Vastu Rules: বাস্তু মেনে কীভাবে সাজাবেন লিভিং রুম ? রইল ফান্ডা
Living Room Vastu: অনেক আয় করছেন, তবু সংসারে শান্তি বজায় নেই ? রইল বাস্তুর কিছু নিয়ম। লিভিং রুমকে বাস্তু মেনে সাজান, পরিস্থিতি ভালোর দিকে এগোবেই।
বাস্তু মেনে কীভাবে সাজাবেন লিভিং রুম ?
1/10
লিভিংরুমে সবসময় হালকা রং করাবেন। হলুদ, সাদা, ক্রিম, হালকা পিঙ্ক, হালকা নীল। দিনের শুরুতেই এই উজ্জ্বল রংয়ের প্রভাব পড়বে আপনার জীবনেও।
2/10
লিভিংরুমে আপনি অ্য়াকোরিয়াম রাখতেই পারেন। তবে সব সময় খেয়ালে রাখবেন, মাছগুলির রং, গতি প্রকৃতিও অনেক কিছু নির্ভর করে।
3/10
বাহারি ফুল, অক্সিজেন দেবে এমন পাতাবাহারি রাখতেই পারেন লিভিংরুমে, তবে ক্যাকটাস এড়িয়ে যান।
4/10
লিভিংরুমে যেনও ভোরের আলো ঢোকে, সূর্যের আলো ঘরে পৌঁছলে, পরিবারের মঙ্গল হবে, পজিটিভ এনার্জি আসবে।
5/10
কখনই জুতোর বাক্স, কিংবা চপ্পল ফেলে রাখবেন না, লিভিং রুমে। এতে ক্ষতি হতে পারে, সাজিয়ে রাখুন।
6/10
বন্ধ ঘড়ি থাকলে দ্রুত, সারিয়ে আনুন, কিংবা দেওয়াল থেকে সরিয়ে দিন। ঘড়ি টাঙান উত্তরের দেওয়ালে।
7/10
লিভিংরুমে কোনও যুদ্ধ বা হিংস্র জন্তুর ছবি রাখবেন না। এতে প্রভাব পড়তে পারে জীবনে। তাই এগুলি ছাড়া যেকোনও আফনার পছন্দের ছবি রাখতে পারেন।
8/10
লিভিংরুমের ফায়ারপ্লেস রাখলে পূর্ব দিক করে রাখবেন। আগে অন্য কোনও দিকে বানিয়ে থাকলে, সম্ভব হলে পূর্বদিকে হালকা লালের আলো রেখে দিন।
9/10
টিভি দেখতে দেখতে লিভিং রুমে ঘুমোবেন না। বেডরুমে গিয়ে ঘুমোনোই ভালো। তাতে ঘুম ভালো হবে।
10/10
লিভিংরুমে বাথরুম সংযুক্ত করতে চাইলে, উত্তর-পশ্চিমে রাখুন। লিভিংরুমের এই কিছু খুঁটিনাটি বিষয় বদলালেই সংসারে শান্তি আসবে।
Published at : 19 Nov 2022 10:00 AM (IST)