Mosquito Bites: কিছু মানুষকে একটু বেশিই কামড়ায় মশা, দায়ী কি Blood Group?

Blood Groups: কাউকে বেশি কামড়ায় মশা, কাউকে কম। কেন এমন হয়? ছবি: ফ্রিপিক।

ছবি: ফ্রিপিক।

1/10
ভিড়ের মধ্যেও বেছে বেছে কিছু মানুষকে মশা বেশি কামড়ায়। আমাদের চারপাশে অনেকেই এমন দাবি করেন।
2/10
নির্দিষ্ট Blood Group-এর মানুষদের প্রতিই মশা বেশি আকৃষ্ট হয় বলেও দাবি রয়েছে। বিজ্ঞানও এই যুক্তি উড়িয়ে দিচ্ছে না। তবে এর সপক্ষে পোক্ত প্রমাণ মেলেনি এখনও পর্যন্ত।
3/10
২০০৪ সালে Journal of Medical Entomology-তে প্রকাশিত গবেষণাপত্রে বলা হয়, যাঁদের Blood Group O, তাঁদের প্রতিই বেশি আকর্ষিত হয় মশা।
4/10
ওই গবেষণাপত্রে জানানো হয়, পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে যাঁদের Blood Group O, তাঁদের উপরও মশা ছেড়ে দেওয়া হয়েছিল। পাশাপাশি B, A গ্রুপের মানুষজেনর উপরও মশা ছাড়া হয়। কিন্তু O যাঁরা, তাঁদেরই বেশি কামড়ায় মশা।
5/10
বিজ্ঞানীদের মতে, মশা রক্তে থাকা প্রোটিন শনাক্ত করতে পারে। রক্তের গ্রুপের নিরিখে এই প্রোটিন বা অ্যান্টিজেন আলাদা হয়। এক্ষেত্রে তাও গুরুত্বপূর্ণ।
6/10
তবে শুধুমাত্র রক্তের গ্রুপের নিরিখে নয়, ঘাম, গন্ধ, শরীর থেকে কার্বন ডাই অক্সাইডের নিঃসরণ, পোশাকের রংয়ের উপর নির্ভর করেও মশা কামড়াতে পারে।
7/10
অতিরিক্ত ঘাম হয় যাঁদের, তাঁদেরও বেশি কামড়াতে পারে মশা। ল্যাকটিক অ্যাসিড, ইউরিক অ্যাসিডও মশাদের আকৃষ্ট করে।
8/10
যাঁদের শরীর থেকে বেশি মাত্রায় কার্বন ডাই অক্সাইন নির্গত হয়, তাঁদের প্রতি আকৃষ্ট হয় মশা।
9/10
পাশাপাশি, কালো, ঘন নীল, ঘন লাল, এমন গাঢ় রংয়ের পোশাক পরলেও মশার কামড় একটু বেশিই খেতে হয়।
10/10
Blood Group যাঁদের O, তাঁদের একটু বেশিই মশা কামড়ায় বলে যদিও গবেষণায় ধরা পড়েছে। তবে সেই গবেষণা এখনও প্রাথমিক পর্যায়ে। ডেঙ্গি, ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগ থেকে বাঁচতে সতর্ক থাকুন সকলেই। ডিসক্লেইমার : প্রতিবেদনে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনে অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
Sponsored Links by Taboola