Daily Astro:মঙ্গলে কার মঙ্গল? আজ কেমন কাটবে আপনার দিন? জেন নিন আজকের রাশিফল
যদি চান আপনার কাজে কেউ নাক না গলাক, তা হলে অত্যন্ত সতর্ক হয়ে কাজ করা দরকার। মেষ রাশির অল্পবয়সি জাতকদের মধ্যে যাঁরা লেখালেখিতে ইচ্ছুক, তাঁদের নিজের প্রতিভা তুলে ধরার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। নিজের আচরণ নিয়ন্ত্রণে নজর দিন। নম্রভাব আনা দরকার। না হলে সম্পর্কে চিড় ধরতে পারে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকর্মক্ষেত্রে কিছু অশান্তি সামলাতে ব্যস্ত হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। 'চ্যালেঞ্জিং' কাজের সম্ভাবনা। তবে মনে রাখবেন, এসবের মধ্যে দিয়ে আপনাকে পরীক্ষা করা হচ্ছে। ব্যবসায়ীদের জন্য খানিকটা কঠিন দিন।
কাজের জায়গায় কিছু আটকে থাকলে এদিন তা গতি পেতে পারে। আর্থিক সঞ্চয়ের দিকে বেশি করে নজর দেওয়ার সম্ভাবনা থাকছে। ভবিষ্যতে আর্থিক সমস্যা এড়াতে এই নিয়ে ব্যস্ত থাকতে পারেন।
নতুন কোনও ভাবনা আপনাকে এদিন ব্যস্ত রাখতে পারে। ব্যবসায়ীদের আরও বেশি পরিশ্রম করা দরকার। অল্পবয়সিরা ভুয়ো ফোন ইত্যাদি থেকে সতর্ক থাকুন। না হলে ফাঁদে পড়ে বড়সড় ক্ষতি হতে পারে।
কাজের জায়গায় মনের মতো অগ্রগতি না হলেও ধৈর্য ধরে থাকা দরকার। সময়মতো সব ঠিকঠাক এগোবে। যাঁরা ব্যবসার সঙ্গে জড়িত, তাঁদের জন্য একটাই পরামর্শ। যথাসম্ভব আইনি জটিলতা থেকে দূরে থাকুন।
নিজের যুক্তিবোধে শান দিন। এতে অফিসের ঊর্ধ্বতনও সন্তুষ্ট হবেন। কারণ এই যুক্তি দিয়ে বিচার করার ক্ষমতা থেকে আপনার অফিসও ফয়দা পাবে। প্রক্রিয়াগত কোনও সমস্যার জন্য ব্যবসায়ীদের ক্ষতি হতে পারে।
বাড়িতে দীর্ঘদিন ধরে কোনও সমস্যা চলছে? এদিন তা কিছুটা হলেও কমতে পারে। তবে ব্যবসায়ীরা সতর্ক থাকুন। অতিরিক্ত আত্মবিশ্বাস ক্ষতির কারণ হতে পারে। ব্যবসায় কখনও-সখনও অল্প মুনাফা বড় ফয়দার থেকে বেশি জরুরি।
অফিসে যে কোনও জায়গায় আপনাকে নিয়ে ভিত্তিহীন আলোচনা চলতে পারে। বসের কানে 'গসিপ'-ও তুলতে পারেন কোনও সহকর্মী। সতর্ক থাকা দরকার। প্রসাধন সামগ্রীর ব্যবসায়ী জড়িতদের বিক্রিবাটা বাড়তে পারে
অফিসের নথিপত্র হাতে কাছে রাখুন। আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে কোনও মুহূর্তে তা চাইতে পারেন। ব্যবসায়ীদের পরামর্শ, লেনদেনে কোনও ধরনের প্রতারণা বা জালিয়াতি থেকে দূরে থাকাই শ্রেয়। অল্পবয়সি জাতকদের মধ্যে যাঁরা নাটক বা সংলাপ লিখছেন, তাঁদের জন্য় এদিন ভাল সময়।
যে কোনও ধরনের বাধা পেরিয়ে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে মকর রাশির অল্পবয়সি জাতকদের। ঝাল ও মশলাদার খাবার এড়িয়ে যেতে পারলে ভাল। না হলে অ্যাসিডিটি, গ্যাস, অম্বলের মতো সমস্যার আশঙ্কা থাকছে।
কিছুটা ঝঞ্ঝাটে কাটবে দিনটি। কর্মক্ষেত্রে সহকর্মীদের সম্পূর্ণ সহযোগিতা নাও পেতে পারেন। এই নিয়ে চিন্তিত থাকতে হতে পারে। বাধা আসতে পারে কাজে। সতর্ক থাকা দরকার।
আপনি যদি বাড়ির কাজ পছন্দ করেন, তা হলে এদিন এই কাজে পরিবারের লোকজনকেও পাশে পাবেন। তবে চোখের কিছু সমস্যার আশঙ্কা থাকছে। তাই যথাসম্ভব ল্যাপটপ, মোবাইল থেকে দূরে থাকতে পারলে ভাল। কিছুক্ষণ পর পরই চোখে ঠান্ডা জলের ঝাপ্টা দিন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -