Zodiac Signs: নিজের বিলাসিতা নয়, মা-বাবাকে স্বপ্নের বাড়ি উপহার দেওয়াই লক্ষ্য এই রাশির জাতকদের
দক্ষিণ খোলা বারান্দা, সদর-খিড়কি দরজা, চিলেকোঠার নিস্তব্ধতা, গল্প ঠেকলেও, বড় বাড়িতে বেড়ে উঠেছেন যাঁরা, এর কদর বোঝেন তাঁরা। কিন্তু উন্নয়নের ধাক্কায় মাঠঘাট বিলুপ্তির পথে। কংক্রিটের দেওয়ালের ফাঁক দিয়ে একচিলতে আকাশের দেখাও মেলে না।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতাই একটুকরো জমি কিনে, নিজের বাড়ি বানানোর স্বপ্ন নিয়ে বাঁচেন অনেকেই। নিজের জন্য না হলেও, সাফল্যের প্রতীক স্বরূপ প্রবীণ মা-বাবাকে ভিটেমাটি গড়ে দিতে চান। এ ব্যাপারে একটু বেশিই আবেগ থাকে কিছু রাশির জাতকের।
কুম্ভরাশির জাতকদের দেখলে কিছু আঁচ করা যায় না। চমকে দিতে পারদর্শী এঁরা। সারাক্ষণ কিছু না কিছু মাথায় ঘুরতে থাকে এঁদের। আর মা-বাবার কথা উঠলে এগিয়েই থাকেন এঁরা।
কষ্ট করে বড় করে তুলেছেন যে মা-বাবা, তাঁদের শেষ শেষ জীবনটা সুখের করে তোলাই লক্ষ্য হয় কুম্ভরাশির জাতকদের। খোলা হাওয়ায় শ্বাস নিতে পারেন যাতে মা-বাবা, তার জন্য তাঁদের স্বপ্নের বাড়ি বানানোই লক্ষ্য হয় এঁদের।
মা-বাবার সুখ-শান্তিকে বিশেষ গুরুত্ব দেন মিথুন রাশির জাতকরা। তার জন্য আকাশ-পাতাল চষে ফেলতে হলেও পিছু হটেন না এঁরা। স্বপ্নপূরণে কোনও খামতি রাখেন না।
শুধু বাড়ি তৈরিই নয়, সেই বাড়িতে যাতে স্বাচ্ছন্দ্যে থাকতে পারেন মা-বাবা, সেদিকেও কড়া নজর থাকে মিথুন রাশির জাতকদের। তার জন্য অন্দরসজ্জাও হয় মা-বাবার পছন্দ অনুযায়ীই।
‘করব নয়ত মরব’ নীতি নিয়ে চলেন মেষ রাশির জাতকরা। চরম বিপদ এলেও মা-বাবার হাত ছাড়েন না এঁরা। মা-বাবার সেবা করাই জীবনের নীতি এঁদের।
তাই মা-বাবার জন্য হাত খুলে খরচেও দ্বিধা করেন না মেষ রাশির জাতকরা। এঁদের কাছে স্বপ্নের বাড়ির অর্থ আক্ষরিক অর্থেই স্বপ্নের বাড়ি। কোথাও এতটুকু কামতি রাখতে চান না।
বৃষ রাশির জাতকরা মা-বাবার প্রতি নিবেদিত প্রাণ স্বভাবের হন। মা-বাবার জন্য প্রায় সবকিছু ত্যাগ করতে পারেন এঁরা। তাঁদের ভাল থাকাই এঁদের কাছে সবকিছু।
মা-বাবাকে দুনিয়ার সব বিলাসিতা উপভোগ করার সুযোগ করে দিতে চান বৃষ রাশির জাতকরা। আর সেই তালিকায় প্রথমেই পড়ে চোখধাঁধানো বাড়ি। বাড়ি দেখে যাতে গর্ববোধ করেন মা-বাবা, সেই লক্ষ্য নিয়েই এগোন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -