Zodiac Signs: নিজের মর্জিতে বাঁচার অধিকার, মেয়েকে স্বনির্ভর হতে শেখান এই রাশির জাতকরা
এক দিকে ঘর-সংসার, অন্য দিকে চাকরি, আজের দিনে একসঙ্গে দুই দিকই সামলে চলেছেন মেয়েরা। কিন্তু সংসার এবং ব্যক্তি স্বাধীনতার প্রশ্নে আজও কোথাও না কোথাও প্রথমটিকেই প্রাধান্য দিতে হয় মেয়েদের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএর নেপথ্যে নিজের ভাবনা যতটা না কাজ করে, সমাজ-সংস্কৃতির প্রভাব থাকে অনেক বেশি। কারণ মেয়েদের আত্মবিশ্বাসী হতে, স্বাধীন হতে শেখাতে পারেন মা-বাবাই। আজও সনাতনী প্রথা থেকে বেরোতে পারেন না অনেকেই। তবে কিছু অভিভাবক রয়েছেন, যাঁরা ছোট থেকেই মেয়েকে স্বাধীন ভাবে বাঁচার পাঠ শেখান।
সমাজ আধুনিক থেকে অত্যাধুনিক হওয়ার পথে এগোলেও মুক্ত চিন্তার মানুষের সংখ্যা আজও হাতেগোনা। এ ক্ষেত্রে ব্যাতিক্রমী তুলা রাশির জাতকরা। স্বয়ংসম্পূর্ণা হয়ে ওঠায় বিশ্বাস করেন এঁরা।
তাই মেয়েকে ছোট থেকেই স্বনির্ভর করে তোলার চেষ্টায় থাকেন তুলা রাশির জাতকরা। অন্যের উপর নির্ভরশীল যাতে না হতে হয়, নিজের পছন্দ অপছন্দকে যাতে অগ্রাধিকার দিতে পারে সন্তান, সেই শিক্ষাই দিয়ে থাকেন।
সোশ্যাল মিডিয়া, বিশ্বায়নের হিড়িকে নিজেকে হারিয়ে ফেলা অসম্ভব নয় মোটেই। অন্যের কাছে নিজেকে গ্রহণযোগ্য করে তোলা, সামাজিক গণ্ডির মধ্যে নিজেকে বেঁধে রাখার অভ্যাস তৈরি হয়ে যায় না চাইতেও। আর তা ভাল ভাবেই বোঝেন কন্যা রাশির জাতকরা।
তাই জীবনে নিজের পৃথক লক্ষ্য তৈরি করতে পারেন কন্যা রাশির জাতকরা। মেয়ের মধ্যেই সেই ধারণা নিহিত করতে চান। ছোট থেকেই মেয়েকে স্বাধীন এবং স্বনির্ভর হতে শেখান।
পরিস্থিতি যা-ই হোক না কেন, নিজের পছন্দ অপছন্দের সঙ্গে যাতে আপস করতে না হয়, মেয়েকে সেই শিক্ষা দেন মেষ রাশির জাতকরা। মেয়েকে আত্মবিশ্বাসী করে তোলায় এঁদের ভূমিকা অনস্বীকার্য।
কাউকে আকর্ষিত করতে নয়, কারও মন পেতে নয়, নিজের জন্যই নিজেকে স্বনির্ভর এবং স্বয়ংসম্পূর্ণা করে তোলার পক্ষপাতী মেষ রাশির জাতকরা। তাই ছোট থেকেই মেয়েকে বোঝান, জীবনে কোনও চাহিদাই অপূর্ণ থাকে না, যদি নিজের মনপ্রাণ ঢেলে দেওয়া যায়।
পুরুষ হোন বা মহিলা, বৃশ্চিক রাশির জাতকরা এমনিতেই আত্মবিশ্বাসে ভরপুর হন। কারও আদেশ-উপদেশ মেনে চলতে পছন্দ করেন না এঁরা। বরং নিজের রাস্তা নিজেই তৈরি করে নেন।
স্বভাবতই বৃশ্চিক রাশির জাতকদের কন্যাসন্তান হলে, তাঁদের মধ্যেও এই আচরণই লক্ষ্য করা যায়। ছোট থেকেই বাস্তব এবং কল্পনার মধ্যেকার ফারাক বুঝিয়ে দেন মেয়েকে। নিজের জীবনের দায়িত্ব যে নিজেরই, মেয়েকে বোঝাতে সক্ষম হন বৃশ্চিক রাশির জাতকরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -