Mangal Gochar: মঙ্গলের জায়গা বদলে সোনার সময় এই রাশিতে, লটারিতে ফাটকা প্রাপ্তিযোগ!

আজ একাধিক রাশির জাতকরা আর্থিক সাফল্য লাভ করতে পারবেন। ধন, সম্মান বৃদ্ধি পাবে। পাশাপাশি আটকে থাকা কাজেও সাফল্য লাভ করতে পারবেন। উন্নতির যোগ রয়েছে। বড়সড় পরিমাণে অর্থ লাভ করতে পারেন বেশ কিছু রাশির জাতকরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
মেষ রাশির জাতকদের আজকের দিনটি শুভ। উন্নতির যোগ রয়েছে। ধনলাভের সম্ভাবনা থাকছে। আটকে থাকা কাজও সম্পন্ন হতে পারে। আজকের দিনটি লাভে পরিপূর্ণ। আত্মবিশ্বাসী হয়ে এগিয়ে যান, লাভ হবে।

বৃষ জাতকদের আজকের দিনটি আনন্দে কাটবে। উন্নতির যোগ রয়েছে। রাজনৈতিক প্রচেষ্টা সফল হবে। কেরিয়ারে পরিশ্রমের ফল পাবেন। সরকার ও শাসক দলের সঙ্গে জড়িত ব্যক্তিরা লাভান্বিত হবেন। পদ-প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। সারাদিন লাভ ও উন্নতির যোগ রয়েছে। সম্মান বৃদ্ধি সম্ভব।
কর্কট রাশির জাতকরা আজ সম্পত্তি লাভ করতে পারেন। কেরিয়ারে আকস্মিক লাভ সম্ভব। মান-প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। সন্ধ্যা নাগাদ লাভ হবে। উন্নতির যোগ রয়েছে। অভিজ্ঞ ও প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ হবে, সুসংবাদ পাবেন।
কন্যা রাশির জাতকদের জন্য লাভের দিন এটি। উন্নতি লাভের ফলে মন প্রসন্ন হবে। চাকরি ও ব্যবসায় সাফল্য লাভ সম্ভব। দুপুরের পর আইনি মামলায় জয়ী হবেন। ভালো কাজে ব্যয় করবেন। কাজ সংক্রান্ত কোনও তথ্য পেতে পারেন। উন্নতিতে পরিপূর্ণ দিন। পরিকল্পনা সফল হবে এই রাশির জাতকদের।
বৃশ্চিক রাশির জাতকদের ধন বৃদ্ধি হবে। ব্যবসায়ীরা ভাগ্যের সঙ্গ লাভ করবেন। প্রকল্প সফল হবে। প্রচুর অর্থ ব্যয় হতে পারে। ধন বৃদ্ধি সম্ভব, ব্যবসায় ভালো মুনাফা হবে। উন্নতির যোগ রয়েছে এই রাশির জাতকদের। ধনলাভ হবে।
অফিসে নিজের যোগ্যতা প্রমাণের সুযোগ পাবেন এই রাশির জাতকরা। কোনও কাজে বাইরে যেতে পারেন। আবার কাজের চাপ থাকবে আজ। এ ছাড়াও এই রাশির যে জাতকরা ইন্টারভিউ দিতে যাচ্ছেন, তাঁদের জন্য দিন অনুকূল। নতুন উৎস থেকে অর্থলাভ সম্ভব। অতীত লগ্নির দ্বারাও লাভান্বিত হবেন। বিদেশ যাত্রার যোগ রয়েছে।
মীন রাশির জাতকরা নতুন প্রকল্পের কাজ শুরু করতে পারেন। ব্যবসায় সাফল্য লাভ করবেন। তবে কাজের চাপও বাড়বে। পরিকল্পনাবদ্ধ ভাবে কাজ করুন। পরিশ্রমের ফল পাবেন। সরকারি চাকরিজীবী জাতকরা লাভান্বিত হবেন। চাকরিজীবী জাতকদের কাজ প্রশংসিত হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -