Wedding Vastu: বিয়ে হচ্ছে না কিছুতেই ? বাস্তু দোষ কাটাতে কী করবেন ?

Wedding Vastu Tips: বিয়ে হচ্ছে কিছুতেই ? বাস্তু দোষ কাটাতে কী করবেন ? জেনে নিন, বাস্তু রীতি।

বিয়ে হচ্ছে না কিছুতেই ? বাস্তু দোষ কাটাতে কী করবেন ?

1/10
বিয়ে করতে চাইছেন, কিন্তু কিছুতেই হচ্ছে না ? বাস্তুরীতি মেনে ম্যান্ডারিন হাঁসের মূর্তি রাখুন। এতে বাস্তু দোষ কাটতে পারে।
2/10
বায়ব্য কোণে, উত্তর পশ্চিম দিকে শয়ন কক্ষ রাখুন, এতে বিবাহ যোগের বাধা কেটে যেতে সক্ষম হবে।
3/10
অবিবাহিতদের ক্ষেত্রে বেডরুমের রং কখনও গাঢ় নীল, কালো, বাদামী ব্যবহার করবেন না। গোলাপী বা হালকা গোলাপি রঙ ব্যবহার করুন।
4/10
বিছানার অংশ যেনও কোনওভাবে ড্রেসিংটেবিলের আয়নায় দেখতে পাওয়া না যায়, এবং খাটের পিছনে শক্ত দেওয়াল থাকলেও ঠেস দিয়ে রাখবেন না।
5/10
শোওয়ার ঘরে কখনই কোনও জীব জন্তুর স্থাপত্য, ছবি রাখবেন না। তাতে বিপদ এড়ানো যাবে। নতুন জীবজন্তুর হিংস্রতা প্রভাব ফেলতে পারে।
6/10
দেওয়াল ঘড়ি ভুল করেও দক্ষিণের দেওয়ালে লাগাবেন না। উত্তরের দেওয়ালে লাগাতে পারেন। শোওয়ার ঘরে ড্রেসিং টেবিল রাখবেন না।
7/10
টিভি, সাউন্ড সিস্টেম বেড রুম থেকে সরিয়ে রাখুন। শোওয়ার ঘরের দিকে যদি সূর্য ওঠে, ভোরে আলো ছড়িয়ে পড়ে, তাহলে ভাল হবে। শোবার খাটের নিচে চটি রাখবেন না।
8/10
শোবার ঘরে যুদ্ধের ছবিও রাখবেন না। দক্ষিণ বা পূর্ব দিকে মাথা দিয়ে ঘুমোন। মাথার দিকে খাটের অংশের পিছনে যেনও সলিড দেওয়াল থাকে।
9/10
পাশাপাশি আরও কতগুলি জিনিস খেয়ালে রাখতে হবে, কখনই ভুল করে বেডরুমে অ্যাকোরিয়াম রাখবেন না। ছোট পটে করে একটা মাছও নয়।
10/10
বেডরুম বেছে নেওয়ার ক্ষেত্রে আরও কতগুলি বিষয় খেয়ালে রাখবেন। বেডরুমটা যেনও চতুর্ভুজ বা আয়তক্ষেত্র আকারের হয়। নতুবা এড়িয়ে যান।
Sponsored Links by Taboola