Vastu Tips: ঘরে রাখুন এই জিনিসগুলো, অর্থাভাব কাটিয়ে বিপুল সম্পদের অধিকারী হতে পারেন আপনি
বাড়ির পশ্চিম, উত্তর এবং উত্তর-পূর্ব দিকে গণেশ মূর্তি রাখুন। উত্তর দিকে গণেশের মূর্তির মুখ করে রাখতে পারেন। এতে সংসারে সুখ-শান্তি বজায় থাকবে। দাম্পত্য কলহ দূর হবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবাস্তুশাস্ত্র মেনে বাড়ির দক্ষিণ-পূর্ব কোণে মানি প্ল্যান্ট রাখুন। এটি সমৃদ্ধি আকর্ষণ করে এবং নেতিবাচক শক্তিকে দূরে রাখতে সাহায্য করে বলেই মত অনেকের।
ব্যবহার করুন গোমতী চক্র। অর্থ সমৃদ্ধি তরান্বিত করে এটি। গোমতী চক্রের ওপর হলুদ গুঁড়ো ছড়ান। তারপর সেটি হলুদ কাপড়ে মুড়ে শিবলিঙ্গের সামনে রেখে দিন। উপকার পাবেন।
ঘরে নারকেল ঝাঁটা রাখুন। তবে বাস্তুশাস্ত্রবিদরা বলছেন, সূর্যাস্তের পর কোনও মতেই ঝাড়ু ব্যবহার করা উচিত নয়।
বাড়ির উত্তর দিকে ধাতুর কচ্ছপ রাখা শুভ বলেই জানান বিশেষজ্ঞরা। এই কচ্ছপের মুখ বাড়ির ভিতরে রাখবেন।
কুবের দেবের ছবি বা রুপোর মূর্তি রাখুন ঘরে। প্রথমে পুরোহিত দিয়ে প্রতিষ্ঠা করিয়ে তা সিন্দুকে রেখে দিন। এতে আর্থিক সমৃদ্ধি হয়।
বাস্তু অনুযায়ী বাড়ির উত্তর দিকে পদ্মে অধিষ্ঠিত লক্ষ্মীর মূর্তি রাখুন উচিত। লক্ষ্মীর হাত থেকে সোনার মুদ্রা পড়ছে এমন ছবিও রাখতে পারেন। এই ছবি থাকলে সুখ-সমৃদ্ধি আসে এবং অর্থাভাব দূর হয়।
ঘরে মাটির কলসি রাখা ভাল। বাস্তু শাস্ত্র অনুযায়ী আর্থিক অনটন থেকে মুক্তি পেতে মাটির কলসিতে জল ভরে বাড়ির উত্তর দিকে রাখার নিদান রয়েছে।
এ ছাড়াও ক্রিস্টাল বল, হাতির মূর্তি ঘরে রাখতে পারেন একে শুভ মনে করা হয়। হাঁসের জোড়াও রাখতে পারেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -