Horoscope Today: কাজের জায়গায় সুখবর? হাতে আসবে টাকা? কেমন যাবে রবিবার?
সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কর্মস্থলে সিনিয়রদের সঙ্গে মানিয়ে চলুন। সামাজিক কোনো কাজে অংশগ্রহণ করতে পারেন। সেক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা আছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকোনও আশা পূরণ হতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। উচ্চ শিক্ষার্থীদের জন্য সময় মোটামুটি অনুকূল থাকবে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। ভাগ্যোন্নয়ের প্রচেষ্টা জোরদার করুন।
শরীর অসুস্থ হতে পারে। অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন।ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। বিক্রয়-বাণিজ্যে লোকসান হতে পারে।
পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। জ্ঞাতি শত্রু সম্পর্কে সতর্ক থাকুন।ব্যবসায়িক দিক মোটামুটি ভালো থাকতে পারে। বিনিয়োগের ক্ষেত্রে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন। অপরের প্রতি সদাচরণ করুন।
কর্মস্থলে কোনও সমস্যার উদ্ভব হতে পারে। চাকরিজীবীরা কর্তৃপক্ষের সঙ্গে মতানৈক্য এড়িয়ে চলুন। শরীর খুব একটা ভালো যাবে না। সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।
ধর্মীয় কাজে আনন্দ পাবেন। নিজের মনোভাব স্পষ্ট করে প্রকাশ করুন। শিল্প সংস্কৃতির প্রতি আগ্রহবোধ করতে পারেন। পড়াশোনায় মন বসানো সহজ হতে পারে। সন্তানের সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে।
কোনও ব্যাপারেই উত্তেজিত হওয়া ঠিক হবে না। পথ চলাচলে সতর্ক থাকুন। অসুস্থ মায়ের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করুন। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। আধ্যাত্মিক চিন্তা চেতনায় সমৃদ্ধি আসতে পারে।
প্রাপ্ত তথ্য ভালোভাবেই যাচাই করে নিন। গলা সংক্রান্ত কোনও ঝামেলা হতে পারে। প্রয়োজনে যথাযথ চিকিৎসা নিন। দিনটি মিশ্র সম্ভাবনাময়। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে।
পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। কাউকে কোনও কথা দেওয়ার আগে ভালোভাবে ভেবে চিন্তে নিন। চোখ সংক্রান্ত কোনও সমস্যায় ভোগার আশঙ্কা আছে। বাড়িতে অতিথি আসতে পারে। অতিথি আপ্যায়নের জন্য ব্যয় বৃদ্ধি পেতে পারে।
দাম্পত্য সম্পর্ক মোটামুটি ভালো থাকতে পারে। শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। কোনো বিশেষ রং ভালো লাগতে পারে। বিনয়ী আচরণ দিয়ে অন্যকে মুগ্ধ করতে পারবেন।
অনভিপ্রেত কোনো সংবাদ পেতে পারেন। সময় খুব একটা অনুকূল না-ও থাকতে পারে। শোকগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। ব্যয় বৃদ্ধি পেতে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন।
কোনও আশা পূরণ হতে পারে। পেশাগত যোগাযোগ চালিয়ে যান। আর্থিক দিক মোটামুটি ভালো থাকতে পারে। ভবিষ্যতের জন্য কোনও পরিকল্পনা গ্রহণ করতে পারেন। সাংগঠনিক কাজে সুফল পাবেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -