Money Plant: ভাগ্য ফেরাতে চান? এই নিয়ম মেনে বাড়িতে রাখুন মানিপ্ল্যান্ট
মানিপ্ল্যান্ট বাড়ির উত্তর পূর্ব কোণে রাখা যাবে না। এতে আর্থিক সমস্যা হতে পারে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমানিপ্ল্যান্ট বাড়ির দক্ষিণ-পূর্ব কোণেও রাখতে নেই। মনে করা হয় এতে বাড়ির মানুষের মধ্যে সম্পর্ক খারাপ হয়।
সব সময় চেষ্টা করবেন দক্ষিণ-পূর্ব দিকে অর্থাৎ অগ্নিকোণে গাছ রাখতে। এতে নিজের মধ্যে পজিটিভিটি বাড়ে।
এই গাছ শুকিয়ে যাওয়া কিন্তু অশুভ ইঙ্গিত। মানি প্ল্যান্ট জলের মধ্যে রাখার চেষ্টা করুন।
মানি প্ল্যান্টের জন্য কিন্তু জল আর সূর্যের আলো দুটোই প্রয়োজন। ঘরোয়া তাপমাত্রাতেই কিন্তু মৈনি প্ল্যান্ট ভালো থাকে।
অনেকেই মনে করেনল এই গাছ বাড়িতে রাখলে নাকি টাকা আসে। তবে গাছ রাখলেই কিন্তু হবে না। নিয়মিত তার যত্নও নিতে হবে।
image 7
মানিপ্ল্যান্টের পাতা যদি হলুদ হয়ে যায় বা শুকিয়ে যায় তা হলে দ্রুত সেই পাতা গাছ থেকে তুলে ফেলতে হবে।
মানিপ্ল্যান্ট এমন জায়গায় রাখতে হবে যেন তা সব সময় মাথার ওপরে থাকে।
এই গাছ নীল রঙের টব বা ফুলদানিতে রাখতে পারলে ভাল
- - - - - - - - - Advertisement - - - - - - - - -