Daily Horoscope:গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন সিংহ রাশির জাতিকারা, বাকিদের কেমন কাটবে আজকের দিন?
কর্মক্ষেত্রে ভাল কাটতে পারে দিনটি। সকলের প্রশংসা পাবেন। ব্যবসায়ীরা তাঁদের কাজকর্মের পরিধি বাড়ানোর জন্য নতুন কৌশল খুঁজে পেতে পারেন। কমবয়সিরা সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে পারলে মঙ্গল। বাড়িতে এমন কিছু কাজ এসে পড়তে পারে যার জন্য কমবয়সিরাও আটকে যেতে পারেন। ফলে অন্য কিছু করার সময় নাও থাকতে পারে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগ্রহের যা অবস্থান, তাতে মোটের উপর বাড়িতে আনন্দের পরিবেশ থাকার কথা। তবে কোনও ধরনের মাদকে আসক্তি থাকলে, সেটির সেবন যদি পুরোপুরি বন্ধ না করেন লিভার বা কিডনিতে বড়সড় ক্ষতির আশঙ্কা থাকছে।
সার্বিক ভাবে কাজের জায়গায় দিনটি ভালই কাটার কথা। সহকর্মীরা মিথুন রাশির জাতক-জাতিকাদের থেকে কাজ সংক্রান্ত কোনও পরামর্শও চাইতে পারেন। তবে আগে তাঁরা কী চাইছেন, তাঁদের সমস্যা ঠিক কী, সেটি ভালও করে শোনা এবং বোঝা দরকার। তার পরই কোনও পরামর্শ দেওয়া শ্রেয়। ব্যবসায়ীরা প্রতিপক্ষদের থেকে একটু সাবধান থাকুন।
কমবয়সিরা যদি এখনও পর্যন্ত লেখাপড়ায় যথেষ্ট গুরুত্ব না দিয়ে থাকেন, তা হলে আজ থেকে চেষ্টা শুরু করুন পরীক্ষার আগে সিলেবাস যাতে রিভিশন করা সম্ভব হয়। বাড়িতে কোনও গুরুত্বপূর্ণ বিষয়ে যুক্ত হতে পারেন। কাজের পাশাপাশি যথাসম্ভব বিশ্রাম নেওয়া জরুরি। না হলে স্বাস্থ্যে সমস্যার আশঙ্কা থাকছে। কাজের জায়গায় কিছু রদবদলের চেষ্টা করলে সাফল্য আসতে পারে।
সিংহ রাশির জাতক, বিশেষত মহিলারা স্বাস্থ্যের দিকে সজাগ দৃষ্টি রাখতে পারলে ভাল। ছোটখাটো ঝামেলায় জড়াবেন না। তাতে আপনারই স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। গাড়ি চালানোর সময় বাড়তি সতর্কতা জরুরি।
পেশাদাররা বসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলতে পারলে ভাল। সেক্ষেত্রে কাজের জায়গায় উন্নতির কতটা সুযোগ রয়েছে, সেটি বুঝতে পারবেন। এগোনোর সম্ভাবনাও বাড়বে। ব্যবসায়ী যাঁরা এতদিন পর্যন্ত নেতিবাচক কিছু অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, গ্রহের অবস্থান বদলানোয় এবার ইতিবাচক কিছুর আভাস পেতে পারেন।
ব্যবসায়ীরা সরকারি কাজকর্মের ব্যাপারে বাড়তি নজর দিন। বিশেষত, কোনও কর দেওয়া বাকি থাকলে ফেলে রাখবেন না। দ্রুত দিয়ে ফেলুন। অল্পবয়সিদের সামনে এমন কিছু ঘটতে পারে যাতে তাঁরা সারাজীবনের মতো প্রভাবিত হতে পারেন। পাকস্থলীতে কোনও সংক্রমণ থাকলে সে দিকে বাড়তি নজর দেওয়া দরকার। না হলে ভোগাতে পারে।
সার্বিক ভাবে দিনটি ভাল কাটবে। অফিসে যদি সিনিয়র কোনও পদে থাকেন, তা হলে সেই পদের দায়িত্ব পুরোপুরি পালন করতে পারবেন। তবে এর পাশাপাশি সহকর্মীদেরও নিজেদের দায়িত্ব সম্পর্কে ওয়াকিবহাল করা দরকার। ব্যবসায়ীরা কোনও সমস্যার মধ্যে থাকলে চিন্তা করবেন না। সমস্যাগুলি ধীরে ধীরে চলে যাবে।
দিনটি মোটের উপর হইহুল্লোড়ে কাটার কথা। তাই চাপ নিয়ে কোনও ধরনের কাজ করতে যাবেন না। বরং যে কোনও সম্পর্ক গড়ে তুলতে ভালোবাসা এবং স্নেহ উপুর করে দিন। রাগ নয়, স্নেহভরে সামনের মানুষটির সঙ্গে কথা বলুন। যাঁরা হাসপাতালে আগেই ভর্তি হয়েছেন, তাঁরা ছাড়া পেতে পারেন।
নিখুঁত ভাবে কাজের চেষ্টা করুন। বিশেষত যাঁরা বিপণন সংক্রান্ত পেশায় রয়েছেন, তাঁদের এদিনে মাথা ঠান্ডা রেখে কাজ করা জরুরি। রাগ নয়, মিষ্টি করে কথা বললে কাজ হাসিল হতে পারে। অল্পবয়সিরা কোনও সমস্যায় পড়তে পারেন।
পরিবারের সঙ্গে কোনও ধর্মীয় আচার-অনুষ্ঠানে যোগ দিতে হতে পারে। স্বাস্থ্য়ের কথা মাথায় রেখেই পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে আরও বেশি করে নজর দিন। সঙ্গীর স্বাস্থ্য নিয়ে চিন্তায় থাকতে পারেন। স্নায়ু সংক্রান্ত কোনও সমস্যায় ভুগতে পারেন কুম্ভ রাশির জাতক-জাতিকাদের সঙ্গীরা।
কর্মক্ষেত্রে যুক্তিবোধ বাড়ানো দরকার। তা হলে বৌদ্ধিক বিকাশ সম্ভব। ব্যবসায়ীরা নতুন কোনও উদ্যোগ শুরু করতে পারেন। তবে তার আগে ভাল করে পরিকল্পনা করে এগোনো দরকার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -