্তারের পরামর্শ নিন। ব্য়বসায়ীরা ধীর পদক্ষেপ করুন। সংস্থার কর্মীদের সঙ্গে আলোচনা করে কোনও কাজে হাত দিলে ভাল হবে। কর্মীদের সমস্যার কথাও মাথায় রাখতে হবে। তরুণদের উদ্যমী হতে হবে, তাহলেই সুযোগ আসবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকর্মক্ষেত্রে যে কোনও রকম রাজনীতি থেকে দূরে থাকুন। কর্মস্থলে রাজনীতি থেকে দূরে থাকলে তবেই চাকরির ক্ষেত্রে উন্নতি হতে পারে। স্বাস্থ্য়ের দিকে নজর রাখতে হবে। যাঁদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে, তাঁরা সাবধানে থাকবেন। কোনওরকম অতিরিক্ত চিন্তা করবেন না। সময়মতো ওষুধ খেতে হবে। ব্য়বসায়ীরা এদিন লাভের মুখ দেখতে পারেন। তবে ব্য়বসার জন্য কোনও ধরনের আপোস করা থেকে দূরে থাকুন। তেমনটা করলে ক্ষতির মুখে পড়তে হতে পারে। তরুণরা কোনও বিষয়ে হাল ছেড়ে দেবেন না।
কাজের জায়গায় প্রযুক্তি ব্য়বহার নিয়ে মাথা ঘামান। তাহলে কাজের চাপ কমবে, দ্রুত কাজও শেষ হবে। একসঙ্গে অনেক কাজও করতে পারবেন। এমনটা হলে কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে পড়তে পারেন। যাঁরা অন্তঃসত্ত্বা তাঁরা একটু সতর্ক থাকুন এই দিন। সময়মতো ওষুধ ও খাবার খেতে হবে। নিজের এবং সন্তানের কথা ভেবে স্বাস্থ্যের বিশেষ যত্ন নিতেই হবে আপনাকে। যাঁরা ব্য়বসা করছেন, তাঁরা নিজের পুরনো ব্য়বসাতেই মনোযোগ দিতে হবে তাহলেই উন্নতি হবে। ভাই-বোনের সঙ্গে ভাল যোগাযোগ বজায় রাখুন।
যাঁরা বিদেশি সংস্থায় কাজ করেন তাঁরা এদিন কোনও ভাল খবর পেতে পারেন। যার কারণে আপনি খুশি থাকবেন, আপনার জীবনে উন্নতিও হবে। যাঁরা সম্প্রতি অসুস্থ হয়েছিলেন অথবা অস্ত্রোপচার হয়েছে তাঁরা সাবধানে থাকুন। নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিন। ব্য়বসায়ীরা নিজেদের কাজে মনোযোগ দিন। এদিন নতুন ধরনের কোনও কাজ থেকে বিরত থাকুন। পরিস্থিতি অনুকূল না হলে নতুন কাজ সফল হবে না। তরুণ-তরুণীরা সাবধানে থাকবেন। হঠকারী সিদ্ধান্ত নেবেন না। টাকা ধার করবেন না। সন্তানকে নিয়ে মায়ের দুশ্চিন্তা একটু হলেও কমবে।
কর্মক্ষেত্রে পরিস্থিতি স্বাভাবিক হবে। নিষ্ঠার সঙ্গে কাজ করতে পারবেন আপনি। কোনও সমস্যা হবে না। স্বাস্থ্যের বিশেষ যত্ন নিতে হবে। পেটের যত্ন নিতে হবে। বাইরের যে কোনও জায়গার খাবার এড়াতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে নজর দিতে হবে। গ্রহের অবস্থান অনুকূল না থাকায় ব্যবসায় ক্ষতির সম্মুখীন হতে পারেন। যদিও মুষড়ে না পরে কাজ চালিয়ে যান, সাফল্য দেখতে পারবেন। জীবনের কাঙ্খিত কাজটি ভালভাবে করতে পারবেন। বাড়ির বিবাদ বাড়িতেই মেটান, বাইরে যেতে দেবেন না। তাহলেই বাড়িতে শান্তি আসবে। সন্তানের জন্য ভাল সময় যাবে।
কাজের জায়গায় বহু পরিশ্রম করতে হবে। তার জন্য় ক্লান্তি এলেও পরিশ্রমের ফল পাবেন আপনি। স্বাস্থ্যের দিক থেকে নিজেকে তৈরি রাখুন। নিজের শক্তিতে নিজেকে পরিপূর্ণ রাখুন। শারীরিক ও মানসিক ক্ষতি এড়ানোর চেষ্টা করতে হবে। যাঁরা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাঁরা তাঁদের লক্ষ্য থেকে বিচ্যুত হতে পারেন, তেমন হলে সমস্যায় পড়তে হবে। যাঁরা দূরে থেকে পড়াশোনা বা চাকরি করেন, তাঁরা পরিবারের সঙ্গে যোগাযোগ রাখুন।
এদিন নিজের কাজের জায়গায় স্বেচ্ছাচারী আচরণ করবেন না, তাহলে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার উপর রেগে যেতে পারেন। উপরমহলের কথা অনুযায়ী আপনি আপনার কাজ করুন। স্বাস্থ্য ভাল রাখতে গেলে মর্নিংওয়াক এবং যোগব্যায়াম করতে হবে। তাহলে রোগ থেকে দূরে থাকতে পারেন। যাঁরা মিষ্টির ব্য়বসা করেন তাঁরা ভাল অর্ডার পেতে পারেন। সঙ্গীর সঙ্গে কথা বন্ধ থাকলে, সেই কথা আবার শুরু হতে পারে। বাড়ির পরিবেশ খুব সুখী এবং শান্তিপূর্ণ হবে।
কর্মক্ষেত্রে ইতিবাচক শক্তি ব্য়বহার করতে হবে। যে কাজই করবেন, ইতিবাচক ভাবে করতে হবে। কোনও কাজে ভুল হতে দেবেন না। তাহলেই কর্মকর্তারা আপনার উপর খুশি হবেন। আপনার পিতার স্বাস্থ্যের উপর নজর রাখুন। নয়তো তা নিয়ে চিন্তা হতে পারে। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনও ওষুধ খাবেন না। নয়তো সমস্যা বেড়ে যাবে। তরুণরা নিজের জীবনের লক্ষ্য স্থির করুন। ভুল বন্ধুদের সঙ্গে যত তাড়াতাড়ি ছাড়া যায় তত ভাল। পড়াশোনার ব্যাপারে শিক্ষকদের নির্দেশ মেনে চলুন।
তথ্য় প্রযুক্তি ক্ষেত্রে কর্মরত ব্যক্তিরা নতুন প্রকল্প পেতে পারেন হাতে। আপনাকে তার জন্য সক্রিয় থাকতে হবে। নয়তো হাতের থেকে সুযোগ বেরিয়ে যেতে পারে। স্বাস্থ্যের দিকে নজর রাখুন। রাতে হালকা খাবার খেতে হবে। অ্যাসিডিটির সমস্যায় ভুগতে পারেন, প্রয়োজনে চিকিৎসকের কাছে যেতে পারেন। ব্যবসায়ীরা অংশীদারি ব্যবসা শুরু করতে পারেন। নতুন ব্যবসার প্রস্তাব পেয়ে থাকলে খুব বেশি চিন্তা করা উচিত না। তরুণরা কোনও কাজে বন্ধুর সাহায্য পেতে পারেন।
আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে টিমের বাকি সদস্যদের সমন্বয় সাধনের কাজ করতে পারেন। ভুল যোগাযোগের কারণে যাতে সমস্য়া না হয় সেটা দেখতে হবে। সতর্ক হয়ে হাঁটাচলা করুন। পড়ে যাওয়া বা আঘাত লাগার আশঙ্কা রয়েছে। শত্রুর থেকে সতর্ক থাকতে হবে, নয়তো আপনার সুযোগ ছিনিয়ে নিতে পারে। কোনও জিনিস গোপন রাখলেই ভাল। অনলাইনে কেনাকাটার সময় সতর্ক থাকতে হবে। ভাই-বোনের স্বাস্থ্য়ের দিকে নজর রাখুন। প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন।
দিনটি ভালো যাবে। যাঁরা চাকরি থেকে ছুটিতে আছেন তাঁদের বাড়িতে কিছু কাজ করতে বলা হতে পারে। সেক্ষেত্রে অনলাইনে কাজ সম্পূর্ণ করতে হবে। পেশির ব্যথায় সমস্যায় পড়তে পারেন। প্রয়োজনে চিকিৎসা নিন। যাঁরা ব্যবসা করছেন তাঁরা বেশি পরিমাণে পণ্য কিনবেন না। ব্যবসা বুঝে পণ্য কিনবেন, নয়তো ঋণ নিয়ে সমস্যায় পড়তে হতে পারে। তরুণরা ভেবেচিন্তে কাজ করুন, নয়তো পরিবার বিব্রত হতে পারে। ঘরোয়া সমস্যা সমাধানের জন্য জীবনসঙ্গীর সঙ্গে কথা বলতে পারেন।
কর্মক্ষেত্রে সমালোচকদের কথায় আপত্তি করবেন না। বরং ত্রুটিগুলি উন্নত করার চেষ্টা করুন। ভবিষ্যতে ভাল পারফরম্যান্সের জন্য প্রস্তুত হন। মানসিক শান্তির জন্য কাজ করতে পারেন। চোখে কোনও ধরনের সংক্রমণ এড়ান। যাঁদের অ্যালার্জির সমস্যা রয়েছে, তাঁরা সাবধান হোন। কর্মচারীর কৌশলেই ব্যবসা অনেক প্রসারিত হতে পারে। গাড়ি চালানোর সময় খুব সাবধানে থাকুন। সন্তানের জন্য মন খুশি থাকবে। জমি বা সম্পত্তির ব্যাপারে ভাল সিদ্ধান্ত নিতে পারেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -