Holi 2023 Vastu Tips: হোলির আগেই হাতে আসবে টাকা! মিলবে সুখবর? কী পরামর্শ বাস্তুশাস্ত্রে?
আর কয়েকদিন পরেই হোলি উৎসব। ভারতীয় সংস্কৃতিতে একে অত্যন্ত পবিত্র উৎসব হিসেবে দেখা হয়। সারা দেশজুড়েই পালিত হয় হোলি বা রঙের উৎসব। এক এক জায়গায় তার নাম এক একরকম। অঞ্চলভেদে পাল্টে যায় প্রথা বা নিয়ম। কোনও কোনও প্রদেশে আবার সপ্তাহভর চলে হোলি। বাংলায় এটাই পরিচিত দোলযাত্রা হিসেবে। শুভশক্তির জয়ের চিহ্ন হিসেবেই খেলা হয় হোলি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই বছর ৮ মার্চ হোলি উদযাপিত হবে। শাস্ত্রমতে হোলাষ্টক শুরু হয়ে যায় হোলি উৎসবের আট দিন আগে থেকেই। এই বছর ২৭ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত ওই সময় চলবে।
শাস্ত্রমতে এই সময় কোনও শুভকাজ করতে নেই। ফলে হোলির পুণ্যতিথিতে অনেকে শুভকাজের জন্য আগে থেকেই পরিকল্পনা করে রাখেন। বাস্তুশাস্ত্র অনুযায়ী হোলির শুভ সময়ে ভাল ফল পেতে আগেভাগেই কিছু কাজ করে রাখা যায়।
খুব পরিশ্রম করেও কাজে সাফল্য না পেলে বাস্তুমতে তার একটি প্রতিকার রয়েছে। ঘরের মূল দরজায় তোরণ লাগানো যায়। হোলাষ্টক শুরু থেকে হোলিকা দহনের মাঝে এই কাজটা করতে হবে। হাতেনাতে মিলতে পারে ফল।
যদি রোজগার নিয়ে সমস্যা থাকে। তাহলে আয়ের উৎস বৃদ্ধির জন্য ঘরে অ্যাকোয়ারিয়াম আনুন। ঘরের উত্তর বা উত্তর-পূর্ব দিকে অ্যাকোয়ারিয়াম রাখতে পারেন। বলা হয়ে থেকে ওই দিকটি কুবেরের দিক। ওই দিকে অ্যাকোরিয়াম রাখলে ধনসম্পত্তি ঘরে আসে।
বাস্তুশাস্ত্রে ব্যাম্বু প্ল্যান্ট শুভ বলে মানা হয়। হোলির আগে ঘরে রাখা গেলে তা শুভ বার্তা হয়ে আনবে।
হোলির আগেই বাড়িঘর পরিষ্কার করতে হবে। কোনওরকম ধুলো ময়লা রাখা যাবে না। তাহলে ঘর থেকে দূরে থাকবে নেগেটিভ এনার্জি।
হোলির সময় ঘর রং দিয়ে সাজাবেন। উজ্জ্বল রং দিয়ে ঘরের নানা দিক সাজালে শুভ প্রভাব পড়বে। লাল, হলুদ এবং কমলা রং বেছে নিন, এগুলি শুভ।
হোলির সময় আলোয় সাজান বাড়ি। শান্তি আসবে, আর্থিক উন্নতি হবে। ভাল থাকবে শরীরও। প্রদীপ ঘরে থাকা যাবতীয় নেগেটিভ এনার্জি সরিয়ে দেয়।
ডিসক্লেইমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন। সব ছবি: PTI
- - - - - - - - - Advertisement - - - - - - - - -