Human Nature as per Zodiac Signs: বয়স বাড়লেও পরিণত হয় না মন, ছেলেমানুষ থেকে যান এই রাশির জাতকরা
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আরও পরিণত হই আমরা। দায়-দায়িত্ব সম্পর্কে আরও বেশি সচেতন হই। সামাজিক রীতিনীতি, বিধিনিয়ম মানতে শুরু করি নিজের অজান্তেই।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু কিছু মানুষের ক্ষেত্রে বয়স শুধুমাত্র সংখ্যাই। বছর বছর বয়স বেড়ে চললেও, বাধা-বিপত্তির মুখোমুখি হলেও, মনে মনে শিশুই থেকে যান তাঁরা।
এমন ঘটা নেহাত কাকতালীয় ব্যাপার নয়। এর পিছনে রাশিচক্রের যোগ রয়েছে বলে মনে করেন জ্যোতিষীরা। তাঁদের মতে, বিশেষ কিছু রাশির মানুষের ছেলেমানুষি থেকে যায় বেশি বয়স পর্যন্ত।
মেষ রাশির জাতকদের মধ্যে থেকে যায় ছেলেমানুষি। এঁরা খানিকটা বেপরোয়া হন। বেশিই আবেগপ্রবণ হন এঁরা। তড়িঘড়ি রেগেও যান। অল্প সময়ের মধ্যেই একঘেয়ে লাগে। কোনও কিছুতেই মনসংযোগ করতে পারেন না।
বৃষরাশির জাতকরা শুধুমাত্র শিশুসুলভই হন না, একটু জেদি স্বভাবেরও হন। নিজের ইচ্ছা ব্যাতীত কিছু করতে নারাজ তাঁরা। যেমন শিশুরা করে থাকে।
বয়স বাড়লেও মানসিকতা খানিকটা অপরিণতই থাকে তুলারাশির জাতকদের। অন্যকে ভুল প্রতিপন্ন করার প্রবণতা থাকে। নিজের যদি কিছু পছন্দ না হয়, অন্য কারও তা পছন্দ হলে, মেনে নিতে পারেন না।
মিথুনরাশির জাতকরা মনে মনে অসন্তুষ্ট হলেও, প্রকাশ করেন না। সরাসরি রাগের বহিঃপ্রকাশ না ঘটাতে পেরে, ঘুরিয়ে ফিরিয়ে নেতিবাচক আচরণ দেখান।
ধনুরাশির জাতকরা নিজেদের কল্পনার দুনিয়ায় মজে থাকেন। বাস্তবের অস্তিত্বই মানতে চান না। কিছু কিছু ক্ষেত্রে তাঁদের অপরিণত আচরণ অন্যের রাগের কারণ হয়।
মীনরাশির জাতকরা এমনিতে চালাক-চতুর হন। কিন্তু নিজের দাবি থেকে সরতে নারাজ। নিজের মর্জিতে সব কিছু হতে হবে তাঁদের। তা না হলে ছেলেমানুষি করতে দেখা যায়।
কর্কটরাশির জাতকরা একটু দুর্বল প্রকৃতির হন। তাঁদের ঘ্যানঘ্যান করার স্বভাবে বিরক্তই হন বাকিরা। একবার কারও কাছ থেকে খারাপ ব্যবহার পেলে, আজীবন মনে রেখে দেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -