House Vastu: বাস্তু মেনে বাড়ির বারান্দা ও প্রবেশদ্বার সাজান, রইল একগুচ্ছ টিপস
বাড়ির বাস্তুর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। কারণ বারান্দা বা প্রবেশদ্বার পরিবারের ভাল থাকা খারাপ থাকার উপর অনেকাংশই নির্ভর করে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবাড়ির প্রবেশদ্বার বা বারান্দা পূর্ব দিকে থাকলে ভাল হয়। কারণ এই দিকে দিনের শুরু হয়। তাই সূর্যের আলো প্রবেশ করলে পরিবারের কল্যাণ হয়।
প্রবেশ দ্বারে যদি একটি সুস্বাগতমের কোনও মূর্তি রাখেন, তাহলে, আপনার বাড়িতে প্রবেশকারী ব্যাক্তি পজিটিভ আবেশ নিয়ে আপনার ঘরে ঢুকবেন।
বারান্দায় বা প্রবেশদ্বারের পাশে জুতো ছড়িয়ে ছিটিয়ে রাখবেন না। জুতোর বাক্সে সাজিয়ে রাখুন, না হলে এতে অকল্যাণ হতে পারে।
বাড়ির প্রবেশ দ্বারের রঙ বা বারান্দায় রঙ হালকা রাখুন। সাদা, ক্রিম কালার রাখতে পারেন। ভোরের আলোর যেকোনও শেডই পরিবারের জন্য শুভ হবে।
প্রবেশদ্বারে কোনও হিংস্র জন্তুর মূর্তি বা যুদ্ধের ছবি রাখবেন না। তাহলে পরিবারে মাঝে হিংসা বয়ে আসবে।
বাড়ির বারান্দা ঢেকে রাখবেন না। খোলামেলা রাখুন। ইনডোর প্ল্যান্টস রাখতে পারেন। এতেও পরিবারের শুভ হবে।
বারান্দায় বেশি কিছু আসবাব রাখবেন না। হাওয়া ঢোকার জায়গা রাখুন। একটি ফেং শ্যুই ঝোলাতে পারেন। এতে পরিবারের মঙ্গল হবে। শুভ শক্তির প্রবেশ ঘটবে।
বারান্দা বা প্রবেশদ্বারে সাদা বা হলুদ বা যেকোনও হালকা আলো ব্যবহার করতে পারেন। যেকোনও গাঢ় রঙের আলো থেকে দূরে থাকাই ভালো হবে।
শীতের আমেজে বারান্দায় শীতল পাটিও ঝুলিয়ে সাজাতে পারেন। এতেও পরিবেশ বান্ধব হওয়া যাবে, রোদের তাপ ঢুকবে, লীনতাপ বেরিয়ে যাবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -